দারুলের সনদে এমপিওভুক্তির দাবি - দৈনিকশিক্ষা

দারুলের সনদে এমপিওভুক্তির দাবি

নিজস্ব প্রতিবেদক |

সার্টিফিকেট বিক্রিসহ বিভিন্ন অভিযোগে বন্ধ হয়ে যাওয়া দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সনদ গ্রহণ করে এমপিওভুক্তির দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির সনদধারীরা। মঙ্গলবার (১১ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সনদে এমপিও বঞ্চিত ফোরাম’ এর ব্যানারে মানববন্ধন করে এ দাবি জানিয়েছেন তাঁরা। 

মানববন্ধনে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সনদধারীরা জানান, ‘২০১৬ খ্রিষ্টাব্দের এপ্রিল মাসে দেয়া উচ্চ আদালতের এক রায়ে দারুল ইহসান বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়। কিন্তু রায়ে বিশ্ববিদ্যালয়টির সনদ অবৈধ ঘোষণা করা হয়নি। সনদের গ্রহণযোগ্যতা নির্ধারণের দায়িত্ব কর্তৃপক্ষকে দেয়া হয়েছে। আমরা বেসরকারি স্কুল কলেজে নিয়োগ পেয়েছি। আমাদের নিয়োগকারী কর্তৃপক্ষ গভর্নিংবডি বা ম্যানেজিং কমিটি। তারা আমাদের সনদ গ্রহণ করে আমাদের নিয়োগ দিয়েছেন। আদালতের রায় ঘোষণার আগে ও পরে উভয় ক্ষেত্রেই নিয়োগ হয়েছে। এনটিআরসিএ নিয়োগের সুপারিশ করেছে। কিন্তু এমপিওভুক্ত হতে পারছি না আমরা।’

সনদধারীরা দাবি করেন, ‘আমরা যারা কমিটির মাধ্যমে নিয়োগ পেয়েছি, প্রত্যেকের নিয়োগ যথাযথভাবে হয়েছে। নিয়োগে ডিজির প্রতিনিধি ছিলেন। আর অনেককে এনটিআরসিএ সুপারিশ করেছে। সে পরিপ্রেক্ষিতে কমিটি যোগদান করিয়েছে। আদালতের রায় ছিল- কর্তৃপক্ষ সনদের গ্রহণযোগ্যতা নির্ধারণ করবে। আমাদের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষ প্রতিষ্ঠানের কমিটি। নিয়োগকারী কর্তৃপক্ষের কাছে সনদ গ্রহণযোগ্য হয়েছে বলেই নিয়োগ দিয়েছেন, তাহলে আমরা এমপিও পাবো না কেন?’ 

তারা আরও দাবি করেন, ‘এমপিওভুক্তির ক্ষেত্রে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সনদধারীদের ক্ষেত্রে দ্বৈত নীতি অনুসরণ করা হচ্ছে। দারুলের সনদে বেশিরভাগ শিক্ষক-কর্মচারী এমপিও না পেলেও তদবির করে অনেকে এমপিওভুক্ত হয়েছেন।’ এ সময় ১৫ জন শিক্ষক দারুলের সনদে এমপিওভুক্ত হয়েছেন বলে দাবি করেন বিশ্ববিদ্যালয়টির সনদধারীরা।

সনদধারীরা আরও জানান, ‘গত ২৮ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সনদে এমপিওভুক্তির আদেশ জারি হলেও তার পর দিনই তা স্থগিত করা হয়। মন্ত্রণালয়ের কর্মকর্তারা আমাদের জানান, আইন মন্ত্রণালয়ের মতামত ছাড়া আদেশ জারি হয়েছে। কিন্তু আইন মন্ত্রণালয় মতামত দেয়ার পরেও সে বিষয়টি স্থগিত আছে।’

মানবন্ধনে বক্তব্য রাখেন, দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সনদধারী এমপিও বঞ্চিত ফোরামের আহ্বায়ক মোহাম্মদ ছিয়ামুল হকসহ বিশ্ববিদ্যালয়টির সনদে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীরা। 

শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না - dainik shiksha সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু - dainik shiksha চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় - dainik shiksha প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট - dainik shiksha রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.017296075820923