করোনায় কর্মহীন মানুষের পাশে ‘প্রচার বিমুখ’ এক ঝাঁক তরুণ - দৈনিকশিক্ষা

করোনায় কর্মহীন মানুষের পাশে ‘প্রচার বিমুখ’ এক ঝাঁক তরুণ

নিজস্ব প্রতিবেদক |

করোনা ভাইরাসের আক্রমণে থমকে আছে পৃথিবী। থেমে আছে জীবিকার তাগিদে নিত্যদিন ছুটে চলা কর্মব্যস্ত মানুষগুলোর জীবন। নিম্নআয়ের বেশিরভাগ মানুষ হয়ে পড়েছেন কর্মহীন। আর এমন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে রাজধানীর কিছু শিক্ষিত এবং উদ্যমী তরুণ। পকেট খরচের টাকা ও একটি ফেসবুক পেজের মাধ্যমে জোগাড় করা ফান্ড দিয়ে ২৪০টি  অসহায় পরিবারের মাঝে খাদ্য ও জরুরী সামগ্রী বিতরণ করেছে তারা। কোনও রাজনৈতিক বা ব্যক্তি পরিচয় ব্যবহার না করেই কেবল মানবতাবোধ থেকে এ কাজে অংশ নিচ্ছেন বলে দৈনিক শিক্ষাডটকমকে জানান ‘প্রচার বিমুখ’ এসব তরুণরা।

নিম্ন আয়ের মানুষের হাতে খাবার সামগ্রী তুলে দিচ্ছে (Covid-19) স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা

গত ২৬ মার্চ রাজধানীর শাহজাহানপুর, ঝিলমসজিদ, খিলগাঁও, বাগিচা, আমতলা, রেলওয়ে কলোনী এবং খিলগাঁও রেলগেট এলাকায় কর্মহীন হয়ে পড়া দিনমজুর এবং নিম্ন আয়ের ২৪০টি পরিবারের মাঝে এক ব্যাগ করে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন এসব তরুণরা। প্রতিটি পরিবারকে ৩ কেজি চাল, ১ কেজি আলু, ২৫০ গ্রাম ডাল, ২৫০ গ্রাম পিয়াজ, ২৫০ মিলিলিটার সয়াবিন তেল,আধা কেজি লবণ ও একটি সাবান দেয়া হয়েছে। আরও ২৫০টির বেশি পরিবারকে খাবার সামগ্রী বিতরণের সব প্রস্তুতি শেষ করেছে তারা। আগামী বৃহস্পতিবার এসব এলাকার নিম্নআয়ের মানুষের কাছে এমন সামগ্রী পৌঁছে দেয়া হবে বলেও জানিয়েছেন তারা। এসব ত্রাণ সামগ্রী বিতরণে স্থানীয় প্রশাসন ও পুলিশ তাদের সর্বাত্মক সহযোগিতা করছেন।

উদ্যোগী তরুণরা দৈনিক শিক্ষাডটকমকে বলেন, “কেউ খাবে, কেউ খাবে না…তা হবে না!” আমরা কয়েক জন মিলে নিজেদের ইচ্ছায় কর্মহীন হয়ে পড়া নিম্নআয়ের মানুষগুলোর পাশে এসে দাঁড়িয়েছি। কোনও রাজনৈতিক বা ব্যক্তি পরিচয় ব্যবহার না করেই এসব খাবার সামগ্রী বিতরণ করছি। সমাজের বিত্তবানরা যদি এভাবে এগিয়ে আসেন, তবে হঠাৎ করেই কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষগুলো দুবেলা খেতে পারবে। 

তারা আরও জানান, কভিড-১৯ (Covid-19) স্বেচ্ছাসেবী সংগঠন নামের একটি ফেসবুক পেজ খুলে সমমনাদের একত্রিত করে কাজ করছে তারা। নিজেদের পকেট খরচ, সাথে আশেপাশের আত্মীয়-স্বজন, বন্ধুদের কাছ থেকে সাহায্য নিয়ে ইতোমধ্যেই ২৪০টি পরিবারের মাঝে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুধু ২৪০ পরিবারকে সাহায্য করেই তারা থেমে থাকবেন না বলে দৈনিক শিক্ষাডটকমকে জানান পেজটির অ্যাডমিন এবং ফাউন্ডার সানি রহমান। তিনি বলেন, আরও ২৫০টির বেশি পরিবারকে বিতরণের জন্য খাবার সামগ্রীর ব্যবস্থা করা হয়েছে। খুব শিগগিরই এসব ত্রাণ কর্মহীন অসহায় মানুষের মাঝে বিতরণ করা হবে।

নিম্ন আয়ের মানুষের হাতে খাবার সামগ্রী তুলে দিচ্ছে (Covid-19) স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা

আরেক অ্যাডমিন আরেফিন তাহের দৈনিক শিক্ষাডটকমকে জানান, এ কর্মসূচি চলমান রাখার আশা আছে। যতদিন দেশে কোনো মানুষ খাবারের কষ্ট করবে ততদিন সর্বোচ্চ দিয়ে তাদের পাশে থাকার চেষ্টা করবো। কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির নাম ব্যবহার না করেই কর্মহীন পরিবারগুলোর মাঝে এসব ত্রাণ বিতরণ করা হচ্ছে। 

তরুণ দলটির প্রায় সবার মন্তব্য, প্রচারের কোনো প্রয়োজন নেই। যতটুকু প্রচার চলছে তা শুধুমাত্র অসহায়দের সাহায্য করতে ফান্ড কালেক্ট করার জন্যে। এজন্য  সমাজের সবাইকে এগিয় আসার আহ্বান জানিয়েছেন তারা। কেউ সাহায্য করাতে চাইলে কভিড (Covid-19) স্বেচ্ছাসেবী সংগঠন-২০২০ নামের পেজে থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারবে। 

শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না - dainik shiksha সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু - dainik shiksha চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় - dainik shiksha প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট - dainik shiksha রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.007375955581665