হিটলার সম্পর্কে প্রশ্ন নিবন্ধনের মৌখিকে - Dainikshiksha

হিটলার সম্পর্কে প্রশ্ন নিবন্ধনের মৌখিকে

রুম্মান তূর্য |

নাৎসিবাদ, পানিপথের প্রথম যুদ্ধ, বিধবা বিবাহের প্রচলন, বাংলাদেশের সংবিধান পরিবর্তন, সোভিয়েত ইউনিয়ন ভেঙে কয়টি রাষ্ট্র হয়েছে, ম্যাগনাকার্টা কী, ‘দ্য প্রিন্স’ বইটিতে কোন দুটি পশুর কথা উল্লেখ করা হয়েছে, ইত্যাদি ঐতিহাসিক বিষয়ের ওপর প্রশ্ন করা হয়েছে নিবন্ধনের মৌখিক পরীক্ষার্থীদের। 

রাজধানীর ইস্কাটনের রেডক্রিসেন্ট-বোরাক টাওয়ারে এনটিআরসিএ কার্যালয়ে  রোববার (৮ জুলাই) ১১তম দিনের মতো নিবন্ধনের মৌখিক পরীক্ষা নেওয়া হয়। কলেজ ও স্কুল উভয় পর্যায়ে সমাজবিজ্ঞান বিষয়ে শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা দেন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা। ৮টি বোর্ড গঠন করে ৩৮১ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। মৌখিক পরীক্ষা শেষে দৈনিক শিক্ষাডটকমকে নিজেদের অভিজ্ঞতা বর্ণনা করেছেন প্রার্থীরা। ভাইভা বোর্ডের ব্যবহার ভালো ও সহযোগী বলে মন্তব্য করেছেন অধিকাংশ প্রার্থী।    

ঠাকুরগাঁও থেকে আসা স্কুল পর্যায়ের প্রার্থী শাহনাজ পারভীন দৈনিক শিক্ষাকে বলেন, ‘নাৎসিবাদ সম্পর্কে বলতে বলেছেন। হিটলার কি গণতান্ত্রিক ছিলেন, না অগণতান্ত্রিক ছিলেন, জানতে চেয়েছেন। আমলাতন্ত্র সম্পর্কে বলতে বলেছেন। আইনের শাসন বলতে কী বুঝি জানতে চেয়েছেন। পদমর্যাদাক্রম বলতে আমি কী বুঝি জিজ্ঞেসা করেছেন।’

নাটোর থেকে কলেজ পর্যায়ের পরীক্ষা দিতে আসা তুহিন আলী জানান, ‘ইতিহাস বিষয়ে অনার্স মাস্টার্সের কয়েকটি পাঠ্যবইয়ের নাম লেখকের নামসহ বলতে বলেছেন। বাংলাদেশ গঠনে বঙ্গবন্ধুর ভূমিকা সংক্ষপে বলতে বলেছেন। মুক্তিযুদ্ধে কোন কোন দেশ আমাদের পক্ষে ও কোন কোন দেশ আমাদের বিপক্ষে ছিল, জানতে চেয়েছেন। সোভিয়েত ইউনিয়ন ভেঙে কয়টি রাষ্ট্র হয়েছে জানতে চেয়েছেন।’ 

পিরোজপুর জেলা থেকে আসা স্কুল পর্যায়ের প্রার্থী আয়শা খাতুন বলেন, ‘বাগেরহাটে পড়ালেখা করেছি জানতে পেরে আমাকে খানজাহান আলীর (র:) দরগা সম্পর্কে বলতে বলেছেন। শের শাহ কোন বংশের ছিলেন জানতে চেয়েছেন। পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছে জিজ্ঞেস করেছেন।’ 

