ফেসবুকে কলেজছাত্রীর ভিডিও প্রকাশের হুমকি প্রেমিকের - দৈনিকশিক্ষা

ফেসবুকে কলেজছাত্রীর ভিডিও প্রকাশের হুমকি প্রেমিকের

ব্রাহ্মণবাড়িয়া |

ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে প্রেম। এদিক-ওদিক ছোটাছুটি-ঘোরাঘুরি। অতঃপর বিয়ের স্বপ্ন। কথাবার্তাও প্রায় চূড়ান্ত। বেঁকে বসল কথিত প্রেমিক, বিয়ে করবে না। সম্পর্কের কথাও করল অস্বীকার। এখন তো হুমকি দিচ্ছে ছবি ও ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার। এমনকি হত্যার হুমকিও দেওয়া হচ্ছে। সেই ফেসবুক প্রেমিক এখন মেয়েটির ‘গলার কাঁটা।

ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়ার। ভুক্তভোগী মেয়েটি নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে করা আবেদনটি গত বৃহস্পতিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে নথিভুক্ত হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করছে। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিতে আদালতের পরামর্শও নিয়েছেন। একাধিক সালিস বৈঠকেও এ নিয়ে সুরাহা হয়নি। শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়া মেয়েটি এখন অসুস্থ হয়ে পড়েছেন।

এলাকাবাসী, পরিবার ও থানায় করা জিডি সূত্রে জানা গেছে, পৌর এলাকার শেরপুরের আবুল কালাম খন্দকারের ছেলে সিরাজুল খন্দকারের (২৭) সঙ্গে ফেসবুকে পরিচয় হয় বাগানবাড়ী এলাকার কলেজছাত্রীর। পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রতিশ্রুতি পাওয়ায় প্রেমিকের সঙ্গে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে মেয়েটি। দুজন ঘনিষ্ঠ হয়। এ অবস্থায় মেয়েটি বিয়ের প্রস্তাব দেন প্রেমিককে।

এর পর থেকেই প্রেমিক ‘গা ঢাকা’ দেয়। পরে এ নিয়ে এলাকায় একাধিক সালিস বৈঠক হয়। বৈঠকে বিয়ে বিষয়ে প্রাথমিক আলোচনা হয়। সিরাজুল ও তার পরিবার বিয়েতে সম্মতি দেয়। এরই মধ্যে মেয়েটি অসুস্থ হয়ে পড়ায় বিয়ের দিনক্ষণ ঠিক করা যায়নি।

থানার দায়ের করা জিডিতে উল্লেখ করা হয়, বিয়েতে রাজি হয়েও এখন সিরাজুল ও তার পরিবার টালবাহানা করে। এখন সব অস্বীকার করে নানাভাবে হুমকি দিচ্ছে। বলছে, তাদের ছবি ও ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেবে। এমনকি মেরে ফেলারও হুমকি দিচ্ছে।

ভুক্তভোগী ওই মেয়ে বলেন, ‘ওর (সিরাজুল) সঙ্গে যদি আমার বিয়ে না হয় তাহলে আমি আর এলাকায় মুখ দেখাতে পারব না। তখন আমার মরণ ছাড়া আর কোনো উপায় থাকবে না। তাকে বিয়ের আশাতেই আমি বেঁচে আছি।’

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. খবির উদ্দিন বলেন, ‘এ নিয়ে সর্বশেষ ১৪ জুলাই হওয়া বৈঠকে আমি উপস্থিত ছিলাম। তখন জানানো হয় আগে হওয়া একাধিক বৈঠকে বিয়ে নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে মেয়েটি জানায় সিরাজুলকে সে তার সব দিয়ে দিয়েছে। সে তাকে বিয়ে করতে চায়। সবাই এসব কথা শুনে বিয়ে বিষয়ে আলোচনা করলেও মেয়েটি অসুস্থ থাকায় দিনক্ষণ ঠিক করা যায়নি।’

সিরাজুলের বাবা দুজনের সম্পর্কের কথা অস্বীকার করেছেন। গতকাল শুক্রবার বিকেলে তিনি বলেন, ‘বললেই তো আর বিয়ে হয়ে যায় না। আমার ছেলে ওই মেয়েকে চিনলেও কোনো সম্পর্ক ছিল না। থানায় জিডি হওয়ার বিষয়টিও আমার জানা নেই।’

জিডির তদন্তকারী কর্মকর্তা ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. শরীফুল ইসলাম বলেন, ‘তদন্ত সাপেক্ষে এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

সদর থানার ওসি মো. সেলিম উদ্দিন বলেন, ‘অভিযোগকারী মেয়েটির পরিবারকে বলা হয়েছে যেকোনো প্রয়োজনে আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে। অভিযুক্তদের ওপরও নজরদারি রাখা হয়েছে।’

নিবন্ধিত শিক্ষক নিয়োগে এনটিআরসির নতুন নির্দেশনা - dainik shiksha নিবন্ধিত শিক্ষক নিয়োগে এনটিআরসির নতুন নির্দেশনা জাল সনদে চাকরি করছে কয়েক হাজার হেলথ টেকনোলজিস্ট - dainik shiksha জাল সনদে চাকরি করছে কয়েক হাজার হেলথ টেকনোলজিস্ট কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী ফের আন্দোলনের হুশিয়ারি চুয়েট শিক্ষার্থীদের - dainik shiksha ফের আন্দোলনের হুশিয়ারি চুয়েট শিক্ষার্থীদের আইনি লড়াইয়ে যাচ্ছেন শিক্ষক নেতা কাওছার শেখ - dainik shiksha আইনি লড়াইয়ে যাচ্ছেন শিক্ষক নেতা কাওছার শেখ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না - dainik shiksha সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় - dainik shiksha প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট - dainik shiksha রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট please click here to view dainikshiksha website Execution time: 0.0067510604858398