প্রয়োজন প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষা বোর্ড - দৈনিকশিক্ষা

প্রয়োজন প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষা বোর্ড

নিজস্ব প্রতিবেদক |

ডিপ্লোমা প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষাক্রম বর্তমান বিশ্বের একটি পেশাভিত্তিক গুরুত্বপূর্ণ শিক্ষা ব্যবস্থা। দেশে দক্ষ জনশক্তি তৈরি করতে ডিপ্লোমা প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষার বিকল্প নেই। ডিপ্লোমা প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষাটি আমাদের দেশে পরিচালনার জন্য বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে উপর ন্যস্ত, কিন্তু উক্ত বোর্ডে প্রায় ৩০টি শিক্ষাক্রম পরিচালিত হয়, যার ফলে সকল কার্যক্রম সঠিকভাবে তাদের পক্ষে পরিচালনা করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। যার ফলে বিভিন্ন সময় প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষার মানসহ নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই সমস্যা থেকে উত্তরণের জন্য বাংলাদেশে ডিপ্লোমা পর্যায়ের প্রকৌশল ও প্রযুক্তি ২টি কারিকুলাম নিয়ে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষা বোর্ড গঠন করা প্রয়োজন। উক্ত শিক্ষা বোর্ডে ৪ বছর মেয়াদি উ.ঊহম (ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং) ও উ.ঞবপয (ডিপ্লোমা ইন টেকনোলজি) কারিকুলাম দুটি পরিচালিত হবে।  প্রস্তাবিত বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষা বোর্ডে উ.ঊহম ও উ.ঞবপয ছাড়া অন্য কোন কোর্স পরিচালনা করতে পারবে না ।

ফলে বোর্ডের মান সর্বোচ্চ পর্যায় রক্ষা করা সম্ভব হবে। এ জন্য ডিপ্লোমা পর্যায়ের সকল প্রকৌশল কোর্সের কারিকুলামসমূহ অর্থাৎ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, টে´টাইল, মেরিন, কম্পিউটার, অ্য্যারোনেটিক্যাল, নেভাল, আর্মি, প্রিন্টিং, গ্লাস সিরামিক, টুরিজম হসপিটালিটির কোর্স সমূহ উ.ঊহম কারিকুলামের আওতাভুক্ত হবে। টেক্সটাইল, আর্মি অথবা মেরিন আলাদা ইঞ্জিনিয়ারিং কারিকুলামভুক্ত হতে পারবে না। একই ভাবে ডিপ্লোমা পর্যায়ের অন্যান্য কারিকুলামসমূহ অর্থাৎ কৃষি, ফিশারিস, অ্যানিমেল হাসবেন্ডারি, ফরেস্ট্র্রি, কোর্স সমুহ উ.ঞবপয কারিকুলামের আওতাভুক্ত হবে।

