অধিদপ্তরের নির্দেশেও দায়িত্ব ছাড়তে নারাজ নিউ মডেল কলেজের ষাটোর্ধ্ব অধ্যক্ষ - দৈনিকশিক্ষা

অধিদপ্তরের নির্দেশেও দায়িত্ব ছাড়তে নারাজ নিউ মডেল কলেজের ষাটোর্ধ্ব অধ্যক্ষ

নিজস্ব প্রতিবেদক |

রাজধানীর ধানমণ্ডির নিউ মডেল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিনকে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দিয়েছে শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তরের নির্দেশনা অমান্য করে বয়স ৬০ হবার পরেও প্রতিষ্ঠানটির অধ্যক্ষ পদে বহাল রয়েছেন তিনি। সম্প্রতি পুন:নিয়োগ পেয়েছেন এ ষাটোর্ধ অধ্যক্ষ। তাই, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে চিঠি দিয়ে তাকে প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ বা জ্যেষ্ঠ শিক্ষকের কাছে দায়িত্বভার হস্তান্তরের নির্দেশ দেয়া হয়েছে। শিক্ষা অধিদপ্তর সূত্র দৈনিক শিক্ষা ডটকমকে এ তথ্য নিশ্চিত করে। তবে, ২০২০ খ্রিষ্টাব্দের ৩০ মের আগে দায়িত্ব ছাড়বেন না বলে দৈনিক শিক্ষাডটকমকে সাফ জানিয়ে দিয়েছেন অধ্যক্ষ মো. রুহুল আমিন। 

সূত্র জানায়, সম্প্রতি বয়স ৬০ বছর পূর্ণ হয়েছে অধ্যক্ষ মো. রুহুল আমিনের। কিন্তু অধ্যক্ষের  দায়িত্বভার হস্তান্তর করেননি তিনি। সে প্রেক্ষিতে বেশ কয়েকজন দুদকে লিখিত অভিযোগ করেছেন অধ্যক্ষের বিরুদ্ধে। লিখিত অভিযোগগুলো আমলে নিয়ে গত ২১ এপ্রিল অধ্যক্ষ মো. রুহুল আমিনকে অধ্যক্ষের দায়িত্ব ছাড়ার নির্দেশ দেয় শিক্ষা অধিদপ্তর। তাকে দায়িত্বভার জ্যেষ্ঠ শিক্ষকের কাছে হস্তান্তর করার লিখিত নির্দেশ দেয়া হয়েছিল।

কিন্তু মো. রুহুল আমিনকে পুনরায় রাজধানীর ধানমণ্ডির ডিগ্রি কলেজের অধ্যক্ষ পদে পুন:নিয়োগ দেয়া হয়েছে বলে গত ৫ মে দুদকে অভিযোগ দাখিল করেন প্রতিষ্ঠানটির সভাপতি। এ অভিযোগটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায় দুদক। সে প্রেক্ষিতে দুদকে আসার চিঠির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে বলে শিক্ষা মন্ত্রণালয়। 

২০১৮ খ্রিস্টাব্দের ২৬ মে জারি করা এক পরিপত্রে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর জানায়, বয়স ষাট বছর পূর্ণ হলে শিক্ষক-কর্মচারীদের এমপিও দেয়া হবে না। এছাড়া বয়স ৬০ বছর পূর্ণ হলে ছাড়তে হবে দায়িত্ব। ষাটোর্ধ শিক্ষক-কর্মচারীদের কোনো অবস্থাতেই পুনঃনিয়োগ বা চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া যাবে না। বিধান না মানলে পরিচালনা কমিটির বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। গত বছর শিক্ষাও বোর্ডগুলো এ নির্দেশনা জারি করেছিল। 

এ প্রেক্ষিতে গত ২৬ মে মো. রুহুল আমিনকে ফের নিউ মডেল ডিগ্রি কলেজের অধ্যক্ষের দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। বিধি মোতাবেক উপাধ্যক্ষের কাছে দায়িত্বভার দিতে বলা হয়েছে তাকে। উপধ্যক্ষ না থাকলে জ্যেষ্ঠ শিক্ষকের কাছে দায়িত্ব হস্তান্তর করতে বলা হয়েছে।

তবে, ২০২০ খ্রিষ্টাব্দের ৩০ মের আগে দায়িত্ব হস্তান্তর করবেন না বলে দৈনিক শিক্ষাডটকমকে জানান অধ্যক্ষ মো. রুহুল আমিন। তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় আমাকে ২০২০ খ্রিষ্টাব্দের ৩০ মে পর্যন্ত নিয়োগ দিয়েছে। শিক্ষা অধিদপ্তরের চিঠিটি আমি পেয়েছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাগজপত্রসহ চিঠিটি পুনরায় অধিদপ্তরে পাঠানো হয়েছে। গভর্নিং বাড়ির সিদ্ধান্তে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দেয়া মেয়াদ অর্থাৎ ২০২০ খ্রিষ্টাব্দের ৩০ মে পর্যন্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করবো। 

এসএসসি পরীক্ষার ফল জানবেন যেভাবে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল জানবেন যেভাবে সনদ জালিয়াতিতে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে - dainik shiksha সনদ জালিয়াতিতে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে শিক্ষার্থীদের প্রযুক্তির উদ্ভাবক হওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর - dainik shiksha শিক্ষার্থীদের প্রযুক্তির উদ্ভাবক হওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর নবম পে-স্কেলসহ সরকারি কর্মচারীদের ১০ দাবি - dainik shiksha নবম পে-স্কেলসহ সরকারি কর্মচারীদের ১০ দাবি শিক্ষকদের বেতন আটকে সর্বজনীন পেনশন যোগ দিতে চাপের অভিযোগ - dainik shiksha শিক্ষকদের বেতন আটকে সর্বজনীন পেনশন যোগ দিতে চাপের অভিযোগ কারিগরি শিক্ষা অধিদপ্তরে নিয়োগের ভাইভা শুরু - dainik shiksha কারিগরি শিক্ষা অধিদপ্তরে নিয়োগের ভাইভা শুরু কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় ফের বৃদ্ধি - dainik shiksha উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় ফের বৃদ্ধি দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.010027885437012