আন্দোলনের মুখে পদত্যাগ করবেন না জাবি উপাচার্য - দৈনিকশিক্ষা

আন্দোলনের মুখে পদত্যাগ করবেন না জাবি উপাচার্য

জাবি প্রতিনিধি |

শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। তিনি বলেছেন, ‘আন্দোলনকারীরা বিচার বিভাগীয় তদন্তের দায়-দায়িত্ব আমাকে দিয়েছে। কিন্তু আমি এটা চাইতেও পারি না, করতেও পারি না। এ ব্যাপারে সরকার উদ্যোগ নেবে অথবা বিচার বিভাগ চিন্তা করবে। কিন্তু আমার ওপর চাপ সৃষ্টি করার অর্থ হচ্ছে- একটা অযৌক্তিক দাবি নিয়ে আমাকে স্বেচ্ছা পদত্যাগে আহ্বান করা। যেখানে যুক্তি নেই, সেখানে পদত্যাগের ইচ্ছা আমি পোষণ করছি না।’

মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন উপাচার্য।

দুর্নীতির অভিযোগের তদন্ত প্রসঙ্গে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, ‘আমি আন্দোলনকারীদের আইন বিশেষজ্ঞের মতামত জানিয়েছি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, শিক্ষা মন্ত্রণালয়ে কথা বলেছি। মহামান্য আচার্যের কাছে খবর যাবে শিক্ষা মন্ত্রণালয় থেকে। তারা যদি মনে করে তদন্ত করা উচিত, অবশ্যই তারা করবে। সেক্ষেত্রে আমি সর্বোচ্চ সহযোগিতা করবো।’  

কোথাও তদন্তের আহ্বান জানিয়েছেন সাংবাদিকরা তা জানতে চাইলে উপাচার্য বলেন, ‘আমি একবার তদন্তের কথা বলে ধমক খেয়েছিলাম। আমি তাদের বলেছি, বিশ্ববিদ্যালয়ে যে সার্বিক সংকট চলছে তা আপনাদের জানা প্রয়োজন। সংকট উম্মোচন করার আহ্বান জানিয়েছি তাদের। তাহলেই তো তদন্ত হবে। আমার বিরুদ্ধে তো আমি তদন্ত করতে পারি না। আমি তখনও এটা বলেছি। এখনও আরও স্পষ্টভাবে বলছি।’

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন নেতার উপাচার্যের কাছ থেকে ঈদ সালামি পাওয়ার দাবির ব্যাপারে তিনি বলেন, ‘ওরা বলুক। আমি এটা মানছি না। নিজেই কখনও পাঁচ হাজার টাকার ওপর সালামি পাইনি। কে কে আমার মানহানি করেছে, কোন কোন গণমাধ্যম করেছে কখনও পরিস্থিতি এলে আমি এ নিয়ে কথা বলবো।’

পদত্যাগ দাবির আন্দোলনে পেছনে ইন্ধন আছে উল্লেখ করে উপাচার্য বলেছেন, ‘সারা বিশ্ববিদ্যালয় মনে করে ইন্ধন আছে, আমিও মনে করি। কারা দিচ্ছে, আমরা সবাই আঁচ করতে পারি। তারা আমার দ্বিতীয় দফায় নিয়োগ মেনে নেয়নি। তারা নানা সময়  নানা ভাবে নানা কিছু করেছে। ইন্টারেস্টিং হলো, তারা প্রথম দিকে আওয়ামী লীগপন্থী সংগঠনের একটা দিক হয়ে দাঁড়িয়েছিল। এখন তারা বিএনপি ও বামপন্থী শিক্ষকদের নিয়ে দাঁড়িয়েছে।’

সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীদের নিয়ে উষ্মা প্রকাশ করেন উপাচার্য। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘যখন ক্লাস-পরীক্ষা হচ্ছে, তখন আপনারা দেখাচ্ছেন ক্লাস-পরীক্ষা হচ্ছে না। এটা পাপ। এটা করবেন না। বিশ্ববিদ্যালয়ের মিথ্যা চরিত্র চিত্রণ করে আপনারা উপকার করছেন না, অপকার করছেন।’

তিনি আরও বলেন, ‘যেটুকু সত্য, তা একটু বাড়িয়ে-কমিয়ে প্রচার করুন। কিন্তু মিথ্যাকে একেবারে সত্যের জায়গায় বসিয়ে দিলে জাতি আপনাদের ক্ষমা করবে না।’

শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা - dainik shiksha শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা - dainik shiksha রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষকের মৃত্যু - dainik shiksha ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষকের মৃত্যু গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল - dainik shiksha গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল শিক্ষকরাই স্মার্ট নাগরিক গড়ার কারিগর: শিল্পমন্ত্রী - dainik shiksha শিক্ষকরাই স্মার্ট নাগরিক গড়ার কারিগর: শিল্পমন্ত্রী এনটিআরসিএর সার্টিফিকেট সংশোধনের নতুন নির্দেশনা - dainik shiksha এনটিআরসিএর সার্টিফিকেট সংশোধনের নতুন নির্দেশনা মর্নিং স্কুলের ছয় সুবিধা উল্লেখ করলেন জেলা শিক্ষা কর্মকর্তা - dainik shiksha মর্নিং স্কুলের ছয় সুবিধা উল্লেখ করলেন জেলা শিক্ষা কর্মকর্তা দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা - dainik shiksha দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0061049461364746