যন্ত্রণার কোচিং থেকে মুক্তি দিন - Dainikshiksha

যন্ত্রণার কোচিং থেকে মুক্তি দিন

সালমা |

ফরিদপুর শহরের সারদা সুন্দরী উচ্চ বালিকা বিদ্যালয়ে বছরের প্রথম থেকেই শিক্ষকদের কোচিং ব্যবসা বেপরোয়াভাবেই চলছে। নিয়মিত ক্লাস শুরুর আগে বিদ্যালয়ের শ্রেণিকক্ষেই কোচিং ব্যবসা চালানো হচ্ছে। তারা এর নাম দিয়েছেন সহায়ক ক্লাস। রোজার মাসে বিদ্যালয় বন্ধ থাকলেও কোচিং পুরোদমেই চলছে। কোচিং বাবদ প্রত্যেক ছাত্রীর কাছ থেকে মাসিক ৬০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। আর এভাবে প্রতি মাসেই ছাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে দশ লক্ষাধিক টাকা। প্রধানশিক্ষক মহোদয় নিজেই ঘোষণা করেছেন, যারা এই কোচিংয়ে আসবে না তারা বিদ্যালয়ের পরীক্ষায় নম্বর কম পাবে অথবা ফেল করবে।

বছরে দুটি পরীক্ষা নেওয়ার সরকারি ঘোষণা থাকলেও আমাদের বিদ্যালয়ে চারটি পরীক্ষা নেওয়া হচ্ছে। যারা এই কোচিংয়ে আসতে পারছে না তাদেরকে ইচ্ছা করেই নম্বর কম  অথবা ফেল করিয়ে দেওয়া হচ্ছে। আর যারা শিক্ষকদের কোচিংয়ে আসছে তারা পরীক্ষার খাতায় যাই লিখুক না কেন নম্বর বাড়িয়ে দেওয়া হচ্ছে। আর এভাবেই সম্পূর্ণ অনৈতিকভাবে ছাত্রীদের কোচিংয়ে আসতে বাধ্য করা হচ্ছে। অথচ স্বেচ্ছায় কোনো শিক্ষার্থী এই কোচিংয়ে আসতে চায় না, কারণ যাঁরা কোচিং ক্লাস নেন তাঁরা কোনো বিষয়ই ঠিকমতো বোঝাতে পারেন না। শিক্ষকদের মধ্যে নীতি-নৈতিকতার চরম অবক্ষয়ের কারণে শিক্ষার্থী-অভিভাবক কেউই বিদ্যালয়ের শিক্ষকদের কাছে প্রাইভেট পড়াতে আগ্রহী নয়। এ কারণেই শিক্ষকগণ বিদ্যালয়েই কোচিংয়ের ফাঁদ তৈরি করেছেন।

কোচিং ক্লাসের দ্বারা শিক্ষকগণ আর্থিকভাবে দারুণ লাভবান হলেও আমাদের শিক্ষাজীবনকে হুমকির মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। কারণ কোচিং বা নিয়মিত ক্লাস কোথাও ঠিকমতো পড়ানো হয় না। আমাদের শিক্ষকদের কাছে বর্তমানে অর্থ উপার্জনই একমাত্র লক্ষ্য। লেখাপড়ার ক্ষেত্রে বাড়তি সাহায্যের জন্য আমরা ইচ্ছে করলেও আমাদের বা অভিভাবকদের পছন্দমতো কোনো ভালো প্রাইভেট শিক্ষকের কাছে পড়তে পারছি না। কোচিং ও নিয়মিত ক্লাস করতে হলে একজন ছাত্রীকে সকাল সাতটা থেকে প্রায় বিকাল পাঁচটা পর্যন্ত বিদ্যালয়েই থাকতে হয়; অথচ তেমন কিছুই পড়ানো হচ্ছে না। এভাবে আমাদের জ্ঞানার্জনের পথ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হচ্ছে। শিক্ষকদের এই ব্যবসানির্ভর শিক্ষাব্যবস্থার ফলে  আমাদের শিক্ষাজীবনকেই ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে।

অতএব, শিক্ষা মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন এই যে, আমাদেরকে এই অনৈতিক কোচিং থেকে মুক্তি দিন। আমাদের সঙ্গে শিক্ষকদের এই প্রতারণা আমরা আর সহ্য করতে পারছি না। আমরা আশা করি কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে এই অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়াবেন।

 

সারদা সুন্দরী উচ্চ বালিকা বিদ্যালয়, ফরিদপুর

চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু - dainik shiksha চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু স্কুল-কলেজ খুলছে রোববার, ক্লাস চলবে শনিবারও - dainik shiksha স্কুল-কলেজ খুলছে রোববার, ক্লাস চলবে শনিবারও প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় - dainik shiksha প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে পরীক্ষার আগেই হবু শিক্ষকদের হাতে পৌঁছে যায় উত্তরপত্র: ডিবি - dainik shiksha পরীক্ষার আগেই হবু শিক্ষকদের হাতে পৌঁছে যায় উত্তরপত্র: ডিবি দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল - dainik shiksha ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ - dainik shiksha বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস - dainik shiksha এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস please click here to view dainikshiksha website Execution time: 0.0047018527984619