সিরিয়ায় আসাদ বাহিনীর হামলা, নিহত ৩৩ তুর্কি সেনা - দৈনিকশিক্ষা

সিরিয়ায় আসাদ বাহিনীর হামলা, নিহত ৩৩ তুর্কি সেনা

দৈনিকশিক্ষা ডেস্ক |

সিরিয়ার ইদলিবে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বাহিনীর ভয়াবহ বিমান হামলায় কমপক্ষে ৩৩ তুর্কি সেনা নিহত হয়েছে। আহত হয়েছে বহু সংখ্যক। শুক্রবার সকালে সিরিয়া সীমান্তবর্তী তুরস্কের হাতায়া প্রদেশের গভর্নর রাহমি দোগান হতাহতের এ হালনাগাদ তথ্য জানিয়েছেন। 

আলজাজিরা জানায়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইদলিবে তুরস্কের বিপুলসংখ্যক সেনা পাঠানোর পর বৃহস্পতিবার একদিনে এটাই সবচেয়ে বেশি হতাহতের ঘটনা। এ ঘটনার পর সিরিয়া সরকারের ‘জ্ঞাত সব লক্ষ্যবস্তুতে আঘাত হানার’ হুঁশিয়ারি দিয়েছে তুরস্ক।

হামলার পর সামরিক কর্মকর্তা ও মন্ত্রীদের নিয়ে জরুরি নিরাপত্তা বৈঠক করেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। এদিকে দুপক্ষের মধ্যে সহিংসতা বেড়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

তাৎক্ষণিক অস্ত্রবিরতির আহ্বান জানিয়ে তিনি বলেছেন, জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া না হলে ঘণ্টাখানেকের মধ্যে ভয়াবহ সহিংসতা ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে।

হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘আমরা আমাদের ন্যাটো মিত্র তুরস্কের পাশে আছি।’

এর আগে পৃথক হামলায় তুরস্কের কমপক্ষে ১৯ সেনা নিহত হয়েছিল। সর্বশেষ হামলা মিলিয়ে ইদলিবে নিহত তুর্কি সেনার সংখ্যা অর্ধশত ছাড়িয়েছে।

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার ইদলিবকে ‘ডি-এস্কেলেশন জোন’ঘোষণা করে গত ২০১৮ সালের সেপ্টেম্বরে চুক্তি সই করে রাশিয়া ও তুরস্ক। এই চুক্তি অনুযায়ী ইদলিবে সামরিক পদক্ষেপ নেওয়া নিষিদ্ধ। চুক্তি কার্যকরের বিষয়টি পর্যবেক্ষণে সেখানে বেশকিছু পোস্ট বসায় তুরস্ক।

কিন্তু সেই চুক্তি লঙ্ঘন করে গত ১২ জানুয়ারি থেকে ব্যাপক হামলায় চালিয়ে ইদলিবের প্রায় অর্ধেক দখল করে নেয় রাশিয়া ও সিরীয় সরকারি বাহিনী। এতে নিহত হয় প্রায় ১ হাজার ৮০০ জন। বাস্তুচ্যুত হয় কয়েক লাখ সিরীয়।

এমনিতে লাখ লাখ সিরীয় শরণার্থীর ভারে ন্যুব্জ তুরস্ক। দেশটির জনগণের মাঝে তাদের নিয়ে বিরূপ মনোভাব সৃষ্টি হয়েছে। এতে জনপ্রিয়তায় টান পড়েছে এরদোয়ানের একে পার্টির। ফলে নতুন করে কয়েক লাখ সিরীয় শরণার্থী ঠেকাতে কঠোর অবস্থানে যায় তুরস্ক।

আলজাজিরা জানায়, তুরস্ক চুক্তি অনুযায়ী ইদলিবের নির্দিষ্ট সীমানা অতিক্রম না করতে রুশ ও সিরীয় সরকারি বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে। কিন্তু এই আহ্বান উপেক্ষা করে অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার করে রুশ ও সিরীয় বাহিনী। এতে ঝুঁকির মুখে পড়েছে ‘আস্তানা শান্তি প্রক্রিয়া’।

চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু - dainik shiksha চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু স্কুল-কলেজ খুলছে রোববার, ক্লাস চলবে শনিবারও - dainik shiksha স্কুল-কলেজ খুলছে রোববার, ক্লাস চলবে শনিবারও প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় - dainik shiksha প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে পরীক্ষার আগেই হবু শিক্ষকদের হাতে পৌঁছে যায় উত্তরপত্র: ডিবি - dainik shiksha পরীক্ষার আগেই হবু শিক্ষকদের হাতে পৌঁছে যায় উত্তরপত্র: ডিবি দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল - dainik shiksha ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ - dainik shiksha বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস - dainik shiksha এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস please click here to view dainikshiksha website Execution time: 0.0051288604736328