প্রাথমিক শিক্ষকদের তৃতীয় ধাপের গেজেট প্রকাশ ১১ মার্চ - দৈনিকশিক্ষা

প্রাথমিক শিক্ষকদের তৃতীয় ধাপের গেজেট প্রকাশ ১১ মার্চ

নিজস্ব প্রতিবেদক |

আগামী রোববার সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক জাতীয়করণের তৃতীয় ধাপের গেজেট প্রকাশ হবে। এ ধাপে প্রায় তিন হাজার শিক্ষকের তালিকা রয়েছে। বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জাতীয়করণের প্রথম ও দ্বিতীয় ধাপে দুই বছর পর এবার তৃতীয় ধাপে বিভিন্ন জেলার ৫৩৩টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জাতীয়করণ হচ্ছে। তালিকাভুক্ত প্রতিটি স্কুলে একজন প্রধান শিক্ষক ও চারজন সহকারী শিক্ষকের পদ সৃষ্টি করা হয়েছে। সে অনুযায়ী তৃতীয় ধাপে মোট দুই হাজার ৬৬৫ শিক্ষককে জাতীয়করণ করা হচ্ছে।

রোববার এসব শিক্ষকের সরকারি গেজেট প্রকাশ করা হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

এছাড়া প্রধান শিক্ষকের পদ সৃজন করা হয়েছে। নিয়ম অনুযায়ী, বাংলাদেশে কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশে ৪০ শতাংশ এবং জ্যেষ্ঠতার ভিত্তিতে ৬০ প্রাধন শিক্ষক নিয়োগ দেয়া হবে। গত বছরের ২৯ এপ্রিল তালিকাভুক্ত শিক্ষকদের খসড়া গেজেট প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এর ওপর ভিত্তি করে গেজেট চূড়ান্ত করা হয়েছে। তবে খসড়া গেজেটে অনেকের নাম বাদ দিয়ে নতুন করে নাম যোগ করা হয়েছে বলে একাধিক শিক্ষকের অভিযোগ।

এ বিষয়ে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. এ এফ এম মনজুর কাদির বলেন, তৃতীয় ধাপে বিভিন্ন পর্যায়ে ৮৩২টি বিদ্যালয় রয়েছে। আগামী রোববার ৫৩৩টি বিদ্যলয়ের তালিকাভুক্ত শিক্ষকদের গেজেট প্রকাশ হবে। পরবর্তীতে বাকিদের জাতীয়করণ গেজেট প্রকাশ করা হবে।

গেজেটভুক্ত শিক্ষকদের ২০১৪ সালের সেপ্টেম্বর মাস থেকে বেতন-ভাতা দেয়া হবে বলেও জানান তিনি। তবে একাধিক শিক্ষক দৈনিকশিক্ষাকে জানিয়েছেন, জানুয়ারি থেকেই বেতন পাওয়া উচিত।

তথ্য মতে, ২০১৩ সালে ২৬ হাজার ১৯৩টি বিদ্যালয়ের এক লাখ তিন হাজার ৮৪৫ শিক্ষকের চাকরি তিন ধাপে জাতীয়করণের সিদ্ধান্ত নেয় সরকার। এর মধ্যে প্রথম ধাপে ২২ হাজার ৯২১, দ্বিতীয় ধাপে এক হাজার ৭১৯টি বিদ্যালয়কে জাতীয়করণ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালের ৯ জানুয়ারি রাজধানীর প্যারেড গ্রাউন্ডে আয়োজিত শিক্ষক মহাসমাবেশে ২৬ হাজার ১৯৩ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দেন।

শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না - dainik shiksha সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু - dainik shiksha চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় - dainik shiksha প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট - dainik shiksha রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0036299228668213