‘তৃতীয় শিক্ষকদের এমপিভুক্তি নিয়ে আবারও দেন-দরবার করতে হবে’ - দৈনিকশিক্ষা

‘তৃতীয় শিক্ষকদের এমপিভুক্তি নিয়ে আবারও দেন-দরবার করতে হবে’

নিজস্ব প্রতিবেদক |

ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির জন্য আবারও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আবারও দেন-দরবার করতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রোববার সকালে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তি নিয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, ডিগ্রি তৃতীয় শিক্ষকের আসলে প্রয়োজন। এখন কোর্সের যে কলেবর বৃদ্ধি করা হয়েছে, দুইজন শিক্ষকের পক্ষে সেটি সম্পূর্ণ শেষ করা সম্ভব নয়। সেটি আমি এবং আমাদের উপমন্ত্রী মহোদয় (মহিবুল হাসান চৌধুরী) অনুধাবন করেছি। কিন্তু আমরা সব সিদ্ধান্ত এককভাবে নিতে পারি না। আমাদের জনপ্রশাসনে যেতে হয়। অর্থ মন্ত্রণালয়ে যেতে হয়। 

মন্ত্রী আরও বলেন, ‘সর্বশেষ এমপিও নীতিমালা আমরা যখন সংশোধন করে যখন আমরা পাঠাই অর্থ মন্ত্রণালয় সেটিকে অনুমোদন দেয়নি। কিন্তু বিষয়টি নিয়ে আমাদের আবারও মনে হয় দেন দরবারে বসতে হবে। আমাদের যে প্রয়োজন সেটি তাদের বোঝাতে হবে। আমি আশা করি তারা বিষয়টিকে আবারও বিবেচনা করবেন।’

জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধান অনুসারে কলেজের কোন বিষয়ের অধিভুক্তি নিতে হলে প্রতিটি বিষয়ের জন্য তিনজন শিক্ষক থাকতে হয়। আর বিএ (পাস) ও বিএসএস (পাস) বিষয়ের জন্য ২০ জন শিক্ষার্থী, বিবিএস (পাস) বিষয়ের জন্য ২৫ জন ও বিএসসি (পাস) বিষয়ের জন্য ১০ জন শিক্ষার্থী থাকতে হয়।

কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এমপিও নীতিমালা অনুসারে ডিগ্রি পর্যায়ে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রতি বিষয়ে দুই জন শিক্ষক এমপিওভুক্তির সুযোগ আছে। বাকি একজন শিক্ষক তৃতীয় শিক্ষক নামে পরিচিত। তৃতীয় শিক্ষকের এমপিভুক্তির বিধান এমপিও নীতিমালায় রাখা হয়নি। তবে, সরকার কয়েকধাপে বেশ কয়েকজন শিক্ষককে এমপিওভুক্ত করেছে। সম্প্রতি ৮৪১ জন তৃতীয় শিক্ষক এমপিওভুক্ত হয়েছেন।  

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল  SUBSCRIBE  করতে ক্লিক করুন।

ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন - dainik shiksha ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে - dainik shiksha জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা - dainik shiksha রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী please click here to view dainikshiksha website Execution time: 0.0048069953918457