কৃষি, ফরেস্টি আলাদা টেকনোলজি কারিকুলামভুক্ত হতে পারবে না। উ. ঊহম কারিকুলামে যে সকল বিভাগ সমুহ থাকেব তা হলো : ক গ্রুপ (টেক্সটাইল খাত) : টেক্সটাইল অ্যাপারাল ম্যানুফাকচারিং টেকনোলজি, টেক্সটাইল নিটওয়্যার ম্যানুফাকচারিং টেকনোলজি, টেক্সটাইল গার্মেন্টস অ্যান্ড ডিজাইন টেকনোলজি, টেক্সটাইল অ্যান্ড জুট টেকনোলজি, টেক্সটাইল সিল্ক টেকনোলজি, টেক্সটাইল ডিজাইন অ্যান্ড প্রিন্টিং টেকনোলজি, টেক্সটাইল নিটিং টেকনোলজি, টেক্সটাইল উইভিং টেকনোলজি, টেক্সটাইল ওয়েট প্রসেসিং টেকনোলজি, টেক্সটাইল কটন স্পিনিং টেকনোলজি, টেক্সটাইল মার্কেটিং অ্যান্ড ম্যানেজমেন্ট টেকনোলজি, টেক্সটাইল মেশিনারিজ টেকনোলজি, টেক্সটাইল টেষ্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল টেকনোলজি, টেক্সটাইল উল টেকনোলজি, টেক্সটাইল পলিমার টেকনোলজি, টেক্সটাইল গার্মেন্টস ম্যানেজমেন্ট টেকনোলজি, টেক্সটাইল অ্যান্ড কার্পেট টেকনোলজি, টেক্সটাইল গার্মেন্ট মনেশ্চন্ডাইজিং টেকনোলজি, টেক্সটাইল সিনথেটিক ইর্য়ান টেকনোলজি, টেক্সটাইল ফিনিসং টেকনোলজি, টেক্সটাইল গার্মেন্টস ডিজাইন অ্যান্ড প্যাটার্ন মেকিং টেকনোলজি, খ গ্রুপ (সিভিল ও আর্কিটেক খাত) : সিভিল টেকনোলজি, সিভিল (উড) টেকনোলজি, সিভিল কনস্ট্র্রাকশন টেকনোলজি, সিভিল জিও টেকনিক্যাল টেকনোলজি, সিভিল ষ্টাকচার টেকনোলজি, এনভায়রানমেন্টাল টেকনোলজি, সিভিল ট্রান্সপোর্টেশন টেকনোলজি, মাইনিং অ্যান্ড মাইন সার্ভেয়িং টেকনোলজি, সার্ভেয়িং টেকনোলজি, আর্কিটেকচার টেকনোলজি, ল্যান্ডস্কেপ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচার টেকনোলজি, আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়ার ডিজাইন টেকনোলজি, আর্কিটেকচার আরবান অ্যান্ড রিজিওনাল প্লানিং টেকনোলজি, আর্কিটেকচার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন টেকনোলজি, বিল্ডিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট টেকনোলজি, সিভিল ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট টেকনোলজি, রিয়েল এস্টেট ম্যানেজমেন্ট টেকনোলজি, গ গ্রুপ (ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স খাত)ঃ মাইক্রো ইলেকট্রনিক্স  ইলেকট্রিক্যাল টেকনোলজি, সোলার টেকনোলজি, ইলেকট্রিক্যাল প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং টেকনোলজি, ইলেকট্রনিক্স টেকনোলজি, অটোমোশন অ্যান্ড রোবটিক টেকনোলজি, পাওয়ার ইলেকট্রনিক্স টেকনোলজি, ইলেকট্রনিক্স প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং টেকনোলজি, মোবাইল টেকনোলজি, ইলেকট্রো মেডিক্যাল টেকনোলজি, ঘ গ্রুপ (মেকানিক্যাল খাত) : ইন্সট্রুমেন্ট অ্যান্ড প্রসেস কন্ট্রোল টেকনোলজি, মেকানিক্যাল টেকনোলজি, প্লাস্টিক অ্যান্ড পলিমার টেকনোলজি, পাওয়ার টেকনোলজি, ফ্রিজ অ্যান্ড এয়ারকন্ডিশন টেকনোলজি, অটোমোবাইল টেকনোলজি, অটোমোবাইল ডিজাইন টেকনোলজি, অটোমোবাইল বডি বিল্ডিং টেকনোলজি, পাওয়ার প্লান্ট ম্যানেজমেন্ট টেকনোলজি, রেলওয়ে ট্রান্সপোর্টেশন টেকনোলজি, প্রোডাক্ট ডিজাইন অ্যান্ড ইনভেনশন টেকনোলজি, ট্রান্সপোর্টেশন টেকনোলজি, মেকাট্রনিক্স টেকনোলজি, মেট্রালজিক্যাল টেকনোলজি, মেটাল প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং টেকনোলজি, প্রোডাকশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি, রেলওয়ে বডি বিল্ডিং টেকনোলজি, ওয়েল্ডিং অ্যান্ড শিট মেটাল টেকনোলজি, ঙ গ্রুপ (আইটি খাত) : লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার টেকনোলজি, কম্পিউটার সাইন্স অ্যান্ড টেকনোলজি, ডাটা টেলিকমিনিউকেশন টেকনোলজি, ডাটা টেলিকমিনিউকেশন অ্যান্ড নেটওয়ার্কিং টেকনোলজি, কম্পিউটার নেটওয়াকিং টেকনোলজি, কম্পিউটার সফটওয়্যার ডিজাইন টেকনোলজি, টেলিকমিনিকিশন টেকনোলজি, কম্পিউটার ওয়েভ ডিজাইনিং টেকনোলজি,  কম্পিউটার ই কমার্স টেকনোলজি, কম্পিউটার সাইবার সিকিউরিটি টেকনোলজি,  কম্পিউটার হার্ডওয়্যার টেকনোলজি, কম্পিউটার গ্রাফিকস ডিজাইন টেকনোলজি, চ গ্রুপ (ফিল্ম অ্যান্ড মিডিয়া খাত) : অডিও অ্যান্ড সাউন্ড টেকনোলজি, ফিøম মেকিং অ্যান্ড এনিমেশন টেকনোলজি, এডভাটাইজিং অ্যান্ড পাবলিক রিলেশন টেকনোলজি, মাস কমিউনিকেশন টেকনোলজি, মালি‘টমিডিয়া অ্যান্ড ওয়েভ ডিজাইন টেকনোলজি, মোশন গ্রাফিক্স এন্ড ব্রডকা¯িটং টেকনোলজি, ডিজিটাল মিডিয়া ডিজাইন টেকনোলজি, আর্টস এন্ড ক্রাফট টেকনোলজি, ডিজিটাল ভিজ্যুয়াল এফেক্ট টেকনোলজি, সিনেমাটো গ্রাফি টেকনোলজি, ছ গ্রুপ (মেরিন খাত) : মেরিন কোস্টাল এরিয়া ম্যানেজমেন্ট টেকনোলজি, মেরিন শিপ বিল্ডিং টেকনোলজি, মেরিন শিপ বিল্ডিং অ্যান্ড ডিজমান্টলিং টেকনোলজি, মেরিন পোর্ট ম্যানেজমেন্ট টেকনোলজি, মেরিন ইনল্যান্ড ওয়াটারওয়েজ ট্রান্সপোর্টেশন টেকনোলজি, মেরিন ইন্টারন্যাশনাল ওয়াটারওয়েজ ট্রান্সপোর্টেশন টেকনোলজি, মেরিন শিপ আর্কিটেক টেকনোলজি, মেরিন ফিশারিজ টেকনোলজি, মেরিন ওসানোগ্রাফি টেকনোলজি, মেরিন ল টেকনোলজি, মেরিন বোট বিল্ডিং অ্যান্ড রেসটোরেশন টেকনোলজি, জ গ্রুপ (কেমিক্যাল খাত) : ফুড অ্যান্ড বায়োকেমিক্যাল টেকনোলজি, কেমিকেল অ্যান্ড বায়োমোলিকোলার টেকনোলজি, পেট্রোলিয়াম টেকনোলজি, পেট্রো কেমিকেল টেকনোলজি, গ্যাস অ্যান্ড  অ্যাপ্লায়েড পেট্রোলিয়াম টেকনোলজি, কেমিকেল সারেপেস কোটিং টেকনোলজি, কেমিকেল টেকনোলজি, ফুড টেকনোলজি, ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন, ফুড বেকিং টেকনোলজি, ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং টেকনোলজি, টয়লেট্রিজ প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং টেকনোলজি, কিøন অ্যান্ড ফার্নেস টেকনোলজি, ফার্টিলাইজার টেকনোলজি, রাবার টেকনোলজি, পেইন্ট টেকনোলজি, রিফাইনারি পেট্রোলিয়াম টেকনোলজি, পেপার অ্যান্ড পেপার প্রোডাক্ট টেকনোলজি, সিরামিক টেকনোলজি, গ্লাস টেকনোলজি, মেলামাইন টেকনোলজি, সিমেন্ট টেকনোলজি, ঝ গ্রুপ (বিমান খাত) : এয়ার কার্গো অ্যান্ড কুরিয়ার মাানেজমেন্ট, এয়ার এরোস্পেস টোকনোলজি, এয়ার এভিয়েশন টেকনোলজি, এয়ার লাইন এডমিনিষ্ট্রেশন টেকনোলজি, এয়ারলাইনস ম্যানেজমেন্ট টেকনোলজি, এয়ারক্রাফট বডি বিল্ডিং টেকনোলজি, এরোস্পেস ইলেকট্রনিক্স টেকনোলজি, এয়ার এরোনেটিক্যাল টেকনোলজি, এভিয়েশন অ্যান্ড ট্রাভেল টুরিজম টেকনোলজি, এয়ার হোষ্টেজ টেকনোলজি, ঞ গ্রুপ (লেদার খাত) : লেদার ট্যানিং টেকনোলজি, লেদার ফুটওয়্যার টেকনোলজি, লেদার প্রোডাক্ট টেকনোলজি, লেদার মার্কেটিং অ্যান্ড ম্যানেজমেন্ট টেকনোলজি,লেদার ডিজাইন টেকনোলজি, ট গ্রুপ (টুরিজম) : বার অ্যান্ড বেভারেজ টেকনোলজি, টুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট টেকনোলজি, ট্যুর এন্ড ট্রাভেল ম্যানেজমেন্ট টেকনোলজি, হোটেল ম্যানেজমেন্ট টেকনোলজি, হাউজ কিপিং টেকনোলজি, ঠ গ্রুপ (বিবিধ খাত) : অপসেট প্রিন্টিং টেকনোলজি, গ্রাফিকস ডিজাইন টেকনোলজি।

