একই দিনে প্রাথমিক শিক্ষক সমিতির ২ গ্রুপের পাল্টাপাল্টি কমিটি! - Dainikshiksha

একই দিনে প্রাথমিক শিক্ষক সমিতির ২ গ্রুপের পাল্টাপাল্টি কমিটি!

নিজস্ব প্রতিবেদক |

‘বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি’র শিক্ষকরা একই নামে একই দিনে পৃথক দুটি কমিটি গঠন করেছেন। শনিবার এ ঘটনা ঘটে। একটি গ্রুপ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে কেন্দ্রীয় কাউন্সিলের মাধ্যমে আবুল বাসারকে কার্যকরী সভাপতি, আতিকুর রহমানকে সভাপতি ও মো. আবুল কাসেমকে সাধারণ সম্পাদক করে ‘কেন্দ্রীয় কমিটি’ গঠন করে।

অপর গ্রুপটি সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলন করে মো. আনোয়ারুল ইসলাম তোতাকে সভাপতি করে ‘কেন্দ্রীয় কমিটি’ গঠনের কথা জানায়।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দুপুর পৌনে ১২টার দিকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ প্রধান অতিথি হিসেবে সম্মেলন উদ্বোধন করেন।

কমিটি গঠনের আগে সংগঠনের সভাপতি আবুল বাসার জানান, সংগঠনের আগের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম তোতাকে আদালত এক বছরের কারাদণ্ড দিয়েছেন। তাই সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে।

কাউন্সিলে ভোট শেষে নতুন সাধারণ সম্পাদক আবুল কাসেম বলেন, সংগঠনের গঠনতন্ত্র সংশোধন করে নতুন কমিটিতে আবুল বাসারকে কার্যকরী সভাপতি করা হয়েছে।

এ ছাড়া সদস্যদের ভোটের মাধ্যমে আতিকুর রহমান সভাপতি ও মো. আবুল কাসেম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তিনি আরও জানান, নতুন কমিটিতে মোস্তাফিজুর রহমান সাংগঠনিক সম্পাদক, আবদুল হক সিনিয়র যুগ্ম সম্পাদক ও ইলিয়াস আল মাহমুদ অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এদিকে, সকালে ডিআরইউতে মো, অনোয়ারুল ইসলাম তোতাকে সভাপতি করে কমিটি গঠনের বিষয়ে জানতে চাইলে আবুল কাসেম বলেন, ‘তিনি (তোতা) সংগঠনের কেউ নন, তিনি অবৈধভাবে কমিটি গঠন করেছেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নাম ব্যবহার করায় আমরা তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপে যাব।’

অন্যদিকে শনিবার বেলা ১১টার দিকে ডিআরইউতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির নির্বাচনের ফল প্রকাশ উপলক্ষে নির্বাচন কমিশনের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. গোলাম মোস্তফা এক সংবাদ সম্মেলনে দাবি করেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো আনোয়ারুল ইসলাম তোতা। তিনি এক হাজার ৩২৭ ভোট পেয়ে নির্বাচিত হন।

তিনি আরও জানান, নির্বাচনে সিনিয়র যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন আবদুল ওয়াদুদ ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ও অর্থ সম্পাদক হয়েছেন মো. সাইদুর রহমান।

শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না - dainik shiksha সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু - dainik shiksha চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় - dainik shiksha প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট - dainik shiksha রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0065031051635742