বাংলা একাডেমির নতুন সভাপতি শামসুজ্জামান খান - দৈনিকশিক্ষা

বাংলা একাডেমির নতুন সভাপতি শামসুজ্জামান খান

নিজস্ব প্রতিবেদক |

দীর্ঘকাল বাংলা একাডেমিতে কাটিয়ে আসা শামসুজ্জামান খান এবার প্রতিষ্ঠানটির সভাপতির দায়িত্ব পেয়েছেন। রোববার (২৮ জুন) তাকে সভাপতি হিসেবে নিয়োগ দিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে আদেশ হয়েছে।

গত ১৪ মে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যুর পর বাংলা একাডেমির সভাপতির পদটি শূন্য হয়ে পড়ে। একাডেমির একুশতম সভাপতি হিসেবে তার স্থলাভিষিক্ত হচ্ছেন শামসুজ্জামান খান।

১৯৭৩ খ্রিষ্টাব্দে বাংলা একাডেমিতে উপপরিচালক হিসেবে যোগ দিয়েছিলেন শামসুজ্জামান খান। ২০০৯ খ্রিষ্টাব্দের ২৪ মে থেকে ২০১৮ খ্রিষ্টাব্দের ১২ ডিসেম্বর পর্যন্ত তিনি ছিলেন মহাপরিচালকের আসনে।

ফোকলোরবিদ, সাহিত্যিক ও গবেষক শামসুজ্জামান খানকে পরে জাতীয় জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সভাপতি করে সরকার। এখনও সেই পদে রয়েছেন তিনি।

“আগামীকাল সকালে আমি সে পদে ইস্তফা দিয়ে বাংলা একাডেমির সভাপতি হিসেবে যোগ দেব,” বলেছেন শামসুজ্জামান।

দুপুরেই তিনি নতুন নিয়োগের খবর পেয়েছেন বলে জানান। তিনি বলেন, “একটু আগে চিঠিটা পেয়েছি। সভাপতি হিসেবে আমার মেয়াদ হবে আগামীকাল থেকে তিন বছর। সভাপতির দায়িত্ব এবং অন্যান্য কার্যাবলি ‘বাংলা একাডেমি আইন-২০১৩’ অনুযায়ী নিয়ন্ত্রিত হবে।”

সাহিত্য, ফোকলোরে অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার ও একুশে পদকে ভূষিত শামসুজ্জামান।

নতুন দায়িত্বের বিষয়ে তিনি বলেন, “শহীদদের স্মৃতিতে এই প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তাদের প্রতি শ্রদ্ধা রেখে এই প্রতিষ্ঠানে ভাবমূর্তি বজায় রাখতে আমি সাহিত্যিক, শিক্ষাবিদদের সমন্বয়ে বুদ্ধিবৃত্তিক চর্চার কাজটি আরও বেগবান করব। জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে এই প্রতিষ্ঠানের ভাবমূর্তি সদা সমুজ্জ্বল রাখব।”

শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না - dainik shiksha সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু - dainik shiksha চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় - dainik shiksha প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট - dainik shiksha রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0068199634552002