১২ মডেল স্কুল এন্ড কলেজ জাতীয়করণের পরিদর্শন বিষয়ক দুটি সভা হচ্ছে - দৈনিকশিক্ষা

১২ মডেল স্কুল এন্ড কলেজ জাতীয়করণের পরিদর্শন বিষয়ক দুটি সভা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক |

রাজধানী ঢাকাসহ নয় জেলার ১২টি মডেল স্কুল এন্ড কলেজ জাতীয়করণের লক্ষ্যে পরিদর্শন করার আগে দুটি সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। জাতীয়করণের প্রজ্ঞাপন জারির পর এমন সভা অনুষ্ঠানের ঘটনা নিকট অতীতে হয়েছে মর্মে জানা যায়নি। তবে, একাধিক সূত্রমতে দিকনির্দেশনামুলক সভা অনুষ্ঠিত হবে। প্রথম সভাটি হবে বৃহস্পতিবার ২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ে। এতে সভাপতিত্ব করবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের রুটিন দায়িত্বে থাকা অতিরিক্ত সচিব মো: মহিউদ্দীন খান।

দ্বিতীয় সভা অনুষ্ঠিত হবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে ৫ নভেম্বর। এতে সভাপতিত্ব করবেন অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড.  এস এম ওয়াহিদুজ্জামান। উভয় সভাতেই সংশ্লিষ্ট অধ্যক্ষদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

এমপিওভুক্ত স্কুল কলেজের বাইরে নিজস্ব প্যাটার্ন অনুযায়ী সরাসরি শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে প্রতিষ্ঠা ও শিক্ষক-কর্মচারী নিয়োগ দেয়া হয়েছে এই ১২ প্রতিষ্ঠানে। পদাধিকার বলে ১২টি প্রতিষ্ঠানেরই বোর্ড অব গভর্ণরস প্রধান ছিলেন শিক্ষাসচিব।

মন্ত্রণালয় ও অধিদপ্তরের একাধিক সূত্র দৈনিকশিক্ষাডটকমকে জানায়, এই প্রতিষ্ঠানের নিয়োগ এমপিওভুক্ত প্রতিষ্ঠানের মতো নয়। তাই পরিদর্শনের দায়িত্বপ্রাপ্তরাও বুঝে উঠতে পারছেন না কোন পদ্ধতি অনুসরণ করবেন তারা। তাছাড়া শ্যামপুর ও রুপনগরসহ কয়েকটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা খুবই খারাপ। শিক্ষকদের বেতন বকেয়া রয়েছে মাসের পর মাস। আবার জাতীয়করণ হওয়ার পর শিক্ষকদের বেতন-ভাতা কোন খাত থেকে দেবেন তা জানতে চেয়ে শিক্ষাসচিবকে চিঠি লিখেছেন  একাধিক অধ্যক্ষ।

পরিদর্শনের দায়িত্ব পাওয়া একজন আঞ্চলিক পরিচালক দৈনিকশিক্ষাকে বলেন, ৫ নভেম্বরের সভায় আমাদের দিক নির্দেশনা দেবেন মহাপরিচালক।

১৮ই সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের তথ্য জানা গেছে।

নতুন জাতীয়করণকৃত বারোটি মডেল স্কুল এন্ড কলেজের মধ্যে রয়েছে, রাজধানী ঢাকার মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজ, মিরপুরের রূপনগর মডেল স্কুল এন্ড কলেজ, শ্যামপুর মডেল স্কুল এন্ড কলেজ, লালবাগ মডেল স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম মডেল স্কুল এন্ড কলেজ, রাজশাহী মডেল স্কুল এন্ড কলেজ, বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ, খুলনা মডেল স্কুল এন্ড কলেজ, সিলেট মডেল স্কুল এন্ড কলেজ, কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজ, যশোর শিক্ষা বোর্ড মডেল স্কুল এন্ড কলেজ এবং রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল এন্ড কলেজ।

অন্যদিকে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে যে, সরকারি কলেজ নেই এমন উপজেলাগুলোর ২৮৩টি বেসরকারি কলেজ জাতীয়করণ করার বিষয়টিও চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

স্কুল-কলেজ খুলছে রোববার, ক্লাস চলবে শনিবারও - dainik shiksha স্কুল-কলেজ খুলছে রোববার, ক্লাস চলবে শনিবারও নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল - dainik shiksha ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল সনদের কাগজ কীভাবে পায় কারবারিরা, তদন্তে নেমেছে ডিবি - dainik shiksha সনদের কাগজ কীভাবে পায় কারবারিরা, তদন্তে নেমেছে ডিবি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ - dainik shiksha বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি - dainik shiksha সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি ফাঁসপ্রশ্নে প্রাথমিকে শিক্ষক নিয়োগ, নজরদারিতে যারা - dainik shiksha ফাঁসপ্রশ্নে প্রাথমিকে শিক্ষক নিয়োগ, নজরদারিতে যারা এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস - dainik shiksha এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস please click here to view dainikshiksha website Execution time: 0.0064141750335693