মাঘের শুরু, শীতের তীব্রতা বাড়বে - দৈনিকশিক্ষা

মাঘের শুরু, শীতের তীব্রতা বাড়বে

নিজস্ব প্রতিবেদক |

কনকনে শীত ধরিয়ে দিয়ে বিদায় নিয়েছে পৌষ, আজ বুধবার (১৫ জানুয়ারি) মাঘের প্রথম দিন। গত কয়েক বছর ঢাকায় শীতের দেখা পাওয়া যায়নি বললেই চলে। তবে এ বছর স্বমহিমায় আবির্ভূত শীত। পৌষের শুরু থেকেই হাড়কাঁপানো ঠাণ্ডায় কাঁপছে সারাদেশে। বাদ পড়েনি রাজধানী ঢাকাও। রাজধানীতে দুদিন ধরে রোদের দেখা মিললেও তাপমাত্রা বাড়তি নয়। সেইসঙ্গে আজ সকালে রাজধানী ঢাকা পড়ে কুয়াশার অবগুণ্ঠনে।

আবহাওয়া অধিদফতর আশঙ্কা করছে, মাঘ মাসে এবার শীতের তীব্রতা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। এ মাসেই কমপক্ষে দুটি শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে বলে। এর যেকোনো একটিতে তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচেও নামতে পারে। আজ তেঁতুলিয়া  সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়, ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আগামী সপ্তাহে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে একটি মাঝারি অথবা মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। হতে পারে বৃষ্টিও। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেও দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে একটি মাঝারি বা তীব্র ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। জানিয়ে রাখা ভালো,  ৪ থেকে ৬ ডিগ্রি তাপমাত্রায় নামলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়। আর তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রিতে থাকলে মাঝারি এবং ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়।

সকালে ১০টার পর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠা নামা স্বাভাবিক হয়েছে।  এর আগে ঘন কুয়াশায় বিমানবন্দরে ৭ ঘণ্টা সব ধরণের ফ্লাইট ওঠানামা বন্ধ ছিল। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, রাত ৩টার কিছু সময় পর থেকে সকাল ১০টা পর্যন্ত ফ্লাইট উঠানামা বন্ধ থাকে।

এরপর শহাজালাল থেকে সকাল ১০টায় প্রথম ফ্লাইট ছেড়ে যায়।  ঘন কুয়াশার কারণে রাতে সৌদি, কুয়েত, মাস্কাট ও বিভিন্ন দেশের একাধিক ফ্লাইট ঢাকা ছেড়ে যেতে পারেনি। ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ অনেক ফ্লাইট দেরিতে ছাড়ছে। 

ঘন কুয়াশার কারণে ময়মনসিংহের ত্রিশালে চার বাস-ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন ও কমপক্ষে আটজন আহত হয়েছেন। জুবুথুবু হয়ে আছে উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন জেলার জনজীবন। বাড়ছে ঠাণ্ডাজনিত রোগবালাই।  

শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না - dainik shiksha সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু - dainik shiksha চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় - dainik shiksha প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট - dainik shiksha রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.004094123840332