প্যারা-মেডিকেলের ছাত্রের মৃত্যু - দৈনিকশিক্ষা

প্যারা-মেডিকেলের ছাত্রের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি |

গাজীপুরের কাপাসিয়ায় সেলিম আকন (২৫) নামে প্যারা-মেডিকেলে পড়ুয়া এক ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) মধ্যরাতে উপজেলার উলুসারা গ্রামে মারা যায় সে। পরিবারের সদস্যরা স্ট্রোকের কারণে মারা গেছে দাবি করলেও স্থানীয় উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ করোনা সংক্রমণ ছিল কি না তা জানতে নমুনা সংগ্রহ করেছে। এছাড়া মৃতের বাড়িতে লাল পতাকা টাঙানোসহ পরিবারের লোকজনকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে।

নিহতের বাবা সুরুজ্জামান জানান, সেলিম  ঢাকার একটি বেসরকারি নার্সিং ইনস্টিটিউটে (প্যারা-মেডিকেলে) শেষ বর্ষের ছাত্র ছিল। সম্প্রতি ইন্টার্নশিপ করতে নারায়ণগঞ্জের একটি ক্লিনিকে মেডিকেল অ্যাসিস্টেন্ট হিসেবে যোগ দেয়। সারাদেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় ২২ দিন আগে সে নারায়ণগঞ্জ থেকে বাড়ি চলে আসে। এরপর থেকে সে বাড়িতে আছে।

তিনি আরও জানান, মঙ্গলবার বিকেলে স্থানীয় একটি মাঠে ফুটবলও খেলেছে। রাতে খাবার খেয়ে ঘুমিয়ে ছিল সেলিম। হঠাৎ রাত ১২টার দিকে তার বুকে ব্যথা উঠে এবং চিকিৎসকের কাছে নেয়ার আগেই হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে (স্ট্রোক করে) মারা যায়। তার শ্বাসকষ্ট কিংবা করোনার কোনো লক্ষণ ছিল না।

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস সালাম বলেন, শ্বাসকষ্ট না থাকলেও সেলিমের ঠাণ্ডা-জ্বর ছিল। এজন্য তিনি ঔষধও সেবন করেছেন। করোনা সংক্রমণ ছিল কি না তা নিশ্চিত হতে সেলিম ও তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর’এ পাঠানো হয়েছে এবং নিহতের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার জন্য বলা হয়েছে। ওই যুবকের দাফন বিশ্বস্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী করা হবে।

কাপাসিয়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ইসমত আরা বলেন, নিহত সেলিম করোনা ভাইরাসে আক্রান্ত কি না তা পরীক্ষা ছাড়া নিশ্চিত হওয়া সম্ভব নয়। তাই তার ও স্বজনদের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। আপাতত ওই বাড়িতে লাল পতাকা টানানো হয়েছে এবং পরিবারের সদস্যদের হোম কোয়রেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না - dainik shiksha সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু - dainik shiksha চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় - dainik shiksha প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট - dainik shiksha রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0065958499908447