এমপিওবঞ্চিত প্রার্থীদের সুপারিশের আগে অ্যাটর্নি জেনারেল অফিসের মতামত নেবে এনটিআরসিএ - দৈনিকশিক্ষা

এমপিওবঞ্চিত প্রার্থীদের সুপারিশের আগে অ্যাটর্নি জেনারেল অফিসের মতামত নেবে এনটিআরসিএ

নিজস্ব প্রতিবেদক |

দ্বিতীয় নিয়োগ চক্রে যোগদান ও এমপিও বঞ্চিত প্রার্থীর বাড়ির কাছেই সুপারিশ পাবেন। আগে এমপিওভুক্ত পদে নিয়োগ সুপারিশ পেয়েও যারা যোগদান করতে পারেনি কিন্তু বয়স ৩৫ হয়ে গেছে তারাও মানবিক বিবেচনায় নতুন করে সুপারিশ পাবেন। যোগদান ও এমপিওবঞ্চিতদের জটিলতা নিরসনে এমনটিই পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। এ জটিলতায় ভুক্তভোগী ১ হাজার ২৫৯ জন প্রার্থীর তথ্য সংগ্রহ করা হয়েছে। তবে, নতুন করে সুপারিশের আগে অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে মতামত নেয়া হবে। ১৩তম নিবন্ধিতদের দায়ের করা রিট মামলার আদেশ ও এ নিয়ে এনটিআরসিএর করা রিভিউ আবেদন করায় সুপারিশের আইনি মতামত নেয়া হবে বলে দৈনিক শিক্ষাডটকমকে জানিয়েছে এনটিআরসিএ সূত্র।  

দীর্ঘ অপেক্ষার পর যোগদান ও এমপিওবঞ্চিতদের জটিলতা নিরসন হচ্ছে। এ পরিস্থিতিকে দৈনিক শিক্ষাডটকমকে টেলিফোন ও ইমেইল করে বঞ্চিতদের বাড়ির কাছে সুপারিশ দেয়ার দাবি জানিয়েছিলেন। আর যারা নির্ধারিত বয়সে সুপারিশ পেয়েও এখন ৩৫ অতিক্রম করেছেন তারাও মানবিক বিবেচনায় তাদের সমস্য সমাধানের দাবি জানিয়েছিলেন। এসব প্রার্থী নিয়োগ সুপারিশ পেয়েও দীর্ঘ ১৮ মাস যোগদান বা এমপিওভুক্ত হতে পারেনি। এসব সমস্যার বিষয় শিক্ষা মন্ত্রণালয় ও এনটিআরসিএর কর্মকর্তাদের নজরে আনা হয়েছিল। 

এনটিআরসিএ সূত্র দৈনিক শিক্ষাডটকমকে জানায়, সম্প্রতি যোগদান ও এমপিওবঞ্চিত প্রার্থীদের বাড়ির কাছে সুপারিশ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সাথে যারা আগে সুপারিশ পেয়েছিলেন কিন্তু সমস্যা সমাধান হতে তাদের বয়স ৩৫ অতিক্রম করেছে, তাদেরও মানবিক বিবেচনায় এবং নির্ধারিত বয়সে পাওয়া সুপারিশের আলোকে নতুন করে সুপারিশ করা হবে। সুপারিশ পাওয়ার সময় যাদের বয়স ৩৫ থেকে কমছিল। কিন্তু সমস্যা সমাধান হতে হতে তাদের বয়স ৩৫ পার হয়েছে। তাদের এতে কোন দোষ নেই। তাই, মানবিক বিবেচনায় তাদের নতুন করে সুপারিশ করা হবে। 

