টিউশন ফি’র ১০ লাখ টাকা শিওরক্যাশের পকেটে! - দৈনিকশিক্ষা

টিউশন ফি’র ১০ লাখ টাকা শিওরক্যাশের পকেটে!

গাজীপুর প্রতিনিধি |

মোবাইল ব্যাংকিংয়ের নামে শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ধরণের চাঁদাবাজির সহায়ক ভূমিকা পালনকারী শিওর ক্যাশের বিরুদ্ধে এবার পুরো টিউশন ফি মেরে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া অদক্ষতার অভিযোগ তো রয়েছেই।

এবার গাজীপুর শহরের রানী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের টিউশন ফির ১০ লাখ টাকা স্কুলের হিসাবে জমা না করে আত্মসাতের অভিযোগ উঠেছে শিওর ক্যাশের দুই কর্মকর্তার বিরুদ্ধে। টাকা আত্মসাতের অভিযোগে শিওর ক্যাশের টেরিটরি ম্যানেজার মো. সাজ্জাদ হোসেন ও স্থানীয় ডিস্ট্রিবিউটরের সাবেক কর্মী লিটন তালুকদার লিখনকে শনিবার রাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে  বিদ্যালয়  কর্তৃপক্ষ।

 

জানা যায়, ২০১৫ খ্রিস্টাব্দে শিওর ক্যাশের সঙ্গে বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিউশনসহ অন্যান্য ফি সংগ্রহ করে স্থানীয় একটি ব্যাংকে স্কুলের অ্যাকাউন্টে জমা দেওয়ার চুক্তি হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদা খানম বলেন, শিওর ক্যাশের টেরিটরি ম্যানেজার মো. সাজ্জাদ হোসেনসহ কয়েক কর্মকর্তা লিটন তালুকদার লিখনকে টাকা সংগ্রহ করার জন্য তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। ব্যাংকে টাকা জমা হলে ব্যাংক থেকে মোবাইল মেসেজের মাধ্যমে জানানো হতো। গত অক্টোবর-ডিসেম্বরে কিস্তির কোনো মেসেজ আমরা পাইনি। বছরের শেষে হিসাব করতে গিয়ে দেখা গেছে, সর্বশেষ শিওর ক্যাশের কাছে ১০ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা স্কুলের পাওনা রয়েছে।

বিষয়টি শিওর ক্যাশের প্রধান কার্যালয়ে জানানো হলে গত বৃহস্পতিবার প্রধান কার্যালয় থেকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (সেলস) শফিকুল ইসলাম স্কুলে আসেন। পরে শিওর ক্যাশ কর্তৃপক্ষ লিখন ও সাজ্জাদকে নিয়ে শনিবার স্কুলে আসেন। তাদের এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশে সোপর্দ করা হয়।

শিওর ক্যাশের ভাইস প্রেসিডেন্ট মো. ফারুক হোসেন সাংবাদিকদের বলেন, সাজ্জাদ হোসেন শিওর ক্যাশের টেরিটরি ম্যানেজার। গাজীপুরের ফাজ্জা ডিস্ট্রিবিউশনের সঙ্গে শিওর ক্যাশের চুক্তি হয়। লিখন ওই ডিস্ট্রিবিউশনে চাকরি করতেন। গত এপ্রিলে লিখন ডিস্ট্রিউিশন থেকে চাকরি ছেড়ে দেন। তারপর তিনি কোনাবাড়ী এলাকার এক এজেন্টের সিম ব্যবহার করে শিক্ষার্থীদের টাকা অবৈধভাবে লেনদেন শুরু করেন। এসব তথ্য আমাদের আগে জানা ছিল না। তিনি আরও বলেন, দায়িত্ব অবহেলার কারণে সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজা বলেন, শনিবার মধ্যরাতে জিজ্ঞাসাবাদের জন্য সাজ্জাত হোসেন ও লিখনকে জয়দেবপুর থানায় আনা হয়।

আগামীকাল পড়ুন : উপবৃত্তির টাকা বিতরণে নয়ছয়।

সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ - dainik shiksha সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ - dainik shiksha নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রী যা জানালেন - dainik shiksha চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রী যা জানালেন গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাস ৩৬.৩৩ শতাংশ - dainik shiksha গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাস ৩৬.৩৩ শতাংশ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে বেসরকারি শিক্ষকদের বদলির উদ্যোগ স্থগিতের নেপথ্যে - dainik shiksha বেসরকারি শিক্ষকদের বদলির উদ্যোগ স্থগিতের নেপথ্যে শিক্ষাখাতে অপপ্রচারে ভূয়া অভিভাবক ফোরাম, জাল সনদের অধ্যক্ষ - dainik shiksha শিক্ষাখাতে অপপ্রচারে ভূয়া অভিভাবক ফোরাম, জাল সনদের অধ্যক্ষ please click here to view dainikshiksha website Execution time: 0.019345045089722