ঢাবি ছাত্রীকে ধর্ষণের আগে গনোরিয়ার চিকিৎসা নিয়েছিল মজনু - দৈনিকশিক্ষা

ঢাবি ছাত্রীকে ধর্ষণের আগে গনোরিয়ার চিকিৎসা নিয়েছিল মজনু

নিজস্ব প্রতিবেদক |

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার হয় সিরিয়াল রেপিস্ট মজনু। ঘটনার দিন বিকেলে সে রাজধানীর কুর্মিটোলা হাসপাতাল থেকে যৌনবাহিত রোগ গনোরিয়ার চিকিৎসা গ্রহণ করে। হাসপাতাল থেকে ফেরার পর সন্ধ্যায় ওই ছাত্রীকে ধর্ষণ করে বলে তদন্ত সংস্থা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগকে জানিয়েছে ধর্ষক মজনু। ডিবির তদন্ত  সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেন। ধর্ষণ মামলাটির তদন্ত করছে ডিবি উত্তরের ক্যান্টনমেন্ট জোনাল টিম।

ডিবি উত্তরের উপকমিশনার (ডিসি) মশিউর রহমান বলেন, চলতি সপ্তাহের শেষে অথবা আগামী সপ্তাহে মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে। এই মামলার পুরো তদন্তকাজ আমরা সফলভাবে শেষ করেছি। এখন আমরা অভিযোগপত্রটি আদালতে দাখিলের অপেক্ষায় আছি।

ঢাবি ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে মজনু আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে মজনু জানায়, ‘ঘটনার দিন (৫ জানুয়ারি রোববার) বিকেলে কুর্মিটোলা হাসপাতালে যৌন-সংক্রান্ত রোগের (গনোরিয়া) চিকিৎসা নিই। হাসপাতাল থেকে বের হওয়ার পর সন্ধ্যা ৭টার দিকে ফুটপাত দিয়ে হাঁটছিলাম। তখন ওই মেয়েকে ফুটপাত দিয়ে এদিক-সেদিক হাঁটতে দেখে মেয়েটির পেছন দিক থেকে হঠাৎ করে এক হাত দিয়ে ঘাড়ে এবং অন্য হাত নিতম্বের নিচে দিয়ে কোলে তুলি। এরপর মেয়েটিকে পাশের বাগানে নিয়ে ফেলে দিই।

জবানবন্দিতে মজনু আরো বলে, ‘বাগানের ভেতর ফেলে দেওয়ার পর তাকে কিল-ঘুষি মারি। একটা সময় মেয়েটি জ্ঞান হারান। জ্ঞান হারিয়ে ফেললে মেয়েটিকে ধর্ষণ করি। ধর্ষণ করার পর তাকে নিয়ে প্রায় দুই-তিন ঘণ্টা জোর করে শুয়ে থাকি। একসময় আমি মেয়েটির ব্যাগ ও মানিব্যাগ খুঁজতে থাকলে তখন দৌড়ে মেয়েটি রাস্তার ওপর চলে যায়। আমিও মেয়েটিকে ডাকতে থাকি কিন্তু মেয়েটি আমার ডাক না শুনে দৌড়ে চলে যায়। পরে মেয়েটির ব্যাগ ও মোবাইল নিয়ে শেওড়া  ফুট ওভারব্রিজ পার হয়ে রেললাইনের ওপর অরুণার কাছে মোবাইলটি বিক্রি করি। আর ব্যাগটি রাস্তার পাশে লোকজনের বসার বেঞ্চের নিচে ফেলে দিই ’

মজনুকে ধর্ষক সাজিয়ে কাউকে আড়াল করা হয়েছে-এমন একটি কথা লোকমুখে বারবার শোনা যায়। এমন কথার পরিপ্রেক্ষিতে মামলাটির তদন্ত কর্মকর্তা আবু সিদ্দিক বলেন, ‘ওই ছাত্রীর পাজামা থেকে সংগ্রহ করা নমুনার সঙ্গে মজনুর ডিএনএ পরীক্ষা-নিরীক্ষা করে তার প্রমাণ মিলে যায়। এ ছাড়া মজনুর দেওয়া বর্ণনা অনুযায়ী আমরা সবকিছুই যাচাই-বাছাই করে দেখেছি। ওই ধর্ষক মজনুই ছিল,  এটা শতভাগ নিশ্চিত।

শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না - dainik shiksha সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু - dainik shiksha চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় - dainik shiksha প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট - dainik shiksha রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0068371295928955