অতিরিক্ত ফি আদায় বন্ধ হোক - Dainikshiksha

অতিরিক্ত ফি আদায় বন্ধ হোক

সাদিয়া আক্তার |

সামনেই নির্বাচনী পরীক্ষা আর আগামী বছরের প্রথম দিকেই আমাদের এসএসসি পরীক্ষা। প্রতিবছরই পরীক্ষার ফি আদায় নিয়ে সারা দেশেই চলে অনিয়ম। কোচিং ফি, উন্নয়ন ফি ইত্যাদির নামে বোর্ড নির্ধারিত ফিয়ের চেয়ে পাঁচ থেকে দশগুণ পর্যন্ত বেশি টাকা আদায় করা হয়ে থাকে। অথচ এই বাড়তি টাকা আদায়ের কোনো রশিদ শিক্ষার্থীদের দেওয়া হয় না। মাঝে মাঝে এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকেরা প্রতিবাদ করেছে আবার পত্র-পত্রিকায়ও রিপোর্ট প্রকাশিত হয়েছে। কিন্তু কোনো অবস্থাতেই শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের এই প্রতারণা বন্ধ করা যাচ্ছে না।

ফরিদপুর শহরের সারদা সুন্দরী উচ্চ বালিকা বিদ্যালয় বর্তমানে এক লাভজনক ব্যবসা কেন্দ্রে পরিণত হয়েছে। এই বিদ্যালয়ের কতিপয় কোচিংবাজ শিক্ষক নানা রকম ভয়-ভীতি দেখিয়ে প্রায় শতভাগ শিক্ষার্থীকে তাদের কাছে  প্রাইভেট পড়তে বাধ্য করছেন। বছরে দুটি পরীক্ষা নেওয়ার সরকারি নির্দেশ অমান্য করে প্রতিটি শ্রেণিতে চারটি পরীক্ষা নেওয়া হচ্ছে আর পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করা হচ্ছে। গত কয়েক মাস ধরেই অনুপস্থিতির জন্য প্রত্যেক ছাত্রীর কাছ থেকে দশ টাকা হারে জরিমানা আদায় করা হচ্ছে। সঙ্গত কারণেই অনেক মেয়ে প্রতিমাসে ৫/৭দিন বিদ্যালয়ে আসতে পারে না।

এছাড়া সভা-সমাবেশ, মিছিল, খারাপ আবহাওয়া ইত্যাদি কারণেও অনেক ছাত্রীকে অনুপস্থিত থাকতে হয়। অথচ এই জরিমানা আদায়েও এই বিদ্যালয়ের শিক্ষকগণ অত্যন্ত কঠোর। আর এভাবে প্রায় ১৫০০ ছাত্রীর কাছ থেকে প্রতিমাসে গড়ে ৫০ টাকা করে প্রায় ৭৫ হাজার টাকা আদায় করা হচ্ছে। এই টাকা কোথায় জমা হচ্ছে বা কোন খাতে খরচ হচ্ছে, তার কোনো জবাবদিহিতা নেই। আবার দশম শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে নির্বাচনী পরীক্ষার আগেই আগামী ২০১৯ সালের উন্নয়ন ফি বাবদ দুই হাজার টাকা করে আদায় করা হচ্ছে। অথচ আগামী বছর এই শিক্ষার্থীরা এসএসসি পাস করে কলেজে ভর্তি হওয়ার সময় আবারও উন্নয়ন ফি দিয়েই ভর্তি হতে হবে। তাহলে একই বছরে একজন শিক্ষার্থীকে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন ফি দিতে হবে, যা অনৈতিক ও বেআইনি। সরকার দেশের এত উন্নয়ন করছে অথচ শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন ফি শিক্ষার্থীদের দিতে হচ্ছে, এটা একেবারেই বোধগম্য নয়।

শুধু ফরিদপুরের সারদা সুন্দরী উচ্চ বালিকা বিদ্যালয়ই নয়, দেশের বেশিরভাগ বিদ্যালয়েই এমন অরাজক অবস্থা বিরাজ করছে। শিক্ষার্থী-অভিভাবক সকলেই এক শ্রেণির অসাধু ও কোচিংবাজ শিক্ষকের কাছে জিম্মি হয়ে পড়ছে। শিক্ষার্থীরা অবিলম্বে এই অবস্থার অবসান চায়।

 

সারদা সুন্দরী উচ্চ বালিকা বিদ্যালয়, ফরিদপুর

 

[মতামতের জন্য সম্পাদক দায়ী নন]

চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু - dainik shiksha চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু স্কুল-কলেজ খুলছে রোববার, ক্লাস চলবে শনিবারও - dainik shiksha স্কুল-কলেজ খুলছে রোববার, ক্লাস চলবে শনিবারও প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় - dainik shiksha প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে পরীক্ষার আগেই হবু শিক্ষকদের হাতে পৌঁছে যায় উত্তরপত্র: ডিবি - dainik shiksha পরীক্ষার আগেই হবু শিক্ষকদের হাতে পৌঁছে যায় উত্তরপত্র: ডিবি দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল - dainik shiksha ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ - dainik shiksha বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস - dainik shiksha এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস please click here to view dainikshiksha website Execution time: 0.0033378601074219