please click here to view dainikshiksha website

নিজামপুর কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক | আগস্ট ১৩, ২০১৭ - ৩:৩২ অপরাহ্ণ
dainikshiksha print

মিরসরাইয়ের নিজামপুর কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, বই বিতরণ ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ই আগস্ট) কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রফিক উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সভাপতি মাহবুব-উর-রহমান রুহেল।

প্রধান অতিথির সৌজন্যে কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট ও নবীন শিক্ষার্থীদের বই বিতরণ করা হয়। এরপর কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে তিনি দুটি বাস উপহার দেয়ার ঘোষণা দেন।

সহ: অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম য়ারম্যান সমিতির সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সহকারি কমিশনার (কাস্টমস) কামরুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, ফরিদুল হাসান টিপু, ফজলুল কবির ফিরোজ, এনায়েত হোসেন নয়ন প্রমুখ।

কলেজ সাংস্কৃতিক গোষ্ঠীর পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

 

সংবাদটি শেয়ার করুন:


আপনার মন্তব্য দিন