পাঠ্যপুস্তক বোর্ড ঘেরাও করলো ছাত্র ইউনিয়ন - দৈনিকশিক্ষা

পাঠ্যপুস্তক বোর্ড ঘেরাও করলো ছাত্র ইউনিয়ন

নিজস্ব প্রতিবেদক |

ভুলে ভরা পাঠ্যপুস্তক বাতিল ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে পাঠ্যপুস্তকভবন ঘেরাও কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা।

রোববার (১৫ জানুয়ারি) বেলা ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ মিছিল শুরু হয়ে দোয়েল চত্বর-প্রেসক্লাব-পল্টন মোড় হয়ে পাঠ্যপুস্তক ভবন ঘেরাও করে। মিছিলে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ জিলানী শুভসহ বিভিন্ন সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সময় পাঠ্যপুস্তকভনের সামনে প্রগতিশীল সংগঠনসমূহের বিক্ষুব্ধ অবস্থানে সংহতি জ্ঞাপন করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। সমাবেশে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সভাপতি ড. শফিউদ্দিন আহমেদ-এর সভাপতিত্বে এবং যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফিজ আদনান রিয়াদের সঞ্চালনায় বিভিন্ন সংগঠন, বিশিষ্ট ব্যক্তি, শিক্ষবিদ বক্তব্য রাখেন। পাঠ্যপুস্তকভবন ঘেরাও এবং প্রগতিশীল সংগঠনসমূহের বিক্ষুব্ধ অবস্থানে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পক্ষে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি লাকী আক্তার।

ঘেরাও কর্মসূচিতে লাকী আক্তার বলেন, শিক্ষামন্ত্রী নজিরবিহীন বানান ভুলের প্রতিকার হিসেবে আঠা লাগানোর পরামর্শ দিয়েছেন। তার এ ধরনের বক্তব্য দায়িত্ব জ্ঞানহীনতার পরিচায়ক। সত্যিকার অর্থে হেফাজতে ইসলাম, ওলামা লীগ, চরমোনাই পীরসহ সকল মৌলবাদী শক্তি সরকারের সাথে আঠার মতো লেগে আছে। যার ফলাফল আমরা পাঠ্যপুস্তকে নজিরবিহীন সাম্প্রদায়িক উদ্দেশ্যে পরিবর্তন লক্ষ্য করি।

লাকী আক্তার অবিলম্বে পাঠ্যপুস্তক পরিমার্জন করে কোমলমতি শিশুদের হাতে নতুন বই তুলে দেয়ার দাবি জানান। তা না হলে আগামী ১ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রণালয় ঘেরাও কর্মসূচির ঘোষণা দেন তিনি।

শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না - dainik shiksha সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু - dainik shiksha চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় - dainik shiksha প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট - dainik shiksha রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.006472110748291