যে কারণে শিক্ষক নিবন্ধনের ফল দেখতে পাচ্ছেন না প্রার্থীরা - Dainikshiksha

যে কারণে শিক্ষক নিবন্ধনের ফল দেখতে পাচ্ছেন না প্রার্থীরা

শফিকুল ইসলাম |
চতুর্দশ বেসরকারি শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হলেও প্রার্থীরা দেখতে পাচ্ছেন না। সোমবার (২৩ এপ্রিল) বিকেলে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ হয়। শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। কিন্তু রাত ৯টা পর্যন্ত প্রার্থীরা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ওয়েবসাইটে ফল দেখতে পারেননি। এসএমএসও পাননি। অনেক পরীক্ষার্থী দৈনিক শিক্ষা ডটকমে ফোন করে এ বিষয়টি জানিয়েছেন। 
 
অনুসন্ধানে জানা যায়, কতজনকে পাস করাবেন, কতটি শূন্য পদ রয়েছে, এসবের কোনো সুনির্দিষ্ট হিসেব নেই কর্তৃপক্ষের কাছে। দুর্নীতিবাজ হিসেবে পরিচতি নিবন্ধন কর্তৃপক্ষের প্রধান সিস্টেম অ্যানালিস্টকে দিয়ে ঠিকমতো কাজ করাতে পারেনি কর্তৃপক্ষ।  প্রায় দুইমাস যাবত ওয়েবসাইটে কোনো তথ্য আপলোড করা হয়নি। এসব কারণে বেশ কয়েকদিন আগে ফল প্রস্তত হলেও প্রকাশ করা হয়নি। 

 

 
 
নাম প্রকাশে অনিচ্ছুক নিবন্ধন কর্তৃপক্ষের একজন কর্মকর্তা দৈনিকশিক্ষাকে বলেন, চেয়ারম্যানের অবসরে যাওয়ার বাকী আর মাত্র তিনমাস। চেয়ারম্যানসহ কয়েকজন কর্মকর্তা শিক্ষা সফরে নেদারল্যান্ডস যাওয়ার পরিকল্পনা থাকায় একদফা ফল প্রস্তুত স্থগিত রাখা হয়। পরবর্তীতে দেখা যায়, সফরের তালিকাভুক্ত অন্য একটি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা অপর একটি সফরে বিদেশে গেছেন। তিনি ফেরার পরে তাকেসহ নিবন্ধন কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ বাদবাকীরা সফরে যাবেন। সিনিয়রদে নেদারল্যান্ড ও জুনিয়রদের অস্ট্রেলিয়া পাঠানোয় ক্ষোভ রয়েছে বলেও জানা যায়। সফরটি ১০ এপ্রিল থেকে পিছিয়ে ৩০ এপ্রিল করা হয়েছে।বিদায়ী চেয়ারম্যানের কথা শুনতে চান না টেকনিক্যাল কাজের দায়িত্বপ্রাপ্তরা। চেয়ারম্যানকে একটা শিক্ষা দেয়ার জন্য ওয়েবসাইটে ফল দেননি তারা। এতে পরীক্ষার্থীদের ভোগান্তি হয়েছে।    
 
সোমবার (২৩)শিক্ষা মন্ত্রণালয় থেকে  দৈনিকশিক্ষা ডটকমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চতুর্দশ বেসরকারি শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায়  স্কুল-২ পর্যায়ে, স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে মোট এক লাখ ৬৬ হাজার ৩১৮  পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এরমধ্যে স্কুল-২ পর্যায়ে ৬২৪, স্কুল পর্যায়ে ১৫ হাজার ৩৬২ এবং কলেজ পর্যায়ে তিন হাজার ৮৭৭ জনসহ মোট ১৯ হাজার ৮৬৩  প্রার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। বিজ্ঞপ্তিতে নিবন্ধন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব এ এম এম আজহারের স্বাক্ষর রয়েছে। 
 
চতুর্দশ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় স্কুল পর্যায়-২ এ ২৩টি, স্কুল পর্যায়ে ২৩টি এবং কলেজ পর্যায়ে ৩৫টি সহ মোট ৮১টি বিষয়ে লিখিত পরীক্ষা গ্রহণ করা হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে ওয়েবসাইট ও এসএমএস এর মাধ্যমে অবহিত করা হবে।  কিন্তু সোমবার (২৩ এপ্রিল) রাত ৯টা পর্যন্ত পরীক্ষার্থীরা মোবাইলে মেসেজও পাননি আবার নিবন্ধন কর্তৃপক্ষের ওয়েবসাইটেও ফল আপলোড করা হয়নি মর্মে একাধিক পাঠক ফোন করে দৈনিকশিক্ষাকে জানান।

 

শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না - dainik shiksha সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু - dainik shiksha চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় - dainik shiksha প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট - dainik shiksha রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0044951438903809