রাজশাহীর ছয় সরকারি স্কুলে ভর্তি পরীক্ষা কাল - দৈনিকশিক্ষা

রাজশাহীর ছয় সরকারি স্কুলে ভর্তি পরীক্ষা কাল

রাজশাহী প্রতিনিধি |

আগামীকাল শনিবার (২৮ ডিসেম্বর) রাজশাহী নগরীর ছয়টি সরকারি স্কুলে ভর্তির পরীক্ষা অনুষ্ঠিত হবে। তৃতীয়, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে ভর্তিচ্ছুদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আসন ফাঁকা থাকা সাপেক্ষে সরকারি স্কুলগুলোতে নবম শ্রেণিতে জেএসসি ও জেডিসির পরীক্ষার ফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে দৈনিক শিক্ষাডটকমকে জানিয়েছেন ভর্তি কমিটির সদস্যরা।

সরকারি ছয়টি স্কুল হল, পিএন বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি ল্যাবরেটরি স্কুল, রাজশাহী কলেজিয়েট স্কুল, শিরোইল উচ্চ বিদ্যালয়, হাজি মুহাম্মদ মহসিন উচ্চ বিদ্যালয় (সাবেক সরকারি মাদরাসা) ও রাজশাহী (হেলেনাবাদ) বালিকা উচ্চ বিদ্যালয়। তৃতীয়, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে এসব স্কুলে ভর্তির সুযোগ পাবে ৯১০ জন শিক্ষার্থী। তবে, ১১ হাজার ৬৩০ জন ভর্তিচ্ছুর ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার কথা আছে। সকাল ও বিকেল দুই বেলা ছয়টি স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

জানা গেছে, সকালে ক্লাস্টার-১ এ তৃতীয় শ্রেণির ভর্তি পরীক্ষা হবে ১০টা থেকে ১১টা। ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পরীক্ষা হবে সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত। বিকালে ক্লাস্টার-২ এ তৃতীয় শ্রেণির পরীক্ষা হবে ৩টা থেকে ৪টা। আর ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পরীক্ষা হবে ৩টা থেকে ৫টা পর্যন্ত।

ভর্তি কমিটির সদস্য সচিব পিএন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদ আরা দৈনিক শিক্ষাডটকমকে জানান, ২০২০ শিক্ষাবর্ষে তার স্কুলে তৃতীয় শ্রেণিতে ১৮০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। এছাড়া কলেজিয়েটে ২০০ জন, ল্যাবরেটরিতে ৯০ জন, শিরোইলে ১২০ জন ও হাজি মুহাম্মদ মহসিনে ১০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।

তিনি দৈনিক শিক্ষাডটকমকে আরও বলেন, ষষ্ঠ শ্রেণিতে হেলেনাবাদ স্কুলে ১৬৫ জন, হাজি মুহাম্মদ মহসিন স্কুলে ৩৫ জন, শিরোইল স্কুলে ২০ জন, কলেজিয়েট স্কুলে ৪০ জন এবং পিএন স্কুলে ২৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। সপ্তম শ্রেণিতে শুধু হাজি মুহাম্মদ মহসিন স্কুলে ১৫ জন এবং শিরোইল স্কুলে ১০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই ভর্তি পরীক্ষার ফল ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

জানা গেছে, শনিবার সকালে তৃতীয় শ্রেণিতে ভর্তিচ্ছু ৩ হাজার ৮৫৭ জন, ষষ্ঠ শ্রেণিতে ভর্তিচ্ছু ২ হাজার ৪২৫জন এবং সপ্তম শ্রেণিতে ভর্তিচ্ছু ১২৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। আর বিকালে তৃতীয় শ্রেণিতে ভর্তিচ্ছু ২ হাজার ৫৩ জন, ষষ্ঠ শ্রেণিতে ভর্তিচ্ছু ৩ হাজার ৭৪ জন এবং সপ্তম শ্রেণিতে ভর্তিচ্ছু ৯৫ জন শিক্ষার্থীর ভর্তি পরীক্ষা নেয়া হবে।

স্কুল-কলেজ খুলছে রোববার, ক্লাস চলবে শনিবারও - dainik shiksha স্কুল-কলেজ খুলছে রোববার, ক্লাস চলবে শনিবারও নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল - dainik shiksha ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল সনদের কাগজ কীভাবে পায় কারবারিরা, তদন্তে নেমেছে ডিবি - dainik shiksha সনদের কাগজ কীভাবে পায় কারবারিরা, তদন্তে নেমেছে ডিবি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ - dainik shiksha বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি - dainik shiksha সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি ফাঁসপ্রশ্নে প্রাথমিকে শিক্ষক নিয়োগ, নজরদারিতে যারা - dainik shiksha ফাঁসপ্রশ্নে প্রাথমিকে শিক্ষক নিয়োগ, নজরদারিতে যারা এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস - dainik shiksha এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস please click here to view dainikshiksha website Execution time: 0.0065860748291016