চবি ছাত্র রবিউল পঙ্গু হাসপাতালের পথে - দৈনিকশিক্ষা

চবি ছাত্র রবিউল পঙ্গু হাসপাতালের পথে

নিজস্ব প্রতিবেদক |
শাটল ট্রেনে কাটা পড়ে দুই পা হারানো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজতত্ত্ব বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রবিউল আলমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
 
রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) ভর্তির লক্ষে দুপুরেই অ্যাম্বুলেন্সযোগে রবিউল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার পথে রওনা হয়েছেন। তার সঙ্গে রয়েছেন চাচা ও ছোট ভাই।
 
রবিউলকে ঢাকায় পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের অর্থোপেডিক্স সার্জন ডা. মিজানুর রহমান। তিনি বলেন, রবিউলের দুই পা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। আমরা শুরু থেকেই তার যথাযথ চিকিৎসা দিয়ে আসছি। তবে তার পরিবারের সম্মতিতে ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহায়তায় রবিউলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
 
রবিউল স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যাশা করে জানান, ঢাকায় উন্নত চিকিৎসা শেষে তার পুনর্বাসনের কাজও করা হবে। কৃত্রিম পা প্রতিস্থাপনের মাধ্যমেই এই পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন হবে। এর ফলে সে পুনরায় স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে।
 
এদিকে রবিউলের চিকিৎসার বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন সার্বক্ষণিক খোঁজ খবর রাখছে। রবিউলকে ঢাকায় পাঠানোর আগে রোববার সকালে তাকে দেখতে আসেন চবি উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। এসময় তার উন্নত চিকিৎসার ব্যাপারে দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গেও তিনি কথা বলেন এবং প্রয়োজনীয় যেকোনো বিষয়ে সহায়তার আশ্বাস দেন।
 
রবিউলের উন্নত চিকিৎসায় সহায়তার বিষয়ে প্রক্টর আলী আজগর চৌধুরী বলেন, আমরা রবিউলের পরিবারের সঙ্গে সবসময় যোগাযোগ রাখছি। তার চিকিৎসার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত আছে।
 
উল্লেখ্য, গত ৮ আগস্ট (বুধবার) ষোলশহর স্টেশনে ইঞ্জিনের সামনে দিয়ে রেললাইন পার হতে চেয়েছিলেন রবিউল। এসময় হঠাৎ পা পিছলে পড়ে গেলে ট্রেন এসে পড়ায় আর উঠতে পারেননি। এতে তার দুই পা কাটা পড়ে।
নিবন্ধিত শিক্ষক নিয়োগে এনটিআরসির নতুন নির্দেশনা - dainik shiksha নিবন্ধিত শিক্ষক নিয়োগে এনটিআরসির নতুন নির্দেশনা জাল সনদে চাকরি করছে কয়েক হাজার হেলথ টেকনোলজিস্ট - dainik shiksha জাল সনদে চাকরি করছে কয়েক হাজার হেলথ টেকনোলজিস্ট কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী ফের আন্দোলনের হুশিয়ারি চুয়েট শিক্ষার্থীদের - dainik shiksha ফের আন্দোলনের হুশিয়ারি চুয়েট শিক্ষার্থীদের আইনি লড়াইয়ে যাচ্ছেন শিক্ষক নেতা কাওছার শেখ - dainik shiksha আইনি লড়াইয়ে যাচ্ছেন শিক্ষক নেতা কাওছার শেখ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না - dainik shiksha সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় - dainik shiksha প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট - dainik shiksha রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট please click here to view dainikshiksha website Execution time: 0.0040779113769531