please click here to view dainikshiksha website

সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত 

সিলেট প্রতিনিধি | আগস্ট ৫, ২০১৭ - ১০:২৮ পূর্বাহ্ণ
dainikshiksha print

সিলেটে গাড়ি চাপায় এস এম শহিদুল করিম খালেদ (৩৬) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। শুক্রবার (০৪ অাগস্ট) সন্ধ্যায় সিলেট-মৌলভীবাজার সড়কের পালবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শহিদুল করিম ফেঞ্চুগঞ্জ উপজেলার কচুয়াবহর এলাকার মৃত আব্দুল মান্নানের পুত্র। তিনি স্থানীয় বালাগঞ্জ গৌরিপুর উচ্চ বিদ্যালয়ে ইংরেজি বিষয়ে শিক্ষকতা করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে যাচ্ছিলেন শহিদুল। এ সময় মৌলভীবাজার থেকে সিলেটগামী একটি প্রাইভেট কার তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় চালক নাজিম উদ্দিনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। আটক নাজিম উদ্দিন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বালিগাও গ্রামের মৃত ছনু মিয়ার ছেলে।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক বলেন, দুর্ঘটনায় পর চালককে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন:


আপনার মন্তব্য দিন