ঢাবির শিক্ষার্থীকে কুপিয়ে জখম - দৈনিকশিক্ষা

ঢাবির শিক্ষার্থীকে কুপিয়ে জখম

মাগুরা প্রতিনিধি |

মাগুরার শ্রীপুরে সোনাতুন্দী গ্রামে শনিবার (৪ জুলাই) সকালে এক দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে তার পরিবারের দুই সদস্যসহ কুপিয়ে জখম করা হয়েছে। প্রকাশ্য দিবালোকে ছিনতাইকারীরা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের ৩য় বর্ষের শিক্ষার্থী তাসনিয়া জামান স্বর্ণা (২১), ছোটভাই সাব্বির হোসেন (১৯) ও তার মা রোকেয়া বেগমকে (৫২) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নগদ ৮০ হাজার টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান ২টি মোবাইল সেট ছিনতাই করেছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন । এ ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ।

তাসনিয়া জামান স্বর্ণা শ্রীপুরের সোনাতুন্দী গ্রামের মৃত দুলু বিশ্বাসের মেয়ে। ছয় ভাই-বোনের মধ্যে সে ৫ম।

ভুক্তভোগীরা দৈনিক শিক্ষাডটকমকে জানান, ঘটনার দিন সকাল ১০টার দিকে তাঁরা তিনজন একটি ব্যাটারি চালিত অটোবাইকে করে ল্যাপটপ ও ঈদের কিছু কেনাকাটা করার জন্য মাগুরার উদ্দেশে যাত্রা করেন। যাওয়ার পথে ওই গ্রামের আবু বিশ্বাসের দোকানের সামনে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা সোনাতুন্দি গ্রামের ইয়াবা ব্যবসায়ী ও মাদকসেবী রায়হান ওরফে রাহেন, ইরাদ, আকিদ, তাহিদসহ বেশ কয়েকজন উচ্ছৃঙ্খল যুবক চলন্ত গাড়ির গতিরোধ করে দেশিয় অস্ত্রের মুখে জিম্মি করে তাদের লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ও ধারাল দা দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে। এসময় নগদ ৮০ হাজার টাকা, দুটি দামী মোবাইল সেট ও স্বর্ণালংকার ছিনতাই করে নিয়ে যায়। আহতের মধ্যে সাব্বির হোসেনকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সংবাদ পেয়ে শ্রীপুর থানার ওসি আলী আহমেদ মাসুদের নির্দেশে এসআই প্রণয় ও এএসআই মোস্তফা কামাল ওই এলাকায় অভিযান পরিচালনা করে সোনাতুন্দি গ্রামের ইমান উদ্দিনের পুত্র রায়হান ওরফে রাহেন মোল্যা ও আব্দুস সালাম বিশ্বাস ওরফে সানার পুত্র ইরাদ আলীকে গ্রেফতার করতে সক্ষম হন।

এ বিষয়ে রোববার (৫ জুলাই) দুপুরে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ মাসুদ দৈনিক শিক্ষাডটকমকে জানান, ওই ছাত্রীর পার্সে (ব্যাগে) একটি অপো মোবাইল সেট ও ব্যাগে থাকা ৯০০ টাকাসহ ইরাদ (১৯) ও রায়হান (৩২) নামের  দুই যুবককে আটক করা হয়েছে। ছিনতাইকারীদের নামে ৩৯৪ ধারায় মামলা রুজু করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার করা হবে।

শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না - dainik shiksha সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু - dainik shiksha চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় - dainik shiksha প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট - dainik shiksha রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0066351890563965