একাডেমিয়া ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় - Dainikshiksha

একাডেমিয়া ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়

নিজস্ব প্রতিবেদক |

রাজধানীর একাডেমিয়া ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ের কারণে বিপাকে পড়েছে অভিভাবকরা। এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষের সাথে দফায় দফায় আলোচনা করেও সমাধান না পেয়ে সন্তানের পড়াশোনা নিয়ে হতাশায় ভুগছেন অনেকে। এজন্য দ্রুত শিক্ষার্থীদের অতিরিক্ত ফি কমানোর দাবি জানিয়েছেন তারা।

অভিভাবকদের অভিযোগ, সরকারি আইন বা রুলস না থাকা সত্ত্বেও ভর্তি নবায়ন ফি চাওয়া হয়েছিল। তবে তাদের দাবির প্রেক্ষিতে এই ফি নেয়নি স্কুল কর্তৃপক্ষ। কিন্তু এর পরিপেক্ষিতে বিভিন্ন ফি ধরে শিক্ষার্থীদের স্কুলের মাসিক বেতন বাড়িয়ে কৌশলে আদায় করা হচ্ছে ভর্তি নবায়ন ফি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক জানান, তার দুই সন্তান একাডেমিয়া স্কুলে ১ম শ্রেণী ও ৭ম শ্রেণীতে পড়ছে। ভর্তি নবায়ন ফি না নেয়া হলেও সাংস্কৃতিক ফিসহ বিভিন্ন অন্যান্য ফি ধরে মাসিক বেতনের সাথে আমাদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেয়া হচ্ছে। প্রতিবছরই শিক্ষার্থীদের বেতন বাড়ানো হচ্ছে। এটি আমাদের জন্য একটি ধাক্কা হয়ে যায়। এজন্য শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ে সন্তানের পড়াশোনা খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে বলেও জানান তিনি।

কয়েকজন অভিভাবকরা জানান, শিক্ষার্থীদের কাছে থেকে আড়াই হাজার থেকে তিন হাজার টাকা বেশি নেয়া হচ্ছে। তাদের মতে, এ হিসেবে বছরে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ত্রিশ হাজারের বেশি নেয়া হচ্ছে। যা ভর্তি নবায়ন ফি থেকেও অনেক বেশি।

স্কুল সূত্রে জানা যায়, অতিরিক্ত ফি কমানোর জন্য বেশ কিছুদিন ধরেই অভিভাবকরা কর্তৃপক্ষের সাথে আলোচনা করছেন। তারা একাধিকবার প্রধান শিক্ষকের সাথেও কথা বলছেন। তিনি আশ্বাস দিলেও এখনও কোন সমাধান পাননি অভিভাবকরা। এ বিষয়ে আগামী শনিবারও কর্তৃপক্ষ অভিভাবকদের সাথে বসে সিদ্ধান্তের বিষয় জানানোর কথা রয়েছে। কিন্তু স্কুল কর্তৃপক্ষের সিদ্ধান্তহীনতায় সন্তানের পড়াশোনা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন অনেক অভিভাবক।

উল্লেখ্য, মোহাম্মদপুরের লালমাটিয়ায় অবস্থিত (সাত মসজিদ রোডস্থ বাড়ি-৬/১০, বস্নক-এফ) ‘একাডেমিয়া’ সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম একটি স্কুল। এখানে পে-গ্রুপ থেকে ‘এ’ লেভেল পর্যন্ত অঙ্ফোর্ড কারিকুলাম ভিত্তিতে পড়ানো হয়। এছাড়াও স্কুলটির ধানমন্ডির ৯/এ রোডে আরেকটি ব্রাঞ্চ রয়েছে।

শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না - dainik shiksha সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু - dainik shiksha চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় - dainik shiksha প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট - dainik shiksha রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.006525993347168