আন্তর্জাতিক রোবটিক প্রতিযোগিতায় যাচ্ছেন বাংলাদেশের পাঁচ শিক্ষার্থী - দৈনিকশিক্ষা

আন্তর্জাতিক রোবটিক প্রতিযোগিতায় যাচ্ছেন বাংলাদেশের পাঁচ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক |

আন্তর্জাতিক রোবটিক প্রতিযোগিতা ‘ফার্স্ট গ্লোবাল চ্যালেঞ্জ’ এ অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশের পাঁচ শিক্ষার্থী।

১৮২টি দেশের ১৪ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের অংশগ্রহণে আগামী ১৩-১৫ অগাস্ট মেক্সিকো সিটিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

শনিবার রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে এক সংবাদ সম্মেলনে তথ্যপ্রযুক্তিভিত্তিক সামাজিক উদ্যোগ টেক একাডেমির প্রতিষ্ঠাতা সামস জাবের জানান, টেক একাডেমির সাথে যুক্ত সানবিমস স্কুলের শিক্ষার্থী আরমান খসরু ও লালেহ নাজ বার্গম্যান হোসেন, স্যার জন উইলসন স্কুলের আনাহিতা আনোয়ার ও রাজিন আলী এবং ম্যানগ্রোভ স্কুলের শিক্ষার্থী সুজয় মাহমুদ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন এ প্রতিযোগিতায়।

এছাড়াও তিনি নিজে এই প্রতিযোগিতায় বাংলাদেশ টিমের মেন্টর হিসেবে থাকবেন।

সামস জাবের বলেন, “কিশোর-কিশোরীদের মধ্যে যারা প্রযুক্তি উদ্ভাবন ও বিকাশে অবদান রাখেন, তাদেরই এই প্রতিযোগিতায় সুযোগ দেওয়া হয়। আমাদের পাঁচ কিশোর-কিশোরীরাও রোবট তৈরি করেছে এতে অংশগ্রহণের জন্য। আর টেক একাডেমিও তাদের সহযোগিতা করেছে।”

তিনি জানান, নির্দেশনার ভিত্তিতে রোবটটি যে কোনো আকারের জিনিস তুলতে পারে, যে কোনো জায়গায় তা বহন করে নিয়ে যেতে পারে এবং রঙ চিহ্নিত করতে পারে।”

অনুষ্ঠানে জানানো হয়, রোবটিক প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের ন্যাশনাল একাডেমি অব ইঞ্জিনিয়ারিং ১৪টি ‘গ্রাউন্ড চ্যালেঞ্জ’ চিহ্নিত করেছে। প্রতিযোগিরা এ সমস্যাগুলোর সমাধান খুঁজবেন।

এবারের প্রতিযোগিতার থিম হচ্ছে ‘এনার্জি ইমপ্যাক্ট’। প্রতিযোগিতার বিষয়গুলো হচ্ছে- জ্বালানি শক্তির প্ল্যান্ট, নতুন জ্বালানি শক্তির সম্ভাবনা, সুসংহত শক্তিশালী ও টেকসই জ্বালানি সংবহন ব্যবস্থা।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী স্যার জন উইলসন স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী আনাহিতা আনোয়ার বলেন, রোবটটি তৈরি করতে তাদের দেড় মাস সময় লেগেছে।

স্কুল-কলেজ খুলছে রোববার, ক্লাস চলবে শনিবারও - dainik shiksha স্কুল-কলেজ খুলছে রোববার, ক্লাস চলবে শনিবারও নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল - dainik shiksha ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল সনদের কাগজ কীভাবে পায় কারবারিরা, তদন্তে নেমেছে ডিবি - dainik shiksha সনদের কাগজ কীভাবে পায় কারবারিরা, তদন্তে নেমেছে ডিবি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ - dainik shiksha বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি - dainik shiksha সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি ফাঁসপ্রশ্নে প্রাথমিকে শিক্ষক নিয়োগ, নজরদারিতে যারা - dainik shiksha ফাঁসপ্রশ্নে প্রাথমিকে শিক্ষক নিয়োগ, নজরদারিতে যারা এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস - dainik shiksha এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস please click here to view dainikshiksha website Execution time: 0.0044732093811035