ছাত্র ইউনিয়নের ঢাকা মহানগর শাখার ৩৮তম সম্মেলন অনুষ্ঠিত - Dainikshiksha

ছাত্র ইউনিয়নের ঢাকা মহানগর শাখার ৩৮তম সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক |

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর সংসদের ৩৮তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০শে জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্ত্বরে ছাত্র ইউনিয়নের উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর সংসদের সভাপতি অনিক রায়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জিএম রাব্বীর পরিচালনায় সম্মেলন উদ্বোধন করেন বামপন্থী রাজনীতিবিদ কমরেড মনজুরুল আহসান খান। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মার্কসবাদী তাত্ত্বিক ডা. মনোজ দাশ, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ছাত্রনেতা জিএম জিলানী শুভ। সম্মেলনে আরো বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান ছাত্রনেতা দীপক শীল, আহ্বায়ক ছাত্রনেতা জহর লাল রায় প্রমুখ।

সম্মেলন উদ্বোধনকালে শ্রমিকনেতা ও বামপন্থী রাজনীতিবিদ কমরেড মনজুরুল আহসান খান বলেন, চলমান পুঁজি ও শোষণভিত্তিক সমাজ ভেঙে নতুন জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলতে হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন ছাত্র ইউনিয়ন সেই পথের অগ্রসেনানীর ভূমিকা পালন করবে।

মনজুরুল আহসান খান আরো বলেন, অনেক ছাত্র সংগঠন আজ ছাত্রবর্জিত। যেখানেই আন্দোলন, ছাত্র স্বার্থের সংকট সেখানে ছাত্র ইউনিয়নকে অগ্রণী ভূমিকায় দেখা যায়। মহান মুক্তিযুদ্ধ আজো চলমান। ছাত্র ইউনিয়নকে ছাত্র সমাজের দাবি দাওয়ার সংগ্রামের মধ্য দিয়ে সমাজের মৌলিক পরিবর্তন সাধনের জন্য বৃহত্তর লড়াইয়ের প্রস্তুতি গ্রহণ করতে হবে। বিপ্লবী ধারার সংগঠন হিসেবে এটাই ছাত্র ইউনিয়ন কর্তব্য।

সমাবেশে সভাপতির বক্তব্যে ছাত্রনেতা অনিক রায় বলেন, একটি একমুখী, বিজ্ঞানভিত্তিক, অসাম্প্রদায়িক ও সার্বজনীন শিক্ষা ব্যবস্থার জন্য ছাত্র সমাজ লড়াই সংগ্রাম চালাচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে ক্ষমতাসীন সরকার শিক্ষার সাম্প্রদায়িকীকরণ, বাণিজ্যিকীকরণের মতো মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কাজ চালিয়ে যাচ্ছে। প্রতিবাদ করলেই স্বৈরাচারি জুলুম নির্যাতন নেমে আসছে। সারাদেশে অর্ধশতাধিক ছাত্র ইউনিয়ন নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। কিন্তু ছাত্র ইউনিয়নের অটল সংগ্রামী পথচলাকে থামাতে পারেনি। তিনি আগামী দিনের ছাত্র আন্দোলনে ছাত্র সমাজকে সামিল হওয়ার আহ্বান জানান।

প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও ঢাকা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী সম্মেলনের উদ্বোধনী সমাবেশে যোগ দেয়। সম্মেলনের শ্লোগান ছিল “রাস্তায় নেমেছে, দেয়ালে উঠেছে অক্ষরগুলো সারি সারি, কোন শিকলে বাঁধবে তাদের, বল তুমি স্বৈরাচারী?”

সমাবেশ শেষে একটি বিশাল শোভাযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপারেজয় বাংলা, কলা ভবন, মধুর ক্যান্টিন, শাহাবাগ ঘুরে টিএসসি’র রাজু ভাস্কর্যে এসে শেষ হয়।

শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না - dainik shiksha সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু - dainik shiksha চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় - dainik shiksha প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট - dainik shiksha রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0071530342102051