একাদশে ভর্তিতে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ - দৈনিকশিক্ষা

একাদশে ভর্তিতে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি |

নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর সরকারি কলেজে এইচএসসি ভর্তিতে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, বোর্ডের নির্ধারিত পরিপত্রের বাইরে এসব অর্থ আদায় করা হচ্ছে। ফলে দরিদ্র অসহায় শিক্ষার্থীরা বাধ্য হয়ে অতিরিক্ত অর্থ পরিশোধ করছেন। এ বিষয়ে শিক্ষার্থীরা প্রতিবাদ করলেও আমলে নিচ্ছেন না কলেজ কর্তৃপক্ষ।

জানা যায়, শিক্ষা বোর্ডের পরিপত্র অনুযায়ী মফস্বল তথা উপজেলা/পৌর এলাকায় সেশন চার্জ ভর্তিসহ সর্বসাকুল্যে এক হাজার নির্ধারণ করে দেয়। এর বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের সুযোগ নেই। তারপরও নজিপুর সরকারি কলেজ নীতিমালা উপেক্ষা করে শিক্ষার্থীদের কাছ থেকে দ্বিগুণ অর্থ আদায় করছেন। অতিরিক্ত অর্থ দিতে না পারায় অনেক শিক্ষার্থীকে ভর্তি নেয়া হয়নি।

রাকিব, রশিদ, সুমি নামের শিক্ষার্থীরা জানান, তাদের কাছ থেকে বিজ্ঞান শাখার জন্য এক হাজার ৯৫৫ টাকা নেয়া হয়েছে। শরিফুল, ফরিদ নামের শিক্ষার্থীরা জানান এক হাজার ৯৫৫ টাকা দিতে না পারায় বোর্ড নির্ধারিত ফি দিয়ে ভর্তি নেয়নি কলেজ কর্তৃপক্ষ।

এ বিষয়ে অভিভাবকরা জানান, শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী তাদের কাছ থেকে এক হাজার টাকা নির্ধারণ করলেও কলেজ কর্তৃপক্ষ নিজের ইচ্ছে মতো প্রায় দুই হাজার টাকা আদায় করছেন। নিজের সন্তানের ভবিষ্যতের কখা চিন্তা করে বাধ্য হয়ে ঋণ দেনা করে বর্ধিত হারে টাকা পরিশোধ করছি।

নজিপুর সরকারি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ লোকনুজ্জামান বলেন, পাশের উপজেলার কলেজগুলো তো নিচ্ছে। আমরা নিলে দোষ কোথায়? বর্ধিত হারে ফি নেয়ার বিধান আছে বলে তিনি চ্যালেঞ্জ করেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াজেদ আলী মৃধা জানান, বোর্ড নির্ধারিত ফির বেশি নেয়ার কোন বিধান নেই।

শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না - dainik shiksha সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু - dainik shiksha চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় - dainik shiksha প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট - dainik shiksha রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.02132511138916