পাসের হারে এগিয়ে ভোলা, পিছিয়ে ঝালকাঠি - দৈনিকশিক্ষা

জেএসসি পরীক্ষাপাসের হারে এগিয়ে ভোলা, পিছিয়ে ঝালকাঠি

সাইফুর রহমান মিরণ, বরিশাল |

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় জেলা ভিত্তিক পাসের হারে এগিয়ে রয়েছে ভোলা জেলা। জিপিএ-৫ এ এগিয়ে রয়েছে বরিশাল জেলা। পাসের হার এবং জিপিএ-৫ এ পিছিয়ে আছে ঝালকাঠি জেলা।

বরিশাল শিক্ষা বোর্ডে এ বছর পাসের হার ৯৭ দশমিক শূন্য ৫ ভাগ। আর ভোলা জেলার পাসের হার ৯৮ দশমিক ৬৬ ভাগ। বোর্ডের পাসের হারের চেয়ে ১ দশমিক ৬১ ভাগ বেশি পেয়েছে ভোলা জেলা।

বরিশাল শিক্ষা বোর্ড থেকে এবছর ৪ হাজার ৬০৯টি জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে বরিশাল জেলার শিক্ষার্থীদের দখলে আছে ২ হাজার ১৪ টি। বাকি পঁচ জেলার শিক্ষার্থীরা পেয়েছে ২ হাজার ৫৬৮টি জিপিএ-৫।

জেলা ভিত্তিক পাসের হারে এগিয়ে থাকা ভোলা জেলায় ২৮২টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০ হাজার ১৫৪জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। পাস করেছে  ১৯ হাজার ৮৮৩ জন। পাসের হার ৯৮ দশমিক ৬৬ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৯৭০জন।

দ্বিতীয় অবস্থানে থাকা বরগুনা জেলার ১৮৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১২ হাজার ৩১৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পাস করেছে ১২ হাজার ২৯জন। পাসের হার ৯৭ দশমিক ৬৯ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৫৭১ জন।

তৃতীয় অবস্থানে থাকা পটুয়াখালী জেলার ৩০৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে  ১৯ হাজার ৬১৬ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। পাস করেছে ১৯ হাজার ৭১ জন। পাসের হার ৯৭ দশমিক ২২ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৬০৬ জন।

চতুর্থ অবস্থানে বরিশাল জেলাার ৪৬২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৭ হাজার ৬৮২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করে ৩৬ হাজার ৫৬৪ জন। পাসের হার ৯৭ দশমিক শূণ্য ৩ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ১৪ জন।

এরপর পিরোজপুর জেলায় ২৭৮টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৪ হাজার ৫০৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। পাস করেছে ১৩ হাজার ৯৫৯ জন। পাসের হার ৯৬ দশমিক ২৪ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৪৮২ জন।

ষষ্ঠ অবস্থানে থাকা ঝালকাঠি জেলার ১৯৮ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১০ হাজার ৫৮৭ জন শিক্ষার্থী অংশ নেয়। পাস করেছে  ৯ হাজার ৯৬৩ জন। পাসের হার ৯৪ দশমিক ১১ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ২৬৩ জন।

পাসের হারে এগিয়ে থাকলেও কমেছে জিপিএ-৫। গত বছর বরিশাল শিক্ষা বোর্ড থেকে জেএসসিতে জিপিএ-৫ পেয়েছিল ৮ হাজার ৩৩১ শিক্ষার্থী। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৯০৬ শিক্ষার্থী। এব ছর জিপিএ-৫ কমেছে ৩ হাজার ৫২টি।

জিপিএ-৫ কম পাওয়ার বিষয়ে বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আনোয়ারুল আজীম বলেন, আগে অতিরিক্ত বিষয় ছিল। এবছর থেকে অতিরিক্ত বিষয় বাদ দেওয়া হয়েছে। তাই জিপিএ-৫ এর সংখ্যা কমেছে। তিনি বলেন, জিপিএ-৫ কমলেও গুণগত মান বৃদ্ধি পেয়েছে।

শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না - dainik shiksha সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু - dainik shiksha চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় - dainik shiksha প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট - dainik shiksha রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.003864049911499