‘ঐক্যবদ্ধ হওয়া ছাড়া প্রাথমিক শিক্ষকদের অধিকার আদায় করা সম্ভব নয়’ - দৈনিকশিক্ষা

‘ঐক্যবদ্ধ হওয়া ছাড়া প্রাথমিক শিক্ষকদের অধিকার আদায় করা সম্ভব নয়’

নিজস্ব প্রতিবেদক |

বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা গবেষণা পরিষদের সভাপতি মো. সিদ্দিকুর রহমান বলেছেন, ঐক্যবদ্ধ হওয়া ছাড়া প্রাথমিক শিক্ষকদের অধিকার আদায় করা সম্ভব নয়। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে সেগুনবাগিচায় অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষক সংগঠনের ঐক্যবদ্ধ পরিষদের সভায় বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।  প্রধান শিক্ষকদের দশম গ্রেড ও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড বাস্তবায়নের দাবিতে ১০টি প্রাথমিক শিক্ষক সংগঠনের নেতারা এ সভায় অংশগ্রহণ করেন। সভায় এই ১০ টি সংগঠনকে নিয়ে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ গঠন করা হয়।

প্রাথমিক শিক্ষকদের ১০টি সংগঠন হলো বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (তোতা-গাজী), বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (আতিক-কাশেম), বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (আনসারী-আব্দুল্লাহ), বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ (আনিস-রবিউল), বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (শামসুদ্দিন-ছাবেরা), বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি (জাহিদুর রহমান), বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি (বদরুল-দেলোয়ার), বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক ফ্রন্ট (খালেদা- মোজাম্মেল), গ্রাজুয়েট প্রাথমিক শিক্ষক সমিতি (খালেক), বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক ফোরাম (হক-সিরাজ)। এছাড়া পুল প্রাথমিক শিক্ষক সমিতি ও প্যানেল প্রাথমিক শিক্ষক সমিতি এই ঐক্যবদ্ধ পরিষদের আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (তোতা-গাজী) সভাপতি মো. আনোয়ারুল ইসলাম তোতা, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (আনসারী-আব্দুল্লাহ) সভাপতি মো. নুরুজ্জামান আনসারী, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (আতিক-কাশেম) সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি মো. আনিসুর রহমান, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো. সামছুদ্দিন মাসুদ, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি মো. বদরুল আলম, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক ফোরামের সভাপতি মো. আবদুল হক, গ্রাজুয়েট প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আব্দুল খালেক প্রমুখ । এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত রায়, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (তোতা-গাজী) সাধারণ সম্পাদক গাজীউল হক চৌধুরী,  বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (আনসারী-আব্দুল্লাহ) সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সরকারসহ সকল প্রাথমিক শিক্ষক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা । 

স্বাগত বক্তব্যে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি মোহাম্মদ আনিসুর রহমান বলেন, আমরা বিশ্বাস করি প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকদের ঐক্যবদ্ধ প্রয়াস ছাড়া প্রাথমিক শিক্ষকদের দাবি আদায় হবে না। তাই অভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সকল সংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম তোতা বলেন, সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষক উভয়ের দাবি আদায়ে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কাজ করে আসছে । এ সময় অন্যান্য সকল সংগঠনকেও এক মঞ্চে আসার আহ্বান জানান তিনি। 

শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না - dainik shiksha সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু - dainik shiksha চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় - dainik shiksha প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট - dainik shiksha রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0046811103820801