স্কুলে কর্মচারী নিয়োগে ১০ লাখ টাকা ঘুষ লেনদেনের অভিযোগ - দৈনিকশিক্ষা

স্কুলে কর্মচারী নিয়োগে ১০ লাখ টাকা ঘুষ লেনদেনের অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি |

সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ে অফিস সহায়ক (পরিচ্ছন কর্মী) পদে নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির সভাপতি মো. রবিউল ইসলাম মুক্তির বিরুদ্ধে কর্মচারী নিয়োগের নামে ১০ লাখ টাকা ঘুষ নেয়ার অভিযোগ করেছেন ম্যানেজিং কমিটির এক সদস্য। নিয়োগ সম্পন্ন করতে স্বাক্ষর জাল করার অভিযোগ ও তুলেছেন তিনি। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে  সাতক্ষীরা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আভিযোগ করেন তালার জালালপুর গ্রামের মো. অব্দুস সাত্তার।

লিখিত বক্তব্যে তিনি বলেন, তালা উপজেলার জালালপুর মাধ্যমিক বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। আমি ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির একজন সদস্য। ১৯৬৪ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত। কিন্তু বিগত ৯ বছর যাবত পার্শ্ববর্তী এলাকার একজন নিম্নশিক্ষিত ব্যক্তি ক্ষমতার দাপটে শিক্ষকদের প্রভাবিত করে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে অসীন হয়। সেই থেকে বিদ্যালয়ে আর্থিক দুর্নীতির মাধ্যমে শিক্ষক নিয়োগ, নিয়ম শৃঙ্খলা ও ক্লাসের মানের অবনতিতে এলাকার সচেতন মহল ক্ষুব্ধ। বিষয়টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের খুলনার আঞ্চলিক কর্তৃপক্ষকে জানিয়েও কোন ফল পাওয়া যায়নি।

তিনি অভিযোগ করে আরও বলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. রবিউল ইসলাম মুক্তি কমিটির অন্যান্য সদস্যদেরকে প্রভাবিত করে দশ লাখ টাকার আর্থিক সুবিধা নিয়ে তার পচ্ছন্দের লোক দোহার গ্রামের কার্তিক চন্দ্র বাছাড়ের ছেলে বাবু বাছাড়কে অবৈধভাবে অফিস সহায়ক (পরিচ্ছন কর্মী ) পদে নিয়োগের পায়তারা করছেন। তার বিকল্প প্রার্থী হিসাবে রখেছেন জালালপুর গ্রামের স্বপন দত্তের ছেলে বিপ্লব কুমার দত্তকে। মহামারী করোনা ভাইরাসের কারণে স্কুল ছুটির মধ্যেও তিনি এই অবৈধ নিয়োগ কার্যক্রম অব্যহত রেখেছন। 

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, বিদ্যালয়ের অভিভাবক সদস্য আমাকে গোপন করে বিভিন্ন রেজুলেশনে ৪ নং সদস্য হিসাবে আমার স্বাক্ষর জাল করেছেন। তাছাড়া আমাকে গোপন করে নিজেকে পুনঃরায় সভাপতি রেখে কমিটি করার পায়তারা চালাচ্ছেন। এছাড়া তিনি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল করিম মোড়লের নাম বাদ দিয়ে প্রতিষ্ঠাতা শূন্য দেখিয়েছেন। যা এলাকার সচেতন মহল কোন ভাবেই মানতে পারছেন না।

তিনি আরো বলেন, অবৈধ নিয়োগ প্রক্রিয়া বন্ধের জন্য আমি গত ২৮ আগস্ট তালা সহকারী জজ আদালতে একটি দেওয়ানী মামলা দায়ের করেছি। যার নোটিশ সভাপতি ও প্রধান শিক্ষক ইতিমধ্যে পেয়েছেন। এছাড়া বর্তমান কমিটির মেয়াদ আগামী ৩০ সেপ্টেম্বর শেষ হয়ে যাবে। সে কারণে এই অবৈধ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তারা তড়িঘড়ি করে আগামী ১২ সেপ্টেস্বর নিয়োগ পরীক্ষার দিন ধার্য্য করেছেন। তিনি এই অবৈধ নিয়োগ প্রক্রিয়া বাতিলের জন্য সাতক্ষীরা জেলা প্রশাসক, ও নিয়োগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না - dainik shiksha সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু - dainik shiksha চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় - dainik shiksha প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট - dainik shiksha রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.00406813621521