উল্লিখিত গ্রুপের সমুহের মধ্য হতে কমপক্ষে একটি টেকনোলজি সরকারি পলিটেকনিকে চালু করা প্রয়োজন। এ সকল কোর্সসমূহ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (টেক্সটাইল অ্যাপারাল ম্যানুফাকচারিং টেকনোলজি) পরিচিত হবে এবং সরকারী বেসরকারী পলিটেকনিক ইন্সটিটিউট, টেক্সটাইল ইন্সটিটিউট, মেরিন ইন্সটিটিউট, আর্মি ইউটিটিউট, নেভাল ইন্সটিটিউট, কম্পিউটার ইন্সটিটিউট, গ্লাস ও সিরামিক ইন্সিটিটিউট, এ্যারোনেটিক ইন্সটিটিউট, টুরিজম ইন্সটিটিউট, লেদার ইন্সটিটিউট, গ্রাফিকস প্রিন্টিং ইন্সটিটিউটে পরিচালিত হবে। উ.ঞবপয কারিকুলামে যে সকল বিভাগ সমুহ থাকেব তা হলো ক গ্রুপ : এগ্রো ফ্রুট সাইন্স টেকনোলজি, এগ্রো মোলিকুলার বায়ো টেকনোলজি, এগ্রো টিস্যুকালচার টেকনোলজি, এগ্রো ক্রোপ ফিজিওলজি টেকনোলজি, এগ্রো ভেজিটেবল প্রোডাকশন টেকনোলজি, এগ্রো ফেøারিকালচার অ্যান্ড ল্যান্ডস্কেপ গার্ডেনিং টেকনোলজি, এগ্রো ইকনোমিক্স টেকনোলজি, এগ্রো হর্টিকালচার টেকনোলজি, এগ্রো রুরাল স্টাডিজ টেকনোলজি, খ গ্রুপ : এগ্রো মেশিনারি টেকনোলজি, এগ্রো ইরিগেশন এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট টেকনোলজি, এগ্রো ফুড প্রসেসিং টেকনোলজি, গ গ্রুপ : ফরেস্ট্রি টেকনোলজি, ফরেস্ট্রি ট্রি ইনপ্রুভমেন্ট অ্যান্ড জেনেটিক টেকনোলজি, ফরেস্ট উড সিজনিং টেকনোলজি, ফরেস্ট ম্যানেজমেন্ট টেকনোলজি, ফরেস্ট ওয়াইল্ড লাইফ ম্যানেজমেন্ট টেকনোলজি, ফরেস্ট পলিসি অ্যান্ড ল টেকনোলজি, ফরেস্ট ইকোলজি টেকনোলজি, ফরেস্ট উড প্রোডাক্ট টেকনোলজি, ঘ গ্রুপ : ফিস কালচার টেকনোলজি, ফিস ব্রিডিং টেকনোলজি, মেরিকালচার টেকনোলজি, ফিস ক্যাপচার টেকনোলজি, একুয়াকালচার টেকনোলজি, ফিস ইকোনোমিক অ্যান্ড ম্যানেজমেন্ট টেকনোলজি, ঙ গ্রুপ : পোলিট্র হাজবেন্ডারি টেকনোলজি, অ্যানিমেল হেলথ টেকনোলজি, এনিমেল হাসবেন্ডারি টেকনোলজি, পোল্ট্র্রি ম্যানেজমেন্ট টেকনোলজি, ভেটেনারি টেকনোলজি, ডেইরি টেকনোলজি, ডেইরি অ্যান্ড ফুড টেকনোলজি।

এ সকল কোর্স সরকারি ও বেসরকারি কৃষি ইন্সটিটিউট, ফিশারিজ ইন্সটিটিউট, লাইভ স্টক ইন্সটিটিউট, ফরেস্ট্রি ইন্সটিটিউট, ভেটেনারি ইন্সটিটিউটে পরিচালিত হবে। উল্লিখিত উ.ঊহম ও উ.ঞবপয কে নিয়ে যদি বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষা বোর্ড স্থাপন করা যায়, তবে মানসম্পন্ন দক্ষ মধ্যম মানের প্রকৌশলী ও প্রযুক্তিবিদ তৈরি করা সম্ভব।

লেখক : ট্রেড ইন্সট্রাক্টর, ডোনাভান মাধ্যমিক বিদ্যালয়, পটুয়াখালী।

[মতামতের জন্য সম্পাদক দায়ী নয়]

 

শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না - dainik shiksha সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু - dainik shiksha চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় - dainik shiksha প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট - dainik shiksha রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0074331760406494