ক্ষমা চেয়ে রেহাই পেলেন ‘লাল চা’ খাওয়ার গুজব ছড়ানো সেই শিক্ষক - দৈনিকশিক্ষা

ক্ষমা চেয়ে রেহাই পেলেন ‘লাল চা’ খাওয়ার গুজব ছড়ানো সেই শিক্ষক

নিজস্ব প্রতিবেদক |

ক্ষমা চেয়ে রেহাই পেলেন করোনাভাইরাসের প্রতিষেধক হিসেবে ফেসবুকে লাল চা খাওয়ার গুজব ছড়ানো সেই শিক্ষক। প্রধান শিক্ষককে সঙ্গে নিয়ে থানায় হাজির হয়ে ভবিষ্যতে এমন গুজবের পুনরাবৃত্তি করবেন না মর্মে মুচলেকা দিয়েছেন।  শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে সিলেটের ওসমানীনগর থানায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার হঠাৎ করে সামাজিক যোগাযোগমাধ্যমে❛লাল-চা❜খাওয়া নিয়ে গুজব ছড়িয়ে পড়ে। করোনাভাইরাস থেকে বাঁচতে লাল-চা খাওয়ার এই গুজব ফেসবুকে ছড়ান সিলেটের ওসমানীনগরের মোবারকপুর বঙ্গবন্ধু উচ্চবিদ্যালয়ের শিক্ষক বশির মিয়া। তিনি তাঁর ফেসবুকে চিনি ছাড়া লাল চা খেলে করোনাভাইরাস ঠেকানো যায় এমন একটি পোস্ট করেন। ফেসবুকে এটি ভাইরাল হয়ে যায়। পরে সিলেট রেঞ্জের ডিআইজি এবং সিলেটের পুলিশ সুপারের নির্দেশে বশির মিয়াকে আটক করতে অভিযান চালায় ওসমানীনগর থানার পুলিশ।

পুলিশের অভিযান টের পেয়ে বশির মিয়া আত্মগোপন করেন। এ ঘটনায় গতকাল রাতে বশির মিয়ার ভাই ও আত্মীয়সহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে পুলিশ। আজ আবার বশির মিয়াকে আটকে অভিযান চালায় পুলিশ। পরে বিকেল সাড়ে চারটার দিকে বশির মিয়া তাঁর স্কুলের প্রধান শিক্ষক আবুল লেইছ মিয়াকে সঙ্গে নিয়ে থানায় হাজির হন। এ সময় গুজব রটানোর জন্য ক্ষমা চেয়ে লিখিত মুচলেকা প্রদান করেন। পরে তাঁর ফেসবুক আইডিতেও ক্ষমা চেয়ে আরেকটি স্ট্যাটাস দেন। তাঁকে প্রধান শিক্ষক আবুল লেইছের জিম্মায় দেওয়া হয়।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ মোবারক বলেন, শিক্ষক বশির মিয়া থানার হাজির হয়ে ক্ষমা প্রার্থনা ও মুচলেকা দিয়েছেন। পরে তাঁকে তাঁর বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল লেইছের জিম্মায় হস্তান্তর করা হয়। এর আগে জিজ্ঞাসাবাদের জন্য আনা তাঁর পাঁচ স্বজনকেও ছেড়ে দেওয়া হয়।

শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না - dainik shiksha সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু - dainik shiksha চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় - dainik shiksha প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট - dainik shiksha রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0045139789581299