সরকারিকরণের দাবিতে ইবতেদায়ি শিক্ষকদের মানববন্ধন - দৈনিকশিক্ষা

সরকারিকরণের দাবিতে ইবতেদায়ি শিক্ষকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক |

রেজিষ্ট্রেশনপ্রাপ্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা সরকারিকরণের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষকরা। রোববার (৩ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১০টায়  মানববন্ধন করেন তারা। বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতির ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন  শেষে তিন সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে গিয়ে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দেন। শিক্ষামন্ত্রীর কাছে দেয়া স্মারকলিপিতে ৭ দফা দাবি তুলে ধরা হয়।

দাবিগুলো হচ্ছে, প্রাইমারির ন্যায় মাদরাসা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা সরকারিকরণ, কোড বিহীন মাদরাসাগুলো মাদরাসা বোর্ড কর্তৃক কোড নম্বরে অন্তর্ভুক্তকরণ, প্রাইমারির ন্যায় প্রতিটি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসায় অফিস সহায়ক নিয়োগ, প্রাইমারির ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের পিটিআই ট্রেনিং ব্যবস্থা, প্রাইমারির ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাসমূহে আসবাবপত্র সরবরাহসহ ভবন নির্মাণ। পূর্বের ন্যায় এইচএসসি (মানবিক) শিক্ষকদের নীতিমালায় অন্তর্ভুক্তকরণ এবং  প্রাইমারির স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাসমূহ স্থায়ী রেজিস্ট্রেশন ব্যবস্থা চালু।

মানববন্ধনে বক্তারা বলেন, স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা নীতিমালা ২০১৮ এর আলোকে একহাজার ৫১৯টি মাদরাসার হালনাগাদ তথ্য সংগ্রহ করায় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানান স্বতন্ত্র ইবতেদায়ি সমিতির মহাসচিব কাজী মোখলেছুর রহমান। তিনি বলেন, মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রেশনপ্রাপ্ত ও কোডবিহীন মাদরাসার মধ্যে একহাজার ৫১৯টি অনুদানভুক্ত। তিনি বলেন, মাদরাসা বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী, কোডভুক্ত ও কোডবিহীন প্রায় ১২ হাজার স্বতন্ত্র মাদরাসা রয়েছে। এর মধ্যে ৫১৯টি মাদরাসা সরকারি অনুদান পেলেও বাকি মাদরাসাগুলো অনুদান থেকে বঞ্চিত। এসব মাদরাসা শিক্ষকরা বর্তমান দ্রব্যমূল্যের বাজারে মানবেতর জীবন যাপন করছেন।

মানববন্ধনে জানানো হয়, দাবি আদায়ে আগামীকাল সোমবার (৪ মার্চ) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষক সমাবেশ ও মানববন্ধন করে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া দেবেন মাদরাসা শিক্ষকরা। এছাড়া আগামী ৫ মার্চ সকাল ১০টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট করবেন শিক্ষকরা।

মানববন্ধনে বক্তব্য দেন সমিতির সভাপতি মাওলানা হাফেজ কাজী ফয়জুর রহমান,মহাসচিব কাজী মোখলেছুর রহমান, সহ সভাপতি মাওলানা মোহাম্মদ শাহজাহান, এ বি এম আব্দুল কুদ্দুস, আবু মুসা ভূইয়া, ইসতাজ বিন হাকিম, মো. শামছুল আলম, আব্দুর রাজ্জাক, নাসরিন বেগম, ফেন্সি খাতুন, আব্দুর রশিদ, বেলাল হোসেন, আলতাফ হোসেন, মোখলেছুর রহমান, আব্দুল হান্নান, রেজাউল করিম,আব্দুল হান্নান, আলাউদ্দিন, আবুল কালাম আজাদ, এ বি এম নাজিম উদ্দিন, মাহমুদুল হাসান, জহুরুল হাসান, মতিয়ার রহমান, আব্দুস সালাম আজাদ, নাছিমা খাতুন, জাকির হোসেন, নুরে আলম,জসিম উদ্দিন,জামাল উদ্দিন, নারগিছ বেগম,আব্দুল বারী প্রমুখ।

শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না - dainik shiksha সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু - dainik shiksha চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় - dainik shiksha প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট - dainik shiksha রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.006411075592041