বন্যায় শিক্ষার্থীদের দুর্ভোগ ও পানিবন্দী অধ্যক্ষের কষ্টকথা - দৈনিকশিক্ষা

বন্যায় শিক্ষার্থীদের দুর্ভোগ ও পানিবন্দী অধ্যক্ষের কষ্টকথা

দৈনিক শিক্ষা ডেস্ক: |

সিলেট জেলার কানাইঘাট উপজেলাধীন আমরি খালের দক্ষিণ তীর দিয়ে লোভা নদ থেকে সুরইঘাট পর্যন্ত অপরিকল্পিত বাঁধ ও সংকীর্ণ পরিসরের স্লুইচ গেইট নির্মাণের কারণে গত তিন বছর যাবত বেশ কয়েকটি গ্রামের জনসাধারণ এবং স্কুল ও কলেজগামী শত শত শিক্ষার্থী নানা রকম দূর্ভোগের শিকার হচ্ছে৷ উপজেলার ২ নং লক্ষিপ্রসাদ পশ্চিম ইউনিয়নের আমরি খাল একটি গভীর ও খরস্রোতা খাল৷ এটি পাহাড়ি খরস্রোতা লোভা নদ থেকে উৎপন্ন হয়ে পশ্চিম দিকে প্রবাহিত৷ লোভা নদের পাহাড়ি ঢল ও জোয়ারের সময় আমরিখাল উন্মত্ত হয়ে উঠে৷

বাঁধ নির্মাণের পূর্ব পর্যন্ত উক্ত খালের প্রবাহ উত্তর ও দক্ষিণ তীর ছাপিয়ে সমানভাবে বয়ে যেত৷ একমাত্র দক্ষিণ লক্ষিপ্রসাদ ও কুওরঘড়ি গ্রাম ছাড়া ইউনিয়নের অন্য সবগুলো গ্রাম আমরি খালের উত্তর পাশে অবস্থিত৷ গত কয়েক বছর পূর্বে আমরি খালের দক্ষিণ তীর বরাবর লোভা থেকে সুরইঘাট পর্যন্ত একটি বাঁধ নির্মাণ করা হয় এবং খালটির দক্ষিণ প্রবাহের পানির জন্য মাত্র ত্রিশ-চল্লিশ ফুট পরিমাপের একটি স্লুইচ গেইট বসানো হয়৷ এর ফলে সামান্য বৃষ্টি কিংবা লোভা নদের পাহাড়ি ঢল বা জোয়ার হলেই আমরি খালেরপুরো প্রবাহ উত্তর পাশের গ্রামগুলোর বাড়িঘর,হাটবাজার বিশেষ করে স্কুল,কলেজ,মসজিদ ও মাদরাসা ডুবিয়ে ফেলে৷ রাস্তাঘাট তলিয়ে যায়৷ সামান্য বৃষ্টি হলেই কৃত্রিম বন্যার সৃষ্টি হয়৷ গ্রামগুলোর জনজীবনে চরম দূর্ভোগ নেমে আসে৷ বিশেষ করে রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহ পানির নীচে তলিয়ে যাবার কারণে শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়৷

গত এক সপ্তাহ ধরে প্রবল বর্ষণ ও লোভা নদের পাহাড়ি ঢলের কারণে উপজেলার ২নং লক্ষিপ্রসাদ পশ্চিম ইউনিয়নের প্রায় সবগুলো গ্রামের ৭৫ শতাংশ বাড়িঘর কৃত্রিম বন্যার শিকার হয়েছে৷ বর্তমানে বহু লোক পানিবন্দী হয়ে পড়েছে৷ উত্তর লক্ষিপ্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়,নেহালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়,সুরইঘাট মুহসিনিয়া মাদরাসা,সুরইঘাট উচ্চ বিদ্যালয়,লক্ষিপ্রসাদ ফয়েজিয়া মাদরাসা,লক্ষিপ্রসাদ আইডিয়্যাল একাডেমিসহ বহু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে৷ উত্তর লক্ষিপ্রসাদ ,আসামপাড়া, নেহালপুর,কালিনগর,বাউরভাগ,নয়াখেল প্রভৃতি গ্রামের লোকজনের দূর্ভোগ এখন চরম পর্যায়ে পৌঁছেছে৷ এই সমস্যার সমাধানের জন্য আমরি খালের উত্তর তীর বরাবর লোভা নদ থেকে সুরইঘাট পর্যন্ত আরেকটি বাঁধ নির্মাণ করে দক্ষিণ পাশের স্লুইচ গেইটটি অন্তত দুইশত ফুট পর্যন্ত প্রসারিত করা দরকার৷ তা না হলে জন দূর্ভোগ যেমন বাড়তে থাকবে তেমনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে৷ এ ব্যাপারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ এলাকাবাসী স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন৷

লেখক: অধ্যক্ষ মুজম্মিল আলী, চরিপাড়া উচ্চবিদ্যালয় ও কলেজ, কানাইঘাট সিলেট।    

শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না - dainik shiksha সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু - dainik shiksha চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় - dainik shiksha প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট - dainik shiksha রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0044739246368408