সূত্র দৈনিক শিক্ষাডটকমকে আরও জানায়, এমপিও ও যোগদান বঞ্চিত ১ হাজার ২৫৯জন প্রার্থীর তথ্য সংগ্রহ করা হয়েছে। তাদের জটিলতা নিরসনে কাজ চলছে। তবে, ১৩তম নিবন্ধিতদের দায়ের করা একটি রিট মামলার আদেশে রিটকারীদের নিয়োগ সুপারিশ করতে বলা হয়েছিল। যে আদেশের রিভিউ করে আবেদন করেছে এনটিআরসিএ। তবে, আগের নিয়োগ সুপারিশ পাওয়া ভুক্তভোগী প্রার্থীদের নতুন করে সুপারিশ করতে এ আদেশ ও রিভিউ নিয়ে কোন জটিলতা হবে কি-না তা জানতে অ্যার্টনি জেনারেল অফিসের মতামত নেয়া হবে। এ প্রক্রিয়া শুরু হয়েছে।

   

জানা গেছে, যারা এমপিও পদে সুপারিশ পেয়েও যোগদান করতে পারেনি বা যোগদান করেও এমপিওভুক্ত হতে পারেনি তাদের নতুন করে সুপারিশ করা হবে। মূলত প্যাটার্ন জটিলতায় ভুক্তভোগীরা যোগদান করেও এমপিওভুক্ত হতে পারেনি। যোগদান না করা ও এমপিও না পাওয়া ১ হাজার ২৫৯ জন প্রার্থীর তালিকা তৈরি করেছে এনটিআরসিএ। তাদের নিজ এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন করে সুপারিশ করার প্রস্তুতি শুরু হয়েছে। 

এ নিয়ে জানতে চাইলে এনটিআরসিএর একজন উর্ধ্বতন কর্মকর্তা দৈনিক শিক্ষাডটকমকে বলেন, নতুন করে সুপারিশে প্রার্থীদের কোন আইনি জটিলতা সৃষ্টি হবে কিনা তা জানতেই অ্যাটর্নি জেনারেলের অফিসের মতামত নেয়া হবে। মতামত অনুসারে এমপিওবঞ্চিতদের সুপারিশ করা হবে। এ বিষয়ে কাজ চলছে।   

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE  করতে ক্লিক করুন।

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জবি ছাত্রীর আত্মহত্যা: শিক্ষক-শিক্ষার্থী বহিষ্কার - dainik shiksha ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জবি ছাত্রীর আত্মহত্যা: শিক্ষক-শিক্ষার্থী বহিষ্কার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জবি ছাত্রীর আত্মহত্যা: শিক্ষক-শিক্ষার্থী বহিষ্কার - dainik shiksha ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জবি ছাত্রীর আত্মহত্যা: শিক্ষক-শিক্ষার্থী বহিষ্কার অবন্তিকার আত্মহত্যা: সাতদিনের মধ্যে তদন্ত সম্পন্নের আশ্বাস জবি উপাচার্যের - dainik shiksha অবন্তিকার আত্মহত্যা: সাতদিনের মধ্যে তদন্ত সম্পন্নের আশ্বাস জবি উপাচার্যের হয়রানির প্রতিকার চেয়েও ফল পাননি অবন্তিকা, অভিযোগ মায়ের - dainik shiksha হয়রানির প্রতিকার চেয়েও ফল পাননি অবন্তিকা, অভিযোগ মায়ের নতুন শিক্ষাক্রম: শিক্ষকদের কাছে প্রাইভেট না পড়লে মিলছে না মূল্যায়ন - dainik shiksha নতুন শিক্ষাক্রম: শিক্ষকদের কাছে প্রাইভেট না পড়লে মিলছে না মূল্যায়ন মূল্যায়ন বুঝলেও নৈপুণ্য অ্যাপে চ্যালেঞ্জের মুখে শিক্ষকরা - dainik shiksha মূল্যায়ন বুঝলেও নৈপুণ্য অ্যাপে চ্যালেঞ্জের মুখে শিক্ষকরা ‘পড়তে ও লিখতে’ শেখা প্রকল্প কেনো - dainik shiksha ‘পড়তে ও লিখতে’ শেখা প্রকল্প কেনো please click here to view dainikshiksha website Execution time: 0.0071969032287598