রাতে ছাত্রীদের মাদরাসায় রেখে কোচিং, শিক্ষকের কারাদণ্ড - দৈনিকশিক্ষা

রাতে ছাত্রীদের মাদরাসায় রেখে কোচিং, শিক্ষকের কারাদণ্ড

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি |

পটুয়াখালীর কলাপাড়ায় কোচিং ক্লাস পরিচালনা করার অভিযোগে এক মাদরাসাশিক্ষককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। রোববার (৩ নভেম্বর) রাতে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপ দাশ এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত মাদরাসাশিক্ষকের নাম রেজাউল করিম। তিনি মোস্তফাপুর শামসুন্নাহার বালিকা দাখিল মাদরাসার আইসিটি বিষয়ের শিক্ষক।

জানা যায়, দীর্ঘদিন ধরে এ মাদরাসার শিক্ষকরা কোচিং বাণিজ্য করে আসছে এমন অভিযোগের প্রেক্ষিতে রোববার রাতে এ অভিযান চালায় প্রশাসন। অভিযানে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান উপস্থিত ছিলেন।

অভিভাবক ও স্থানীয়দের অভিযোগ, অনাবাসিক মাদরাসা হলেও শিক্ষকরা অষ্টম শ্রেণির ৩৩ শিক্ষার্থীকে রাতে মাদরাসায় থাকতে বাধ্য করে এ কোচিং ক্লাস পরিচালনা করছেন । এছাড়া, প্রতিটি ক্লাসের ছাত্রীদেরও কোচিং ক্লাস করতে বাধ্য করছেন শিক্ষকরা বলে জানায় তারা। 

তবে এ অভিযোগ অস্বীকার করে মাদরাসার সুপার আলহাজ্ব আব্দুর রব হাওলাদার বলেন, গত দুই দিন ধরে রাতে ছাত্রীদের মাদরাসায় এনে পাঠদান করানো হচ্ছে। রাতে ছাত্রীরা সবাই নবম শ্রেণির একটি কক্ষে ঘুমাতো। পরীক্ষায় ভালো ফলাফলের জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান তিনি।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপ দাশ জানান, জেএসসি ও জেডিসি পরীক্ষা চলাকালীন সরকারি নির্দেশ অমান্য করে কোচিং ক্লাস পরিচালনা করায় দণ্ডবিধি ১৮৬০ এর ধারা ১৮৮ মোতাবেক শিক্ষক রেজাউল করিমকে সাত দিনের বিনাশ্রম করাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া, মাদরাসায় রাতে অবস্থান করা ৩৩ ছাত্রীকে তাদের অভিভাবকদের জিম্মায় নিজ নিজ বাসায় পাঠিয়ে দেয়া হয়েছে। 

শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না - dainik shiksha সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু - dainik shiksha চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় - dainik shiksha প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট - dainik shiksha রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0050160884857178