অনুমোদন ছাড়াই বিদেশি ডিগ্রি, ঢাবি শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি - দৈনিকশিক্ষা

অনুমোদন ছাড়াই বিদেশি ডিগ্রি, ঢাবি শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি

ঢাবি প্রতিনিধি |

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের অনুমোদন ছাড়াই বিদেশে গিয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করার অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারনী সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একাধিক সিন্ডিকেট সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন। বিকেল তিনটায় এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতরুজ্জামান।

অভিযুক্ত ওই শিক্ষকের নাম অধ্যাপক ড. মুফিজুর রহমান। তিনি সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের বর্তমান প্রাধ্যক্ষ।

সিন্ডিকেট সূত্র জানায়, অধ্যাপক মুফিজুর রহমান ২০১৮ সালে নরওয়ের ইউনিভার্সিটি অব বার্গেন থেকে মিডিয়া স্টাডিজ বিষয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। এই ডিগ্রী অর্জন করতে তিনি বিশ্ববিদ্যালয় থেকে ছুটি নেননি। এটা নিয়ে পরবর্তীতে বিভাগ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অভিযোগ দেওয়া হয়। তার প্রেক্ষিতে সিন্ডিকেট তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়।

তদন্ত কমিটির নেতৃত্বে রয়েছেন ঢাবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। কমিটির অন্য দুই সদস্য হলেন আইন অনুষদের ডিন অধ্যাপক রহমত উল্লাহ ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. হুমায়ুন কবির।

এ বিষয়ে অধ্যাপক এ কে এম মাকসুদ কামাল বলেন, অভিযোগের বিষয়টি লিখিতভাবে সিন্ডিকেটে পড়ে শোনানো হয়নি। নথিপত্র পেলে যাচাই-বাছাই করে রিপোর্ট দেওয়া হবে।

শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ - dainik shiksha শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস - dainik shiksha শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল - dainik shiksha সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা - dainik shiksha রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা - dainik shiksha শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা please click here to view dainikshiksha website Execution time: 0.0032498836517334