চবি ভিসির দুঃখ প্রকাশ: সিইউজের কর্মসূচি স্থগিত - Dainikshiksha

চবি ভিসির দুঃখ প্রকাশ: সিইউজের কর্মসূচি স্থগিত

চট্টগ্রাম প্রতিনিধি |

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রক্টর কার্যালয়ে ভাংচুরের সময় সংবাদকর্মীদের উপর হামলার ঘটনায় উপাচার্যের দুঃখ প্রকাশের পর কর্মসূচি তিন দিনের জন্য স্থগিত করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন।

উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর সঙ্গে শুক্রবার রাতে বৈঠক শেষে সিইউজে নেতারা একথা জানান।

সিইউজে কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে উপাচার্য গত মঙ্গলবারের প্রক্টর কার্যালয়ে ভাংচুরের সময় সাংবাদিকদের ওপর হামলাকারীদের বিচারের আশ্বাস দেন।

দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দিয়ে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।

উপাচার্য বলেন, “ওই ভাংচুরের জন্য প্রাথমিকভাবে তিনজনকে শনাক্ত করার কথা আমাকে জানিয়েছেন প্রক্টর। যারা তদন্ত কমিটির প্রতিবেদনে দায়ী হবেন সবার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় আইনে ও প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ওই ঘটনার আগের দিনের পরিস্থিতির কথা বর্ণনা করে ক্যাম্পাসের বিভিন্ন অস্থিতিশীল পরিস্থিতির জন্য বিভিন্ন কাজের দরপত্র প্রক্রিয়ার সঙ্গে ছাত্র নেতাদের জড়িয়ে যাওয়ার বিষয়গুলোর দিকেও ইঙ্গিত করেন উপাচার্য।

আধিপত্য বিস্তার নিয়ে গত সোমবার দুপুরে ক্যাম্পাসে সংঘর্ষে জড়ায় নগর আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী ছাত্রলীগের দুই পক্ষ।

এরপর রাতে শাহ আমানত ও শাহ জালাল হলে পুলিশ তল্লাশি চালিয়ে ধারালো অস্ত্র ও দুইটি আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং কয়েকজনকে আটক করে পুলিশ।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের মূল আটকে বিক্ষোভ শুরু করে আ জ ম নাছিরের অনুসারীরা। পরে পুলিশ লাঠিচার্জ করে সরিয়ে দিলে তারা প্রক্টর কার্যালয় ও পরিবহন দপ্তরে গিয়ে ভাংচুর চালায়। প্রক্টরের গাড়ির পাশাপাশি সময় টেলিভিশন ও এক শিক্ষার্থীর অভিভাবকের গাড়ি ভাংচুর করা হয়।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দ এ হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদাসীনতাকে দায়ী করে বৃহস্পতিবার সমাবেশ করে ২৬ ফেব্রুয়ারির মধ্যে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য চারদিনের আলটিমেটাম দেন।

আলটিমেটামের পরদিন উপাচার্য শুক্রবার রাতে সিইউজে নেতাদের সঙ্গে বৈঠকে বসেন।

বৈঠকে বক্তব্য রাখেন বিএফইউজে’র সহ-সভাপতি শহীদ উল আলম, সিইউজের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, বিএফইউজে’র যুগ্ম মহাসচিব তপন চক্রবর্ত্তী, সিইউজে’র সাবেক সভাপতি মোস্তাক আহমেদ, রিয়াজ হায়দার চৌধুরী, সিইউজে’র প্রতিনিধি ইউনিটের ডেপুটি চীফ মিন্টু চৌধুরী, টিভি ইউনিটের চীফ অনিন্দ্য টিটো, শাহরিয়ার হাসান, সিইউজে’র নির্বাহী সদস্য উত্তম সেন গুপ্ত, টিভি ইউনিটের ডেপুটি চীফ মাসুদুল হক, হামলার শিকার আরিফুর রহমান সবুজ, পার্থ প্রতীম বিশ্বাস।

শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না - dainik shiksha সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু - dainik shiksha চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় - dainik shiksha প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট - dainik shiksha রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0047218799591064