শ্রেষ্ঠ স্কুলে নেই পদার্থ বিজ্ঞানের শিক্ষক - দৈনিকশিক্ষা

শ্রেষ্ঠ স্কুলে নেই পদার্থ বিজ্ঞানের শিক্ষক

ময়মনসিংহ প্রতিনিধি |

এ বছর দেশসেরা মাধ্যমিক স্কুল হয়েছে ময়মনসিংহের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। বিস্ময়কর বিষয় হলো সেই বিদ্যালয়েই এখন পদার্থবিজ্ঞান বিষয়ে কোনো শিক্ষক নেই। অন্য বিষয়ের শিক্ষকরা কোনো রকম এ বিষয়ের ক্লাস নিয়ে শিক্ষার্থীদের ধরে রেখেছেন। শিক্ষক সংকটের এ অবস্থায় চরম দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন স্কুলের বর্তমান প্রধান শিক্ষক। তিনি সমস্যাটি সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বার বার আবেদন করেও সমস্যার সমাধান মেলেনি। স্কুলের শিক্ষকরা আশঙ্কা করছেন বিজ্ঞান শিক্ষকের এমন সংকট চলতে থাকলে স্কুলের শিক্ষার মান নিশ্চিতভাবে বাধাগ্রস্ত হবে। আর শিক্ষার্থীরাও বাধ্য হয়ে স্কুলমুখী না হয়ে কোচিং আর প্রাইভেটমুখী হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশসেরা এ স্কুলে নবম ও দশম শ্রেণিতে প্রায় সবাই বিজ্ঞান বিভাগের ছাত্রী। এ দুই শ্রেণিতেই সেকশন রয়েছে। স্কুলে আছে প্রভাতি ও দিবা শাখা। নিয়মানুযায়ী এখানে ভৌতবিজ্ঞান বিষয়ে (পদার্থ ও রসায়ন) দুজন করে শিক্ষক থাকার কথা। কিন্তু শিক্ষক আছে দুই শিফটে একজন করে। এ দুই শিফটের দুই শিক্ষকই আবার মূলত রসায়নের। অর্থাৎ পদার্থবিজ্ঞান বিষয়ে ছাত্রীরা উপযুক্ত শিক্ষকের ক্লাস পাচ্ছে না।

স্কুল সূত্রে জানা গেছে, স্কুলের প্রধান শিক্ষক সমস্যাটি সমাধানে বাধ্য হয়ে অন্য বিষয়ের শিক্ষকদের দিয়ে ক্লাস নিচ্ছেন। কিন্তু এতে শিক্ষার্থীদের মানসম্মত পাঠ গ্রহণ নিশ্চিতভাবেই বাধাগ্রস্ত হচ্ছে।

এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক নাছিমা আক্তার বলেন, ‘বিষয়ভিত্তিক শিক্ষকের অভাবে মানসম্মত পাঠদান বাধাগ্রস্ত হবে। এতে পরীক্ষার ফল খারাপ হবে, যা মোটেও কাম্য নয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে নিয়ে বারবার কথা বলেও কাজ হচ্ছে না।’

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা ময়মনসিংহ অঞ্চলের উপপরিচালক আবু নূর মোহাম্মদ আনিসুল ইসলাম চৌধুরী বলেন, তিনি সমস্যাটি অবহিত। তিনিও অধিদপ্তরে সমস্যাটি নিয়ে কথা বলেছেন।

শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না - dainik shiksha সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু - dainik shiksha চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় - dainik shiksha প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট - dainik shiksha রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.004796028137207