মাদকের মিথ্যা মামলায় শিক্ষিকাকে হয়রানির অভিযোগ - Dainikshiksha

মাদকের মিথ্যা মামলায় শিক্ষিকাকে হয়রানির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক |

মাদকের মামলা দিয়ে মানহানি ও হয়রানির অভিযোগ এনে নাটোরে মুন্নী পারভীন নামের এক স্কুল শিক্ষিকা বাগাতিপাড়া থানার সহকারী উপ-পরিদর্শক গোলাম রব্বানীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন। শনিবার (১৯ জানুয়ারি) দুপুরে স্থানীয় একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাগাতিপাড়া উপজেলার চন্দ্র খৈইর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মুন্নী পারভীন। লিখিত বক্তব্যে তিনি বলেন, গতবছরের ১৭ ডিসেম্বর রাতে তিনি বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুরের বাড়ি থেকে বাবা মোজাম্মেল ফকিরের বাড়ি হাট গোবিন্দপুরে যান। 

সেখানে পৌঁছানোর কিছুক্ষণ পরে বাগাতিপাড়া থানার সহকারী উপ-পরিদর্শক গোলাম রব্বানীর নেতৃত্বে পুলিশ তার বাবার বাড়িতে তাদের একটি ঘরে আটকে রেখে তল্লাশি চালায়। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, কিন্তু বাড়িতে কিছু না পেয়ে বাড়ির বাইরে থেকে একটি বস্তা এনে তাতে গাঁজা আছে বলে বাড়ির লোকজনকে খুঁজতে থাকে। বাড়িতে বাবা ও ভাইকে না পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে।

এর প্রতিবাদ করলে সহকারী উপ-পরিদর্শক গোলাম রব্বানী তার ওপর ক্ষিপ্ত হয়ে তাকে, তার স্বামী ও মাকে থানায় নিয়ে যায়। সে সময় বস্তাটি সবার সামনে খুলতে বললেও তারা তা খুলেননি। পরে থানায় নিয়ে গিয়ে তাদের সামনে দুইটি গাঁজার প্যাকেট দিয়ে ছবি তুলে মিডিয়ায় মিথ্যা তথ্য দেয়া হয় এবং তাকে, তার স্বামী আমির হোসেন ও বাবাকে অভিযুক্ত করে একটি মাদক মামলা দায়ের করেন। 

পরে ১৮ ডিসেম্বর তাদের আদালতে চালান দেয়া হয়। পরে তাকে ও তার স্বামীকে দুই দিনের রিমান্ডে নেয়া হয়। এতে তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। মুন্নী পারভীন অভিযোগ করেন এর আগে তার ব্যক্তিগত কারণে নিরাপত্তা চেয়ে বাগাতিপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করলে এই সহকারী উপ-পরিদর্শক গোলাম রব্বানী তাকে চাপ দিয়ে তা প্রত্যাহার করান। সে সময় থেকে তার সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। 

সে কারণে তিনি ক্ষিপ্ত হয়ে এই মিথ্যা মামলা করেন। তিনি বিষয়টি তদন্ত করে প্রকৃত তথ্য উদ্ঘাটন ও সহকারী উপ-পরিদর্শক গোলাম রব্বানীর বিচার দাবি করেন। এ বিষয়ে সহকারী উপ-পরিদর্শক গোলাম রব্বানীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, অভিযানে তিনি ছিলেন এটা ঠিক। কিন্তু এ মামলার আইও তিনি নন। তাছাড়া শিক্ষিকা মুন্নী পারভীনের সঙ্গে তার কোন বিরোধও নেই। তবে মাদক বিক্রেতা হিসেবে তার বিরুদ্ধে অনেক মানুষের সাক্ষী রয়েছে।

শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না - dainik shiksha সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু - dainik shiksha চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় - dainik shiksha প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট - dainik shiksha রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0043809413909912