ভুল ইনজেকশনে মৃত্যুর মুখে বিশ্ববিদ্যালয় ছাত্রী - দৈনিকশিক্ষা

ভুল ইনজেকশনে মৃত্যুর মুখে বিশ্ববিদ্যালয় ছাত্রী

গোপালগঞ্জ প্রতিনিধি |

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভুল ইনজেকশন পুশ করায় বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রীর জীবন সংকটাপন্ন হয়ে পড়েছে। তাকে খুলনা শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে পাঠানো হয়েছে। ওই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) সংকটাপন্ন ছাত্রীকে রাখা হয়েছে। মরিয়ম সুলতানা মুন্নি নামের ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষে পড়ে এবং গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদীঘলিয়া গ্রামের মো. মোশারফ হোসেনের মেয়ে।

 

এ ঘটনা তদন্তে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মাসুদুর রহমানকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে এ কমিটিকে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

জানা গেছে, মুন্নির পিত্তথলিতে পাথর ধরা পড়ার পর তিনি সোমবার গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি হন। গতকাল মঙ্গলবার সকালে শরীরে অস্ত্রোপচারের জন্য ওই ছাত্রীকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। সেখানে কর্মরত নার্স শাহানাজ পারভীন ওই ছাত্রীর শরীরে অ্যান্টিবায়োটিক ইনজেকশনের পরিবর্তে ভুল করে চেতনানাশক ইনজেকশন পুশ করেন।

তারপর ওই ছাত্রী জ্ঞান হারিয়ে ফেলেন। ক্রমান্বয়ে ওই ছাত্রীর অবস্থার অবনতি ঘটতে থাকে। মুন্নির বাবা মোশারফ হোসেন বলেন, 'ভুল ইনজেকশনের কারণে তার অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ বলে শহীদ আবু নাসের হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন। আমি এ ঘটনার বিচার চাই।'

গোপালগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের উপপরিচালক ড. ফরিদুল ইসলাম চৌধুরী বলেন, 'ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। আশা করি, মেয়েটি দ্রুত সুস্থ হয়ে উঠবে। ওই নার্স দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।'

শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না - dainik shiksha সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু - dainik shiksha চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় - dainik shiksha প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট - dainik shiksha রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0071330070495605