টাকার বিনিময়ে বৃত্তির ফল পাল্টে দেয়ার অভিযোগ - দৈনিকশিক্ষা

টাকার বিনিময়ে বৃত্তির ফল পাল্টে দেয়ার অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি |

সাতক্ষীরা জেলায় টাকার বিনিময়ে প্রাথমিক সমাপনী পরীক্ষায় প্রাপ্তনম্বর পাল্টে কম মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি পাইয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগের তদন্তে একটি উপজেলাতেই দশটি অনিয়মের সত্যতা মিলেছে। ইতোমধ্যে সাতক্ষীরার আরও চারটি উপজেলা থেকে ৩৩ অভিভাবক তাদের সন্তানদের খাতা পুনর্মূল্যায়নের জন্য জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে আবেদন করেছেন। ইতোমধ্যে তদন্ত শেষে ১০ ফল পরিবর্তনের অভিযোগে কালিগঞ্জ উপজেলার সাবেক ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফারুক হোসেন ও ডাটা এন্ট্রি অপারেটর ভবতোষ সরকারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের পক্ষ থেকে অধিদফতরে সুপারিশ করা হয়েছে।

এদিকে দুর্নীতির দায় থেকে মুক্তি পেতে কালিগঞ্জ উপজেলার তৎকালীন ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফারুক হোসেন ও ডাটা এন্ট্রি অপারেটর মন্ত্রণালয়, অধিদফতরসহ বিভিন্ন স্থানে দরবার শুরু করেছেন বলে অভিযোগ উঠেছে। অনিয়মের সঙ্গে জড়িত কালিগঞ্জ উপজেলার তৎকালীন ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার ফারুক হোসেন তিনদিনের ছুটি নিয়ে ঢাকায় গিয়েছিলেন বলে জানিয়েছেন কালিগঞ্জে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হাকিম। তবে এই দুই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলেও এখনও কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি জানিয়ে উপজেলা শিক্ষা অফিসার বলেন, এখনও ফারুক হোসেন সহকারী শিক্ষা অফিসার হিসেবে এবং ভবতোষ সরকার ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ বছর প্রাথমিক বৃত্তির ফল ঘোষণার পরই কালিগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফারুক হোসেন ও ডাটা এন্ট্রি অপরেটর ভবতোষ সরকারের বিরুদ্ধে টাকার বিনিময়ে কম মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি পাওয়ার বিষয়টি নিয়ে কয়েক অভিভাবক প্রাথমিক শিক্ষা অফিসের মাধ্যমে অধিদফতরে প্রেরণ করেন। মেধাবী শিক্ষার্থীদের পক্ষে মঞ্জুরুল হক নামে এক অভিভাবক মন্ত্রণালয়, অধিদফতর, সাতক্ষীরা জেলা প্রশাসক ও কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নিকট প্রতিকার চেয়ে অভিযোগ করেন। মন্ত্রণালয়, অধিদফতর, জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসন বিষয়টি আমলে নিয়ে জরুরী তদন্তের নির্দেশ দেন। নির্দেশ অনুযায়ী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ অহিদুল আলম বর্তমান কালিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হাকিমকে দিয়ে তদন্ত করান এবং তিনি নিজেও ঘটনাস্থলে গিয়ে খোঁজ নেন।

অপরদিকে, কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকেও অভিযোগ তদন্তের জন্য পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়। কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তদন্তে নাম্বার পাল্টে বৃত্তি পাইয়ে দেয়ার অভিযোগের সত্যতা খুঁজে পেয়েছেন বলে জানান ইউএনও। অন্য তদন্ত কমিটি প্রায় ১০ শিক্ষার্থীর নাম্বার বদলে দেয়ার সত্যতা পেয়েছেন বলে তিনি জানান।

অভিযোগ, কালিগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার ফারুক হোসেন ও ডাটা এন্ট্রি অপারেটর ভবতোষ সরকার প্রতিটি ফল বদলে দেয়ার জন্য ১০ থেকে ২০ হাজার টাকার বিনিময়ে কম নাম্বারপ্রাপ্ত শিক্ষার্থীদের বেশি নম্বর দিয়ে ন¤ার সিট তৈরি করে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে প্রেরণ করেন। জেলা শিক্ষা অফিস থেকে সেই নম্বর সিট অধিদফতরে প্রেরণ করা হয়। প্রাপ্ত বৃত্তির তালিকায়ও অনেক কম মেধাবী শিক্ষার্থীরা বৃত্তি পেয়েছে বলেও দেখা যায়। এছাড়া তৎকালীন ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফারুক হোসেন ও ডাটা এন্ট্রি অপারেটর তাদের নিকটাত্মীয়সহ একাধিক ব্যক্তির কাছ থেকে টাকার বিনিময়ে নম্বর পাল্টে দিয়ে বৃত্তি পাইয়ে দেয়ার অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ অহিদুল আলমের গঠিত তদন্ত কমিটি তৎকালীন কালিগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফারুক হোসেন ও ডাটা এন্ট্রি অপারেটর ভবতোষ সরকারের বিরুদ্ধে ৯ শিক্ষার্থীর নম্বর বদলে দেয়ার সত্যতা পেয়েছে। একই সঙ্গে কমিটি শিক্ষার্থীর ফল বদলে বেশি নম্বর দিয়ে বৃত্তি পেতে সহযোগিতা করা এবং মেধাবী শিক্ষার্থীদের নম্বর কমিয়ে দিয়ে বৃত্তি না পাওয়ার অভিযোগের সত্যতা খুঁজে পান। তদন্ত কমিটি এসব বিষয়ে সত্যতা পেয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে।

সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ অহিদুল আলম সাংবাদিকদের জানান, দুর্নীতির মাধ্যমে কালিগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা ফারুক হোসেন ও ডাটা এন্ট্রি অপারেটর ভবতোষ সরকার ফল বদলে দেয়ার অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। ইতোমধ্যে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে অধিদফতরে সুপারিশ করা হয়েছে। উল্লেখ্য, গত ১১ এপ্রিল মঙ্গলবার প্রাথমিকের বৃত্তির ফলাফল ঘোষণা করা হয়।

স্কুল-কলেজ খুলছে রোববার, ক্লাস চলবে শনিবারও - dainik shiksha স্কুল-কলেজ খুলছে রোববার, ক্লাস চলবে শনিবারও নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল - dainik shiksha ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল সনদের কাগজ কীভাবে পায় কারবারিরা, তদন্তে নেমেছে ডিবি - dainik shiksha সনদের কাগজ কীভাবে পায় কারবারিরা, তদন্তে নেমেছে ডিবি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ - dainik shiksha বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি - dainik shiksha সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি ফাঁসপ্রশ্নে প্রাথমিকে শিক্ষক নিয়োগ, নজরদারিতে যারা - dainik shiksha ফাঁসপ্রশ্নে প্রাথমিকে শিক্ষক নিয়োগ, নজরদারিতে যারা এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস - dainik shiksha এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস please click here to view dainikshiksha website Execution time: 0.0065069198608398