বিকাশের টাকা ডাকাতির ঘটনায় গাড়িসহ গ্রেফতার ৪ - দৈনিকশিক্ষা

বিকাশের টাকা ডাকাতির ঘটনায় গাড়িসহ গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক |

পুলিশের পৃথক অভিযানে বিকাশের টাকা ডাকাতির ঘটনায় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত গাড়িসহ চারজন এবং বিকাশের নম্বর হ্যাক করে অর্থ হাতিয়ে নেয়ার সঙ্গে জড়িত নয়জন গ্রেফতার হয়েছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তেজগাঁও বিভাগ গত ২৯ সেপ্টেম্বর ঢাকার মোহাম্মদপুর, আদাবর ও বছিলা এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে গ্রেফতার করা হয় শাহীন শেখ, সোহেল হোসেন, মুন্না ও হায়দারকে। তাদের কাছে ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র ও একটি প্রাইভেটকার পাওয়া যায়।

বুধবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আকতার জানান, গ্রেফতারকৃতরা গত ১২ সেপ্টেম্বর শেরেবাংলা নগর থানাধীন বৌ-বাজার মোড় থেকে এক বিকাশ এজেন্টকে চাপাতি দিয়ে কুপিয়ে তার সঙ্গে থাকা ৮ লাখ টাকা নিয়ে পালিয়ে গিয়েছিল। সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম-কমিশনার মাহবুব আলম ও ডিএমপির মিডিয়া এ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার প্রকৌশলী মোঃ ওয়ালিদ হোসেনসহ উর্ধতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অন্যদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা গুলশান বিভাগের একটি টিম গত ২৯ সেপ্টেম্বর ঢাকা ও ফরিদপুরের মধুখালি থেকে বিকাশ নম্বর হ্যাক করে টাকা হাতিয়ে নেয়া চক্রের নয়জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে, রানা খান, লিটন, নয়ন শেখ, টিটু মোল্ল্যা, সালমান মোল্লা, আকাশ শেখ, মোয়াজ্জেম হোসেন, রহিম ও তানজিল। গ্রেফতারকৃতদের কাছে প্রতারণার কাজে ব্যবহৃত দুইটি আইফোনসহ ১০টি মোবাইল ফোন, ৩৭টি সিম ও একটি গাড়ি পাওয়া গেছে।

গ্রেফতারকৃতরা বিভিন্ন বিকাশের দোকানে ক্যাশ ইন রেজিস্ট্রারের নম্বর সম্বলিত পাতাটির ছবি সুকৌশলে একজন ব্যক্তি ছবি তুলে। তোলা ছবি হোয়াটস এ্যাপের মাধ্যমে ফরিদপুর জেলার মধুখালী থানার ডুমাইন গ্রামে থাকা মূল হ্যাকারদের নিকট পাঠিয়ে দেয়। এজন্য প্রতিটি নম্বর সংবলিত প্রতিটি পাতা ২শ’ থেকে ৩শ’ টাকায় বিক্রি করা হতো। মূল হ্যাকার ছবির নম্বর দেখে বিকাশ দোকানদার সেজে ভিকটিমকে বিভিন্ন অপারেটরের সিম থেকে কল দেয়। বলে, তার দোকান থেকে ভুলে কিছু টাকা চলে গেছে। এজন্য অভিযোগ করার কারণে তার এ্যাকাউন্টটি সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। বিকাশ অফিস থেকে তাকে কল দেয়া হবে। একটু পর মূল হ্যাকার বিশেষ এ্যাপস ব্যবহার করে বিকাশ অফিসের নাম করে বিকাশ সেন্টারের মূল নম্বরের সদৃশ্য নম্বর হতে ভিকটিমকে ফোন দেয়। ভিকটিমের কাছে এ্যাকাউন্ট খুলে দেয়ার জন্য নানা তথ্য চায়। অনেকেই না বুঝে দিয়ে দেন। তাদের টাকা হ্যাক করে নিয়ে যায়।

শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না - dainik shiksha সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু - dainik shiksha চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় - dainik shiksha প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট - dainik shiksha রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0049829483032227