স্কুলমাঠে নির্মাণ সামগ্রী, কালো ধোঁয়ায় অসুস্থ শিক্ষার্থীরা - দৈনিকশিক্ষা

স্কুলমাঠে নির্মাণ সামগ্রী, কালো ধোঁয়ায় অসুস্থ শিক্ষার্থীরা

ময়মনসিংহ প্রতিনিধি |

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার আউলাজুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে রাস্তার নির্মাণসামগ্রী ফেলে রাখা হয়েছে। পিচ গলানোর সময় কালো ধোঁয়ায় বিদ্যালয়ের কোমলমতি শিশু শিক্ষার্থীদের শ্বাসকষ্ট দেখা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। আর এতে করে শিশুদের লেখাপড়া বিঘ্ন ঘটছে। চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে শিক্ষক ও শিশু শিক্ষার্থীদের।

শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার লোকজন অভিযোগ করেছেন, সংশ্লিষ্ট ঠিকাদারকে অসংখ্যবার নির্মাণসামগ্রী সরিয়ে নিতে বললেও ঠিকাদার তা আমলে নিচ্ছেন না।

বিদ্যালয়ের শিক্ষক ও এলাকাবাসী জানান, প্রায় এক মাস ধরে বিদ্যালয় মাঠে নির্মাণ সামগ্রী ফেলে রাখা হয়েছে। যে সড়ক সংস্কারের মালামাল রাখা সে সড়কটি এখান থেকে দুই কিলোমিটার দূরে। আর একারণে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতিও কমে যাচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার মশাখালী-মুখী সড়কের পাশে বিদ্যালয়টি অবস্থিত। কিন্তু এলজিইডির উদ্যোগে এক মাস পূর্বে এই বিদ্যালয় থেকে প্রায় দুই কিলোমিটার দূরে বীরখারুয়া এলাকার একটি সংস্কারকাজ শুরু হয়েছে। এ সংস্কারকাজের মিকচার মেশিনসহ নির্মাণসামগ্রী বিদ্যালয়ের মাঠে ফেলে রাখা হয়েছে।

বুধবার সরেজমিনে আরও দেখা গেছে, মাঠে পিচ গলানো হচ্ছে। পিচের কালো ধোঁয়ায় আকাশ ছেয়ে গেছে। শিক্ষর্থীরা ধোঁয়ার মধ্যেই ক্লাস করছে।

চতুর্থ শ্রেণির শিক্ষার্থী এমজে নিগার, মারিয়া, সুচনা, সিজান, মাছুম ও সানিসহ শিশু শিক্ষার্থীরা দৈনিক শিক্ষাডটকমকে বলেন, পিচ গলানোর সময় কালো ধোঁয়ায় দম বন্ধ হয়ে আসে। মাঠে খেলাধুলা বন্ধ হয়ে গেছে। ঠিকমতো চলাচলও করা যাচ্ছে না। অনেক সময় পা ফসকে পাথরের উপর পরে ব্যথা লাগছে।

৩য় শ্রেণির মাহমুদুল হাসান, মানছুরা, মনিরা, সারা ও নীরব বলেন, গন্ধে ক্লাসে বসা যায় না। ধোঁয়ায় শ্বাসকষ্ট হচ্ছে, তাই ক্লাস না করেই বাড়ি ফিরে যাচ্ছি। 

স্কুলের দপ্তরি সুমন মিয়া জানান, যেদিন পাথর রাখা হয়, সেদিন স্কুল বন্ধ ছিল। খবর পেয়ে ছুটে এসে নিষেধ করলেও তারা শোনেনি। 

এ ব্যাপারে বিদ্যালয়ের সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদৌস, আল মামুন ও সায়মা জানান, বিদ্যালয়ের নির্মাণসামগ্রী রাখার জন্য অনুমতি নেয়া হয়নি। প্রায় পুরো মাঠেই নির্মাণ সামগ্রী। পিচ গলানোর কালো ধোঁয়ায় বিদ্যালয়ে টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

দৈনিক শিক্ষাডটকমকে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুল কাদির বলেন, মাঠেই পিচ গলানো হচ্ছে। আমরা বাধা দিলেও আমাদের কথা মানছে না। আমাদের একটি কক্ষ দখল করে নিয়েছে নির্মাণ শ্রমিকেরা। তাদের ব্যবহৃত কাপড়-চোপড় ও মালামাল রাখার কারণে ওই কক্ষ প্রচণ্ড নোংরা হওয়ায় একদিনও ব্যবহার করতে পারিনি।
 
নির্মাণকাজ দেখার দায়িত্বে থাকা ঠিকাদারের ব্যবস্থাপক বলেন, ‘শিক্ষার্থীদের একটু অসুবিধা হচ্ছে বুঝতে পারছি। তাই দ্রুত কাজ শেষ করার চেষ্টা করছি। তবে এ ব্যাপারে একাধিকবার চেষ্টা করেও ঠিকাদার বাপ্পি মিয়ার সাথে কথা বলা সম্ভব হয়নি।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সালমা আক্তার দৈনিক শিক্ষাডটকমকে বলেন, এ বিষয়ে আমি অবগত ছিলাম না। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুব উর রহমান দৈনিক শিক্ষাডটকমকে বলেন, এ বিষয়ে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমার সাথে কথা বললে খোঁজ নিয়ে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

স্কুল-কলেজ খুলছে রোববার, ক্লাস চলবে শনিবারও - dainik shiksha স্কুল-কলেজ খুলছে রোববার, ক্লাস চলবে শনিবারও নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল - dainik shiksha ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল সনদের কাগজ কীভাবে পায় কারবারিরা, তদন্তে নেমেছে ডিবি - dainik shiksha সনদের কাগজ কীভাবে পায় কারবারিরা, তদন্তে নেমেছে ডিবি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ - dainik shiksha বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি - dainik shiksha সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি ফাঁসপ্রশ্নে প্রাথমিকে শিক্ষক নিয়োগ, নজরদারিতে যারা - dainik shiksha ফাঁসপ্রশ্নে প্রাথমিকে শিক্ষক নিয়োগ, নজরদারিতে যারা এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস - dainik shiksha এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস please click here to view dainikshiksha website Execution time: 0.0076768398284912