সাতক্ষীরা থেকে সমাজবিজ্ঞান বিষয়ে মৌখিক পরীক্ষা দিতে আসা মো: মোখলেসুর রহমান বলেন, ‘বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কতবার পরিবর্তিত হয়েছে জানতে চেয়েছেন। বিধবা বিবাহ প্রচলন কে করেছেন জিজ্ঞেস করেছেন। সতীদাহ প্রথা কী জানতে চেয়েছেন। প্রথা কি বলতে বলেছেন। আধুনিক একজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম বলতে বলেছেন।’

লালমনিরহাট জেলা থেকে আসা কলেজ পর্যায়ের মৌখিক পরীক্ষার্থী নাজমুন নাহার বলেন, ‘লালমনিরহাট জেলার নামকরণের ইতিহাস জানতে চেয়েছেন। নিজ জেলার বিখ্যাত কয়েকজন ব্যক্তির নাম বলতে বলেছেন। ‘সভ্যতার ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ’ বইটি কে লিখেছেন জানতে চেয়েছেন।’

নীলফামারী জেলা থেকে আসা স্কুল পর্যায়ের পরীক্ষার্থী আম্বিয়া বানু বলেন, ‘রাষ্ট্রবিজ্ঞানের তিনটি যুগ সম্পর্কে বলতে বলেছেন। এ তিন যুগের তিনজন দার্শনিকের নাম বলতে বলেছেন। ম্যাকিয়াভেলি রচিত ‘দ্য প্রিন্স’ বইটি সম্পর্কে বলতে বলেছেন। ম্যাকিয়াভেলিকে কেন আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় জানতে চেয়েছেন। ‘দ্য প্রিন্স” বইটিতে কোন দুটি পশুর কথা উল্লেখ করা হয়েছে এবং কেন, জানতে চেয়েছেন। বিশ্বকাপে বর্তমানে কয়টা টিম টিকে আছে ও সেগুলোর নাম বলতে বলেছেন।

ময়মনসিংহ থেকে আসা মো: মোজাম্মল হক বলেন, ‘সামাজিক নিরাপত্তা কী জানতে চেয়েছেন। নির্বাচকমণ্ডলী কী ও আমলাতন্ত্র কী জানতে চেয়েছেন। এ ছাড়া আমার একাডেমিক জীবন সম্পর্কে বলতে বলেছেন। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্টের কততম প্রেসিডেন্ট জানতে চেয়েছেন।’ ঘুষ ছাড়া নিয়োগ প্রদান নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান মোজাম্মেল।

মাদারীপুর থেকে ওয়াহিদুজ্জামান বলেন, ‘ম্যাগনাকার্টা কী জানতে চেয়েছেন। এ সনদের সাথে বাংলাদেশের কোন সনদের তুলনা করা হয় জিজ্ঞেস করেছেন। মেহেরপুর কেন বিখ্যাত জানতে চেয়েছেন। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রীর নাম জানতে চেয়েছেন।’

নীলফামারী থেকে আসা কলেজ পর্যায়ের প্রার্থী রেয়াজুল হক বলেন, ‘সম্প্রতি প্রধানমন্ত্রী যেপুরস্কারে ভুষিত হয়েছেন, সেটির নাম বলতে বলেছেন। নিজ জেলার একজন বিখ্যাত ব্যক্তিত্বের নাম বলতে বলেছেন। স্বাধীন বাংলাদেশকে কোন রাষ্ট্র প্রথম স্বীকৃতি দিয়েছিল জানতে চেয়েছেন।’

কুড়িগ্রাম থেকে কলেজ পর্যায়ের পরীক্ষার্থী জাকিরুল ইসলাম বলেন, ‘কোন কলেজে পড়াশোনা করেছি জানতে চেয়েছেন। ইতিহাস বিষয়ের কয়েকটি বইয়ের নাম জানতে চেয়েছেন। কারমাইকেল কে ছিলেন জানতে চেয়েছেন।’  

শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না - dainik shiksha সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু - dainik shiksha চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় - dainik shiksha প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট - dainik shiksha রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0074200630187988