please click here to view dainikshiksha website

কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের চারা দেবে হাবিপ্রবি

হাবিপ্রবি প্রতিনিধি | আগস্ট ১৬, ২০১৭ - ৯:৫২ অপরাহ্ণ
dainikshiksha print

দিনাজপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ধানের জমিতে নতুন চারা সরবরাহ করবে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)।

বুধবার (১৬ আগস্ট) দুপুরের দিকে এ লক্ষে  হাবিপ্রবির গবেষণা মাঠে প্রায় ৩ বিঘা জমিতে বীজ তলা তৈরির কাজ উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মু. আবুল কাসেম।

প্রসঙ্গত, কয়েকদিন আগে বন্যা পরিস্থিতি পরিদর্শনকালে উপাচার্য বন্যাদুর্গতের মাঝে চারা সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

জানা যায়, এই বীজতলায় উৎপাদিত বি আর-৩৪ (লেট ভ্যারাইটি) ধানের চারা প্রায় ৬০ বিঘা জমিতে লাগানো যাবে। এই চারা বন্যা নেমে গেলে এবং চারা লাগানোর উপযুক্ত হলে তা কৃষকদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হবে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক মিজানুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সফিউল আলম, ফসল শরীরতত্ত্ব ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান এবং জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক অধ্যাপক ড. শ্রীপতি সিকদার, মৃত্তিকা বিভাগের অধ্যাপক ড. মো. শাহাদৎ হোসেন খান এবং খামার তত্ত্বাবধায়ক এস এইচ এম গোলাম সরওয়ারসহ শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিল।

সংবাদটি শেয়ার করুন:


পাঠকের মন্তব্যঃ ১টি

  1. মোঃ হবিবর রহমান, বীরগঞ্জ ডিগ্রী কলেজ, দিনাজপুর says:

    প্রশংসনীয় উদ্যোগ।

আপনার মন্তব্য দিন