শেকৃবি’তে ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে আটক ৯ - Dainikshiksha

শেকৃবি’তে ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে আটক ৯

শেকৃবি প্রতিনিধি |

রাজধানীর শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৯ পরীক্ষার্থীকে র‌্যাব-২ এ সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার (০৯ ডিসেম্বর) সকাল ১০টায় ক্যাম্পাসসহ ১৫টি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়। ইলেক্ট্রনিক ডিভাইসের মাধ্যমে জালিয়াতির অভিযোগে আটক পরীক্ষার্থীরা হলেন- কৗশিক রায়, রোকেয়া খাতুন, সাদমান শাহরীজ, হাসিবুল হাসান, শাহমুন নাকিব, তানিয়া সুলতানা, নুরু মোহাম্মদ, আমির হামজা এবং খন্দকার আল মামুন। আটক ভর্তিচ্ছুদের সঙ্গে কথা বলে জানা যায়, দুই থেকে তিন লাখ টাকার বিনিময়ে তারা জালিয়াতি চক্রের সঙ্গে যুক্ত হন। আটক হওয়া তানিয়া সুলতানা  বলেন, এ কাজে অরিন নামে এক ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ‘বড় ভাইয়ের’ সঙ্গে পরিচয় করিয়ে দেয়। সেই ‘বড় ভাই’ আমাকে বলেন, যারা চান্স পায়, তারা এভাবেই পায়। ডিভাইসে উত্তর পাঠানোর পর যদি চান্স পাও তবেই টাকা নিবো। বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর ড. মো. সেকেন্দার আলী বলেন, পরীক্ষায় ইলেক্ট্রনিক ডিভাইস ও ফোন নিষিদ্ধ থাকা সত্ত্বেও শিক্ষার্থীরা এর মাধ্যমে উত্তরপত্র সংগ্রহ করা চেষ্টা করেছিল। তাই আমরা ৯ জনকে আটক করেছি। এদের কাছ থেকে অনেক মূল্যবান তথ্য পাওয়া গেছে। তাদেরকে র‌্যাব-২ এর কাছে সোপর্দ করেছে প্রশাসন। র‌্যাব-২ এর কর্মকর্তা মেজর মোহাম্মদ আলী  বলেন, প্রশ্ন জালিয়াতির মূল হোতাদের ধরতে আটকদের জিজ্ঞাসাবাদ চলছে।

পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন আহাম্মদ, উপ-উপাচার্য অধ্যাপক ড. সেকেন্দার আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল হক বেগ, রেজিস্ট্রার শেখ রেজাউল করিমসহ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও কর্মকর্তারা কেন্দ্র পরিদর্শন করেন। পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত ছিলেন। প্রশাসন সূত্র জানিয়েছে, ফলাফল প্রকাশিত হবে ১৫ ডিসেম্বরের মধ্যে এবং মূল মেধা তালিকা থেকে ভর্তি ২৮ ও ২৯ ডিসেম্বর। ক্লাশ শুরু হবে ৫ জানুয়ারি। কৃষি অনুষদে ৩৫০, অ্যাগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদে ৭৫, অ্যানিমেল সায়েন্স ও ভেটেরিনারি মেডিসিন অনুষদে ৯০ এবং ফিশারিজ ও অ্যাকোয়াকালচার অনুষদে ২৫ জন ভর্তি করানো হবে। ভর্তির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট- www.sau.edu.bd থেকে বিস্তারিত জানা যাবে।

শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না - dainik shiksha সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু - dainik shiksha চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় - dainik shiksha প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট - dainik shiksha রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0037767887115479