এমপিওভুক্তদের বকেয়া দিতে প্রয়োজন ৩ হাজার কোটি টাকা - দৈনিকশিক্ষা

এমপিওভুক্তদের বকেয়া দিতে প্রয়োজন ৩ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক |

এমপিওভুক্ত (মান্থলি পেমেন্ট অর্ডার) শিক্ষক-কর্মচারীদের বকেয়া, অবসর ও কল্যাণ ভাতা পরিশোধে ২ হাজার ৯৭৪ কোটি টাকা প্রয়োজন। যার বিপরীতে মাত্র আড়াইশ’ কোটি টাকা বরাদ্দ পেয়েছে সংশ্লিষ্ট দু’টি সংস্থা। অর্থাৎ বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বকেয়া, অবসর ও কল্যাণ ভাতা বাবদ ২ হাজার ৭২৪ কোটি টাকার চাহিদা তৈরি হলেও তা দিতে পারছে না সরকার।

সোমবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে চলমান ১৯তম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে টেবিলে উত্থাপিত বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য জিয়াউল হক মৃধার প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানান।

মন্ত্রী জানান, বকেয়া অবসর ভাতা দিতে সরকারের কাছে ২ হাজার ২৭৪ কোটি টাকা চেয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড। একইসঙ্গে তাদের বকেয়া কল্যাণ ভাতা দিতে ৭০০ কোটি টাকা চেয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট। চাহিদার বিপরীতে অবসর সুবিধা বোর্ড চলতি অর্থবছরে মাত্র দেড়শ’ কোটি টাকা বরাদ্দ পেয়েছে। আর গত (২০১৬-১৭) ও চলতি অর্থবছর (২০১৭-১৮) মিলিয়ে মাত্র ১০০ কোটি টাকা বরাদ্দ পেয়েছে কল্যাণ ট্রাস্ট।

শিক্ষামন্ত্রীর দেওয়া তথ্য মতে, অবসর সুবিধা বোর্ডে ২০১৪ থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত সাড়ে ৩৫ হাজার আবেদন জমা হয়েছে। এগুলো নিষ্পত্তি করতেই প্রায় ১ হাজার ৯৭৫ কোটি টাকা প্রয়োজন। এরই পরিপ্রেক্ষিতে চলতি অর্থবছরে এককালীন ২ হাজার ১০০ কোটি টাকা এবং পুঞ্জীভূত ঘাটতি পূরণে অতিরিক্ত আরো ১৭৪ কোটি টাকা চেয়েছে বোর্ড। এর বিপরীতে মাত্র দেড়শ’ কোটি টাকার থোক বরাদ্দ রাখা হয়েছে। অন্যদিকে শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টও ২০১৬ সালের ডিসেম্বরের পর জমা হওয়া সব আবেদন অনিষ্পন্ন রয়েছে। পুঞ্জীভূত আবেদনের সংখ্যা ক্রমেই বাড়ছে। এ আবেদনগুলো নিষ্পন্ন করার জন্য ৭০০ কোটি টাকা চেয়েছে কল্যাণ ট্রাস্ট। এর বিপরীতে গত ও চলতি অর্থবছরে মাত্র ৫০ কোটি টাকা করে মোট ১০০ কোটি টাকা বরাদ্দ মিলেছে।
আগে সংসদের ১৮তম অধিবেশনে গত বছরের ১৬ নভেম্বর শিক্ষামন্ত্রী জানান, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতা দিতে গিয়ে প্রতি বছর ৪২০ কোটি টাকা ঘাটতি গুনছে সরকার। বর্তমান সরকার গত আট বছরে অবসর সুবিধা বোর্ডের মাধ্যমে ৫৯ হাজার ৪১৪ জনের দুই হাজার ৩৬১ কোটি ৬৭ লাখ ৮৩ হাজার ৮৮৮ টাকা পরিশোধ করেছে উল্লেখ করে সেদিন তিনি বলেছিলেন, ‘আর্থিক সমস্যার কারণে ব্যাংক থেকে অনেকটাই ভিক্ষা নিয়ে এই ভাতা দিতে হচ্ছে।’
বর্তমানে দেশে বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৩৮ হাজার ১৫৮টি। এর মধ্যে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের সংখ্যা ২৭ হাজার ৭২২টি। বিগত অর্থবছরে শিক্ষা মন্ত্রণালয়ের মোট বাজেট বরাদ্দ ২৬ হাজার ৮৫৭ কোটি ৭৪ লাখ টাকার মধ্যে এমপিওখাতের জন্যই বরাদ্দ ছিলো ১২ হাজার ২৮৯ কোটি ৭৪ লাখ ৬৭ হাজার টাকা।

শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না - dainik shiksha সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু - dainik shiksha চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় - dainik shiksha প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট - dainik shiksha রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0043139457702637