আল্লাহ আমাদের বাঁচিয়েছেন: মুশফিক - দৈনিকশিক্ষা

আল্লাহ আমাদের বাঁচিয়েছেন: মুশফিক

দৈনিক শিক্ষা ডেস্ক |

নিউজল্যান্ডের ক্রাইস্টচার্চে হ্যাগলি ওভাল মাঠের খুব কাছে দুটি মসজিদে আজ শুক্রবার (১৫ মার্চ) স্থানীয় সময় বেলা দেড়টার দিকে সন্ত্রাসী হামলা হয়েছে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটারেরা। তবে, দুইজন বাংলাদেশীসহ নিহত হয়েছেন প্রায় ৪০ জন। নিউজিল্যান্ডের সংবাদমাধ্যম জানিয়েছে, তৃতীয় টেস্ট খেলা নিয়ে ভাবছে না বাংলাদেশ দল। তাঁরা ‘যত দ্রুত সম্ভব’ নিউজিল্যান্ড ত্যাগ করতে চান। বাংলাদেশ দলের খেলোয়াড়েরা ভয়াবহ এই ঘটনায় ভীষণ আতঙ্কিত। 

তৃতীয় ও শেষ টেস্ট শুরু হওয়ার কথা কাল শনিবার থেকে। অনুশীলন শেষে আজ শুক্রবার স্থানীয় সময় বেলা দেড়টার দিকে ওই মসজিদে নামাজ আদায়ে যান ক্রিকেটারেরা। মসজিদে প্রবেশের মুহূর্তে স্থানীয় এক নারী তাঁদের মসজিদে ঢুকতে নিষেধ করেন। বলেন, এখানে সন্ত্রাসী হামলা হয়েছে। আতঙ্কিত খেলোয়াড়েরা তখন দৌড়ে হ্যাগলি ওভালে ফেরত আসেন। সেখান থেকে টিম বাসে করে হোটেলে ফিরে যায় টাইগার দল।

এই সন্ত্রাসী হামলার জেরে তৃতীয় টেস্ট বাতিল হয়েছে। ঘটনার পর বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবাল টুইট বার্তায় জানান, ‘বন্দুকধারীদের গুলি থেকে বেঁচে গেছে গোটা দল। ভীতিকর অভিজ্ঞতা, আমাদের জন্য প্রার্থনা করুন।’

মুশফিকুর রহিম টুইট করেন, ‘আলহামদুলিল্লাহ, ক্রাইস্টচার্চের মসজিদে গুলি থেকে আল্লাহ আমাদের বাঁচিয়েছেন...আমরা ভীষণ ভাগ্যবান...আর কখনো এমন কিছু দেখতে চাই না। আমাদের জন্য দোয়া করুন।’

হামলা নিয়ে ক্রিকেটার মুমিনুল হক ফেসবুক দেয়া স্ট্যাটাসে জানান, ‘আলহামদুল্লিাহ আমরা রক্ষা পেয়েছি, কিন্তু এ ঘটনা খুবই ভীতিকর। আমরা মুসলিম ভাই বোনদের হারিয়েছি। সর্বশক্তিমান আমাদের সাহায্য করুন।’ 

বাংলাদেশ দলের পারফরম্যান্স ও স্ট্রাটেজিক বিশ্লেষক শ্রীনিবাস টুইট বার্তায় জানান, ‘বন্দুকধারীদের গুলি থেকে বেঁচে গিয়েছি! সবাই ভীষণ ভীতিকর পরিস্থিতির মধ্যে রয়েছে।’ বাংলাদেশ দলের ট্রেনার মারিও ভিল্লাভারায়েন নিউজিল্যান্ডের সংবাদমাধ্যমকে বলেন, ‘ঘটনার পর একজনের (দলের খেলোয়াড়) সঙ্গে কথা বলেছি। সে কিছু না দেখলেও গুলির শব্দ শুনেছে। কোচিং স্টাফ হোটেলে অবস্থান করছে। গুলির শব্দ শুনেই খেলোয়াড়েরা দৌড়ে ফিরে আসে।’

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, বাংলাদেশের দলের সঙ্গে ‘সার্বক্ষণিক যোগাযোগ’ রাখা হচ্ছে। এক টুইটে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড বলে, ‘ক্রাইস্টচার্চে ভয়াবহ ঘটনায় আক্রান্তদের প্রতি আমরা হৃদয় নিংড়ানো সমবেদনা জানাচ্ছি। দুই দেশের বোর্ডের যুগ্ম সিদ্ধান্তে হ্যাগলি ওভাল টেস্ট বাতিল করা হয়েছে। দুই দল এখন নিরাপদে।’

প্রাথমিকের তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা শুরু ৯ মে - dainik shiksha প্রাথমিকের তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা শুরু ৯ মে প্রাথমিকের তৃতীয় ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নতুন নির্দেশনা - dainik shiksha প্রাথমিকের তৃতীয় ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নতুন নির্দেশনা ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী - dainik shiksha ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী তাপমাত্রা ৪২ ডিগ্রির বেশি হলে স্থানীয়ভাবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হতে পারে - dainik shiksha তাপমাত্রা ৪২ ডিগ্রির বেশি হলে স্থানীয়ভাবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হতে পারে বঙ্গবন্ধুকে হারিয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাখাত - dainik shiksha বঙ্গবন্ধুকে হারিয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাখাত আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি - dainik shiksha আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0030741691589355